ভদ্র পল্লীর ঈশ্বর
লিখেছেন লিখেছেন অলীক সুখ ০১ মে, ২০১৪, ০৭:৩০:০৭ সন্ধ্যা
মানিক বন্দোপাধ্যায়ের একটা কথা আছে। " ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে।"
মানে ভাল মানুষের জন্যই ঈশ্বর্। যারা ভাল কাজ করে, ঈশ্বর তাদের অনেক কিছুই দেয়।
আমার মত খারাপ মানুষের জন্য কখনই ঈশ্বর না। ঈশ্বর আমাদের কিছুই দিবে না। তাই শুধু শুধু তার আশায় বইসা থাকার কোন মানে হয় না। নিজের কাজটা যত কঠিনই হোক, নিজের করতে হবে।
আগে ঈশ্বরের উপর অনেক ভরসা করতাম, কিন্তু যখন দেখলাম তাঁর জন্য অনেক কিছু করার পর নিজের কিছুই হয় না, তখন থেকে তার উপর আর আশা করি না। নিজের কঠিন পরিস্থিতিগুলো নিজেই সামাল দেওয়ার ব্যবস্থা করি।
থাকুক ঈশ্বর তাঁর মত, আর আমি আমার কাজ করি। এখনো ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু এখন তার উপর ভরসা কইরা কিছু করি না। সব নিজের খেয়ালেই করি।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন