সোনার ময়না পাখি
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২২ জানুয়ারি, ২০১৫, ০১:১৮:৪০ রাত
ভেবেছিলাম তুই আমার
সোনার ময়না পাখি ।
ভুল করেছি আমি
ভালবেসে তোরে আমি
হৃদয় খাচায় যতনে রাখি।।
বনের পাখি তুই যে
উড়ে আবার বনে যাবি
এটাই ছিল তোর রীতি ।
কেন মায়াখানি রেখে গেলে
কি করলাম তোর ক্ষতি।।
মায়ার কষ্ট কি ভয়ঙ্কর কষ্ট
তাকি জানিস নারে নিঠুর পাখি ?
কোন দোষেতে গেলি উড়ে
বুকের খাচা খালি করে?
কেমন করে বলনা পাখি
আমি তোরে ভুলে থাকি ?
সকল ব্যাথা দাফন করে,
তোর কথা মনে করে
আমি আজো আছি বাঁচি ।
ওরে আমার প্রান পাখি,
যেথায় থাকিস ভাল থাকিস,
আর কাউরে দিসনা তুই ফাঁকি ।।
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন