আমার প্রাণের ছেয়েও প্রিয় ছোট বোনটিকে আল্লাহ যেন " শহীদ আসমা বেলতাগী "র দলে অঅন্তর্ভুক্ত করে দেন।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৮ জুন, ২০১৪, ০৫:২১:০২ বিকাল
আমার একমাত্র ছোট বোন, নাম "আমিনা" পড়ে মাদ্রাসায়, দশম শ্রেণীতে। রোল নং ১, ক্লাস ক্যাপ্টেন। প্রখর মেধা সম্পন্ন,খুব ভাল আঁকতে পারে;এই বারের বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও পবিত্র কাবা'র ছবি অঙ্কন করে প্রথম স্হান অধিকার করে সে।সুন্দর হস্তাক্ষর ও গণিত প্রতিযোগিতায় মাদ্রাসা সেরা। বোনটি আমার প্রাণের ছেয়েও প্রিয়। আমি অনেক স্বপ্ন দেখি আমার এই ছোট বোনটিকে নিয়ে।
আমার এই দুরন্তপনায় ওস্তাদ বোনটি কিন্তু "ইসলামী ছাত্রী সংস্থায়" ভর্তি হওয়ার জন্য অনেক দিন ধরেই আমার কাছে বায়না ধরেছিল।কিন্তু বর্তমান প্রেক্ষাপটের কারনে আমাদের এলাকায় এতদিন ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম প্রায় বন্ধ থাকায় তাকে ভর্তি করা আর সম্ভবপর হয়ে উঠেনি। বাস্তবায়ন হয়নি আমার বোনের প্রাণের লালিত স্বপ্নের।
অবশেষে গত সপ্তাহে আমার প্রিয় বোনটির বহুল প্রত্যাশিত সেই প্রত্যাশার বাস্তবায়ন ঘটে,পরিসমাপ্তি ঘটে কষ্টময় অপেক্ষার প্রহর গুনার। তার প্রিয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পরার আজন্ম লালিত অধরা সেই স্বপ্নের সফল বাস্তবায়ন তাকে করেছে ভীষণ আনন্দিত আর পুলকিত। যার ঢেউ একজন গর্বিত বড় ভাইয়ার হৃদয় সমুদ্রের বেলাভূমিতে এসে আছড়ে পরছে বারবার হাজারবার। ছোট বোনের খুশির প্লাবনে বন্যার সৃষ্টি হয়েছে তৃষিত এই অন্তরে।
আমার বোনের মত যদি বাংলার প্রতিটি বোনের মন এইভাবে ভালদের দলে ভর্তি হবার জন্য উদগ্রীব আর উৎকন্ঠায় সদা জাগ্রত থাকত তবে আমার মনে হয় এদেশে কোরআনের রাজ কয়েমের বিপ্লব ঘটানো সহজ থেকে সহজতর হত। মোটেও অসম্ভব হতোনা আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী ইসলামী রাষ্ট্রের সফল বাস্তবায়ন।
পরিশেষে আমি আপনাদের সবার কাছে আমার প্রিয় ছোট বোনটির নেক হায়াতের জন্য দোয়া কামণা করছি।আমার বোনকে আল্লাহ যেন " শহীদ আসমা বেলতাগী"র দলে অঅন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ তাকে যেন সঠিকভাবে দ্বীন ইসলামকে বুঝার তৌফিক দান করেন,তার মনের সকল বৈধ আশা যেন মেহেরবান করুণাময় আল্লাহ পূর্ণ করে দেন। মহান রব তাকে যেন ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নেন।।।
....আমীন । ইয়া রাব্বুল আ'লামীন।
বিষয়: বিবিধ
২০৯০ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অশেষ ধন্যবাদ।
....আমীন । ইয়া রাব্বুল আ'লামীন।
আমার ছোট বোনটি যেন দ্বীনের খাদেম হয়ে যায়।এই দোয়াই করবেন।
আল্লাহ আপনার বোনের ইচ্ছা পূরণ করুক।আমিন
আ-মী-ন।
....আমীন । ইয়া রাব্বুল আ'লামীন।
....আমীন । ইয়া রাব্বুল আ'লামীন।
মন্তব্য করতে লগইন করুন