অন্য রকমের ঈদ শুভেচ্ছা!!

লিখেছেন লিখেছেন খুঁজে পিরি স্বাধীনতা ২৯ জুলাই, ২০১৪, ০৪:১৯:১০ বিকাল

ঈদের শুভেচ্ছা!

মোঃ সাইফ উদ্দীন

Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out

কি করে জানাবো তোমায় আমি, ঈদের শুভেচ্ছা!

তপ্ত বুলেট আর রকেট ল্যান্জারে, দগ্ধ হচ্ছে গাজা।

আমি পড়বো নতুন জামা,

তাদের গায়ে, রক্তে রন্জিত, নাও থাকতে পারে কাফন খানা!

ওরে ভাই, ওদের তোমরা ভুলে যেও না!

খোদার কছম! আমার ভাইকে যারা করেছে

রক্তে রাঙা, আমি করবো না তাদের ক্ষমা।

ইহুদি নাসারা থেকে ভয়ানক, মুনাফিকরা।

ওদের জন্য রক্ত ঝরছে,

আফগান, ফিলিস্তিন, মিশর সোমালিয়া!

সিরিয়া ইরাকে লাগিয়েছে তারাই দন্ধ,

হাততালি দিতে দিতে বলছে ওরাই মন্দ।

আরব বসন্তে, তাদের ভয় করেছে তাড়া!

যদি ক্ষমতায় টিকতে না পারে তারা।

তাইতো মিসরের সিসিকে করছে সমর্থন,

ইসরাইলকে তারাই দিচ্ছে অভিনন্দন।

ওরে মুসলমান?

তোমাকেই উড়াতে হবে বিজয় নিশান!

তোমাকেই হতে হবে সালাউদ্দীন আইঁয়ুবী,

তোমারই সাহসী ভুমিকায়,

সকল মুসলমান হয়ে যাবে বিপ্লবী!!!

বিষয়: সাহিত্য

১২৭৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249326
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪১
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
০২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩১
194411
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : আপনার জন্য ও শুভ কামনা।
249330
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
বুড়া মিয়া লিখেছেন : সুন্দর হয়েছে আপনার কবিতা,
এ নির্মমতাই আজ বাস্তবতা।

আপনাকে ঈদের শুভেচ্ছা।
০২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৩
194412
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : ধন্যবাদ।
249341
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
সন্ধাতারা লিখেছেন : Mashallah
249360
২৯ জুলাই ২০১৪ রাত ০৮:৫৬
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৫
194415
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।
249400
৩০ জুলাই ২০১৪ রাত ০১:০৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ,খুব দারুন লিকেছেন।
০২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৪
194413
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : জাজাকাল্লাহ খাইর।
249454
৩০ জুলাই ২০১৪ সকাল ১০:৩৩
ব১কলম লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৪
194414
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File