ছবির কবি—আমার তোলা কিছু ছবি
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩০:৪১ দুপুর
ছবির কবি—আমার তোলা কিছু ছবি।
১। ছাই ওয়ালি—প্রবাদে আছে--- যেখানে দেখিবে ছাই, উড়িয়া দেখিবে তাই। পাইলেও পাইতে পার অমূল্য রতন। খুব গরিব এই মহিলা নিজের সামান্য পুজি নিয়ে ছায় বিক্রি করে বাড়ি বাড়ি।
২। ছোটতে এই ভাবে মুখে শব্দ করে মটর সাইকেল কে না চালিয়েছে। ভোঁ ও ভোঁ ----- পি পি পিপিক । আজ সকালে বাসাবো ডাকঘরে পিচ্চিতা শব্দ করে খুব স্পিডে চালাচ্ছে মটর সাইকেল।
৩। আজব এক পেশা। ছুরি ,বটি , কাঁচি, দা ও শিল পাটা ধার দেবার জন্য আমাদের মহিলাদের কাছে খুব পরিচিত মুখ এই পেশার মানুষ গুলি।
৪। খিলগাঁ মোড়ের শরবতের দোকানী। ১৫-২০ রকম আইটেম দিয়ে বানানো এদের শরবত খুব জনপ্রিয়। মাত্র ১০ টাকা গ্লাস। উপাদান--- ঘৃত কুমারি, বেল, তালমাখনা-----------------।
৫। টোকায়--- দুই কি তিন দিন আগে বাসাবোতে পিঠে বস্তা সহ এক টোকায়। খুঁজে ফিরে রাস্তায় ফেলা প্লাস্টিকের বোতল।
৬। ইলিশ—হায় ইলিশ। ১কেজি ওজনের একটা ইলিশ ৮০০-১০০০ হাজার টাকা। মনে হচ্ছে দেশে নাই। বিদেশে বসে ইলিশের গল্প শুনছি।
৭। হাতে পেলাম নতুন দুটি বই। ধন্যবাদ ইস্টিশন ব্লগ ।
হরিপদ টিম—৭ শেষ অভিযান—দেবব্রত মুখো পাধ্যায়।
চিল পাখির নীল ঠোঁটে—নাসরিন জাহান।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছুড়ি ধার করানর মানুষ টির মেীসুম শুরু হলো এখন। কুরবানির আগে অনেকেই কাজটা করাবেন।
মন্তব্য করতে লগইন করুন