ডাকাত পড়েছে গ্রামে, জেগে উঠো গ্রামবাসী .....আর ঘুমিওনা ।

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০১ মে, ২০১৪, ০৭:৩৩:৫২ সন্ধ্যা



বিকৃত করে দেওয়া হয়েছিল লাশগুলো।

-প্রথম আলো

ওহে বাংলাদেশ!!!

আওয়ামি- জাহেলিয়াত থেকে মুক্তি কি চাও তুমি?

তবে গর্জে উঠো,

হুঙ্কার ছাড়ো,

আওয়াজ দাও

আর ঘুমিওনা

ডাকাত পড়েছে গ্রামে, জেগে উঠো গ্রামবাসী .....

মুক্ত করো জাতিকে আর বলো.....

জয় বাংলাদেশ ।

কী অবস্থা করেছে লাশও চেনা যাচ্ছে না !!!

আমরা কী এই বাংলাদেশ চেয়েছিলাম?

এর মধ্যে বৃহস্পতিবার সকালে আরেকটি লাশ উদ্ধার হলে লিটন ও জাহাঙ্গীরের দুই পরিবারই নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। লাশগুলো এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে কোনোভাবেই চেনা যাচ্ছিল না। এ পর্যায়ে লিটনের বড় ভাই মুকুল লাশটির গঠন দেখে তাঁর ভাই লিটনের বলে শনাক্ত করেন। তখন ধারণা করা হয় পড়ে থাকা লাশটি বোধ হয় জাহাঙ্গীরের। কিন্তু জাহাঙ্গীরের পরিবার জানায়, লাশটি তাদের নয়। তাদের ধারণা, তাজুলের পরিবার যে লাশটি নিয়ে গেছে, সেটিই বোধ হয় জাহাঙ্গীরের। এরপর পুলিশ তাজুলের পরিবারকে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থেকে তারা লাশটি হাসপাতালে আসে। এরপর সেটি জাহাঙ্গীরের লাশ বলে শনাক্ত করা হয়। এরপর এই দুটি লাশ দুই পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।

-প্রথম আলো

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216160
০১ মে ২০১৪ রাত ০৮:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কেমন স্বাধীনতা আমাদের ?
০১ মে ২০১৪ রাত ১১:৩৬
164431
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম, আমরা কী এই বাংলাদেশ চেয়েছিলাম?
216170
০১ মে ২০১৪ রাত ০৮:২৩
হতভাগা লিখেছেন : গুম হত্যা করছে বিএনপি । এসব করে তারা দেশের শান্তি বিনষ্ট করছে ।
০১ মে ২০১৪ রাত ১১:৩০
164425
সবুজেরসিড়ি লিখেছেন : আপনার কথায় যদি ঠিক হয় তবে সরকারের উচিত কারা এর সাথে জড়িত তা সামনে আনা । যতো ক্ষন সরকার সেটা করতে পারবে না তার দায়ভার সরকার কেই নিতে হবে । শুধু শুধু উদর পিন্ড বুদোর ঘাড়ে চাপানো ঠিক নয় . . .
০১ মে ২০১৪ রাত ১১:৪১
164434
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হ্যাঁ ভাই আপনার মত সব হিটলার একই কথা বলে, যেমন লেডি-হিটলার হাসিনা, যুগের ফেরাউন। সব আওয়ামীলীগই খুন জাস্টিফাই করতে আসে। গনভিত্তি ছাড়া বাকশালী দল ও সমর্থক এ ছাড়া আর কী বলতে পারে???
০২ মে ২০১৪ সকাল ১০:২০
164526
হতভাগা লিখেছেন : আমি লিখাটা বোল্ড করে দিয়েছিলাম ।

এই কথাটা আমি গোয়েবলসের ডক্টরেট ডঃ হাসান মাহমুদ হতে কোট করে এখানে ক্যাশ করেছি ।





http://www.onbangladesh.org/newsdetail/detail/41/75217


০২ মে ২০১৪ দুপুর ০৩:৩৪
164643
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ আপনাকে আপডেট দেওয়ার জন্য, পারসনালী নেবেন প্লীজ, দেশের যা অবস্থা!!! সবার উচিৎ অন্যায়ের প্রতিবাদ করা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File