ডাকাত পড়েছে গ্রামে, জেগে উঠো গ্রামবাসী .....আর ঘুমিওনা ।
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০১ মে, ২০১৪, ০৭:৩৩:৫২ সন্ধ্যা
বিকৃত করে দেওয়া হয়েছিল লাশগুলো।
-প্রথম আলো
ওহে বাংলাদেশ!!!
আওয়ামি- জাহেলিয়াত থেকে মুক্তি কি চাও তুমি?
তবে গর্জে উঠো,
হুঙ্কার ছাড়ো,
আওয়াজ দাও
আর ঘুমিওনা
ডাকাত পড়েছে গ্রামে, জেগে উঠো গ্রামবাসী .....
মুক্ত করো জাতিকে আর বলো.....
জয় বাংলাদেশ ।
কী অবস্থা করেছে লাশও চেনা যাচ্ছে না !!!
আমরা কী এই বাংলাদেশ চেয়েছিলাম?
এর মধ্যে বৃহস্পতিবার সকালে আরেকটি লাশ উদ্ধার হলে লিটন ও জাহাঙ্গীরের দুই পরিবারই নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। লাশগুলো এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে কোনোভাবেই চেনা যাচ্ছিল না। এ পর্যায়ে লিটনের বড় ভাই মুকুল লাশটির গঠন দেখে তাঁর ভাই লিটনের বলে শনাক্ত করেন। তখন ধারণা করা হয় পড়ে থাকা লাশটি বোধ হয় জাহাঙ্গীরের। কিন্তু জাহাঙ্গীরের পরিবার জানায়, লাশটি তাদের নয়। তাদের ধারণা, তাজুলের পরিবার যে লাশটি নিয়ে গেছে, সেটিই বোধ হয় জাহাঙ্গীরের। এরপর পুলিশ তাজুলের পরিবারকে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থেকে তারা লাশটি হাসপাতালে আসে। এরপর সেটি জাহাঙ্গীরের লাশ বলে শনাক্ত করা হয়। এরপর এই দুটি লাশ দুই পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।
-প্রথম আলো
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কথাটা আমি গোয়েবলসের ডক্টরেট ডঃ হাসান মাহমুদ হতে কোট করে এখানে ক্যাশ করেছি ।
http://www.onbangladesh.org/newsdetail/detail/41/75217
মন্তব্য করতে লগইন করুন