এদেশে ইসলামী রাজনীতি ছিল, অাছে, থাকবে....
লিখেছেন লিখেছেন বাজলবী ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৮:০০ সন্ধ্যা
একটি অশুভ শক্তি বারবার দেশ থেকে ইসলামী মূল্যবোধ, ইসলামী চিন্তা -চেতনা, ধ্যান ধারণা, ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলার চেষ্টায় লিপ্ত। কোরঅান তালিমের অাসর থেকে পর্দানশীল মহিলাদেরকে গ্রেফতার করে, ইসলামী রাজনীতিবিদদের হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে জেল, জুলুম নির্যাতন করে ফাঁসি দিয়ে এমনকি জঙ্গিবাদের দোহাই দিয়ে এদেশ থেকে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। এদেশ কারো বাপের দেশ নয়। এদেশ বারো অাউলিয়ার পূণ্যভূমি, শাহ জালাল (রহঃ) শাহ পরান, শাহ মাকদুম, অাল্লামা, মোফাস্সির, মোহাদ্দিস কেরামগণের বাংলাদেশ। এদেশে ইসলামী রাজনীতি অতীতে ছিল, বর্তমানে অাছে, ভবিষ্যতেও থাকবে। ইনশা অাল্লাহ
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খাইর।
এদেশে ইসলামী রাজনীতি ছিল, অাছে, থাকবে....
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনুভুতি রেখে যাওয়ার জন্য অাপনাকেও অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন