অন্য রকমের ঈদ শুভেচ্ছা!!
লিখেছেন লিখেছেন খুঁজে পিরি স্বাধীনতা ২৯ জুলাই, ২০১৪, ০৪:১৯:১০ বিকাল
ঈদের শুভেচ্ছা!
মোঃ সাইফ উদ্দীন
কি করে জানাবো তোমায় আমি, ঈদের শুভেচ্ছা!
তপ্ত বুলেট আর রকেট ল্যান্জারে, দগ্ধ হচ্ছে গাজা।
আমি পড়বো নতুন জামা,
তাদের গায়ে, রক্তে রন্জিত, নাও থাকতে পারে কাফন খানা!
ওরে ভাই, ওদের তোমরা ভুলে যেও না!
খোদার কছম! আমার ভাইকে যারা করেছে
রক্তে রাঙা, আমি করবো না তাদের ক্ষমা।
ইহুদি নাসারা থেকে ভয়ানক, মুনাফিকরা।
ওদের জন্য রক্ত ঝরছে,
আফগান, ফিলিস্তিন, মিশর সোমালিয়া!
সিরিয়া ইরাকে লাগিয়েছে তারাই দন্ধ,
হাততালি দিতে দিতে বলছে ওরাই মন্দ।
আরব বসন্তে, তাদের ভয় করেছে তাড়া!
যদি ক্ষমতায় টিকতে না পারে তারা।
তাইতো মিসরের সিসিকে করছে সমর্থন,
ইসরাইলকে তারাই দিচ্ছে অভিনন্দন।
ওরে মুসলমান?
তোমাকেই উড়াতে হবে বিজয় নিশান!
তোমাকেই হতে হবে সালাউদ্দীন আইঁয়ুবী,
তোমারই সাহসী ভুমিকায়,
সকল মুসলমান হয়ে যাবে বিপ্লবী!!!
বিষয়: সাহিত্য
১২৭৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ নির্মমতাই আজ বাস্তবতা।
আপনাকে ঈদের শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন