ছৌঁয়ায় মিলে পূর্ণতা নফসে।
লিখেছেন লিখেছেন বাজলবী ২২ জানুয়ারি, ২০১৫, ০২:১২:১৩ রাত
নির্মল স্নিগ্ধকর হাসি নেই অাগের মত
নফসের ফেরাগে অাহুত।
ফেলে অাসা দিন গুলো অানমনা
নিরব কান্নায়, ঝরায় অশ্রু কণা।
জানি না অভাববোধ কিসে!
প্রভুর সেতু বন্ধনে উজ্জল প্রশান্তি
ছৌঁয়ায় মিলে পূর্ণতা নফসে।
বিষয়: বিবিধ
১০৪২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"প্রভুর সেতু বন্ধনে উজ্জল প্রশান্তি
ছৌঁয়ায় মিলে পূর্ণতা নফসে।"
চির সত্য এই বানীর সাথে পুর্ণ সহমত পোষণ ও জাযাকাল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়!!!
আপনার আন্তরিক দোয়ায় আমিন ছুম্মা আমিন এবং আল্লাহ আপনাকেও অনুরুপ দান করুন!
।
মন্তব্য করতে লগইন করুন