কিন্তু পাঞ্জেরীর যে ঘুম ভাঙ্গছে না!!

লিখেছেন লিখেছেন খুঁজে পিরি স্বাধীনতা ০৬ মে, ২০১৪, ০১:২৭:২৫ রাত

একে এপ্রিল দেখিনি আমি, দেখিনি বালাকোট! মুসলিম ধ্বংসের তরে ইহুদি নাসারা একজোট! দেখিনি আমি, ফিলিস্তিনের আর্তনাদ! দেখেছি আমি ৫ মের নাস্তিক হঠাও মতিঝিলের জিহাদ!! কবিতা লিখে আমি আমাকে কবি প্রমাণ করতে আসিনি! এসেছি নাস্তিকদের আস্ফলন কমাতে! তারা যেভাবে আমার প্রাণের ধর্ম ইসলামকে অপমান করছে.. তাঁর জবাব দিতে! অল্প কথার মানুষ আমি.. লেখাতে নেই কোনো মধুরতা! মনের ঘরে দেই উঁকি দেই স্বপ্ন কত কি? স্বপ্ন পাখাই উড়াল দিয়ে মোরে দেই ফাঁকি! আমি পাঁকে পরি না আসল স্বপ্ন ভুলি না। স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী! সুখময় এই পৃথিবীর বাংলাদেশ নামক একটি খুদ্র রাস্টে বাস করি আমরা! কিন্তু শান্তিময় এই দেশটাকে অশান্ত করে তুলেছে কিছু্ নাস্তিক, ও শাসক গোষ্ঠীরা! ৫মের আলেম হত্যার পরেও থেমে নেই এদের বর্বরতা! একের পর এক হত্যা কান্ড করে চলছে তারা। কিন্তু পাঞ্জেরীর যে ঘুম ভাঙ্গছে না!! ওরা তো নতুন উদ্যমে হত্যা করে রক্ত দিয়ে হলি খেলছে.. তবুও জাতির বিবেক জেগে উঠছে না!! হাজার মা কান্না করে পুত্র শোকে! হাজার বোন কান্না করে স্বামী হারানোর যন্ত্রণাই! হাজার শিশু কান্না করে বাবাকে পাওয়ার আশাই! জাতির বিবেক যদি থাকে ঘুমন্ত কে জাগাবে সুপ্ত বাসনা? ও দেশের জনগন ঘুম কি ভাঙ্গবে না? তোমার দেশ ধর্মকে করছে অবমানা!!! Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out

বিষয়: রাজনীতি

১২৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249455
৩০ জুলাই ২০১৪ সকাল ১০:৩৪
ব১কলম লিখেছেন : অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:০৬
199821
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : Love Struck Crying আপনাকে ও!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File