ব্যর্থ ছাত্রদলকে আন্দোলনের প্রস্তুত হতে বললেন বেগম জিয়া।

লিখেছেন লিখেছেন বাশার ০৬ মে, ২০১৪, ১২:৪৯:৫৫ রাত

‘ব্যর্থ’ ছাত্রদলকেই আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন খালেদা

ঢাকা, ০৬ মে- রাজপথের আন্দোলনে ব্যর্থতার অভিযোগ এনে যে ছাত্রদলের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের কথা বলেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই ছাত্রদলকেই আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন।

সোমবার রাতে সদ্য মুক্তিপ্রাপ্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে গেলে তিনি তাদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেন।

এসময় খালেদা জিয়া নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং তাদের রাজপথে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ম্যাডামের সঙ্গে দেখা করেছি। রাজপথে আন্দোলনে নামার জন্য ম্যাডাম আমাদের প্রস্তুত হতে বলেছেন।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দি টুকু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দপ্তর সম্পাদক নাজসমুল হাসানসহ সংগঠনটির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে কমিটি পুনর্গঠনে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময়ে বসেছিলেন খালেদা জিয়া। সভায় ছাত্রদল নেতাদের বক্তব্য শেষে প্রায় ৩ মিনিটের বক্তব্যে তিনি তাদের সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন কর্মসূচিতে ছাত্রদলের তৎপরতা নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছিলেন।

ওই দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি গুরুত্বপূর্ণ এ সহযোগী সংগঠনের নেতাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘দ্রুত সংগঠন গুছিয়ে মাঠে সক্রিয় হতে না পারলে নিজেই এর নিয়ন্ত্রণ নেবেন।’

তিনি বলেছিলেন, ‘কেন্দ্রীয় কমিটির ২৯১ জন সদস্যর মধ্যে সবেমাত্র ৭/৮ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। যদিও তারা কারাগারে থাকার মতো কোনো অপরাধ করেনি। তারা আওয়ামী অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল দমনে যে জুলুম নির্যাতন চালাচ্ছে তার প্রতিহিংসার স্বীকার।’

    

খালেদা জিয়া আরো বলেছিলেন, ‘ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক জেল থেকে ছাড়া পেলে নতুন কমিটি ঘোষণা করা হবে।’

বিষয়: রাজনীতি

১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File