অভাবীর গল্প শুনতে মন চায়।

লিখেছেন লিখেছেন বাশার ২২ আগস্ট, ২০১৪, ০৫:৪২:৫৩ বিকাল

আমি কোন ধনীর ঘরের দুলাল কিংবা ধনীর ঘরের দুলালীর গল্প শুনতে অভস্থ নই আমি শুনতে অভস্থ আমার চার পাশে যারা আছে যে তারা আমার চেয়েও অভাবী আমি ভাবতে চাই তাদের নিয়ে কিছু করতে চাই তাদের জন্য। নিজে খেয়ে নিজে বাঁচায় এটার নাম জীবন নয় সবাই মিলে খেয়ে বেঁচে থাকার নামি জীবন..আমার পাশে যারা দাড়াইনি কিংবা চেয়েছিল তারা একা চলবে সুন্দর পরিপাটি তারা বুঝতে পারুক যে তারা ছিলো ভুল পথে আমি চাই চলতে সুন্দর পরিপাটি সবাইকে নিয়ে,

আমার মাঝে তাদের ব্যবধান এতটুক...ু

বিষয়: সাহিত্য

১২১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257152
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
কাজি সাকিব লিখেছেন : নিজে খেয়ে নিজে বাঁচায় এটার নাম জীবন নয় সবাই মিলে খেয়ে বেঁচে থাকার নামি জীবন
ভালো লাগলো
257249
২৩ আগস্ট ২০১৪ রাত ০১:১০
বাশার লিখেছেন : ধন্যবাদ
257252
২৩ আগস্ট ২০১৪ রাত ০১:১২
বাশার লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File