হাসান মাহমুদকে সৈয়দা সাজেদা চৌধুরী বেয়াদব বললেন ! বুড়া নেতা আপ পাতি নেতা - তামাসা শুনলো শ্রোতাবৃন্দ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৪:১৩ সন্ধ্যা
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী বলেন হাছান মাহমুদ কে ? মুক্তিযুদ্ধের সময় সে কোথায় ছিলেন ? উনি কিভাবে নেতা হয়েছেন তাও আমি জানি ।এ ধরনের আচরন আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি । সুতারাং এটা চরম বেয়াদ্বপি।
রোববার রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনের সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় সাজেদা এই কথা বলেন।
সভায় সৈয়দা সাজেদা চৌধুরী আরো বলেন হাসান মাহমুদ স্মরনকালের সর্বশ্রেষ্ট বেয়াদব। হাসান মাহমুদের বেয়াদবি সৈহ্য করা হবে না।
হাসান মাহমুদের উদ্দেশ্যে সাজেদা বলেন এখানে পাল্টাপাল্টি বক্তব্য হবে না।
তিনি হাসানকে উদ্দেশ্য করে বলেন উনি কে ? কি ছিলেন আমি জানি ।উনি নেতা হয়েছেন !!
সৈয়দা সাজেদা বলেন , বঙ্গবন্ধুর লাশ যখন তিনদিন পড়েছিল তখন কেউই সেখানে ছিল না , কেউ কোন প্রতিবাদ করেনি এখন অনেকেই নেতা বনে গেছে।
আপনি কে ? মুক্তিযুদ্ধর সময় আপনি কোথায় ছিলেন ? এখন বড় বড় কথা বলেন ! বেয়াদবি করছেন এই বেয়াদবি আমি বরদাস্ত করব না।
ভিডিও দেখুন এখানে
বিষয়: রাজনীতি
১১১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাগো আমার বলার কিছু ছিলো না
মন্তব্য করতে লগইন করুন