আজ বিদ্রোহী কবি,সাম্যের কবি,আমাদের জাতীয় কবি "কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মদিন।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২৫ মে, ২০১৪, ০৮:২৭:৩৮ রাত
আজ বিদ্রোহী কবি,সাম্যের কবি,আমাদের জাতীয় কবি "কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মদিন।
আজকের এ দিনে মহান আল্লাহর শাহী দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। হে আল্লাহ তুমি কবি কাজী নজরুল ইসলামকে ক্ষমা করে দাও এবং তাঁকে বেহেশতে স্থান দিয়ে দাও।
...আমীন।
..'' ধর্মের পথে শহীদ যাহারা ,
আমরা সেই সে জাতি ।
সাম্য মৈত্রী এনেছি আমরা ,
বিশ্বে করেছি জ্ঞাতি ,
আমরা সেই সে জাতি ।”
'' বাজিছে দামামা , বাঁধরে আমামা
শির উঁচু করি মুসলমান ।
দাওয়াত এসেছে নয়া জামানার
ভাঙ্গা কিল্লায় ওড়ে নিশান ।'
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিন্দু হলে দেখতেন কী ধুমধাম!
শির উঁচু করি মুসলমান ।
দাওয়াত এসেছে নয়া জামানার
ভাঙ্গা কিল্লায় ওড়ে নিশান ।
রক্ত গরম করা কবিতা।
নজরুল কে স্মরন করতে অনেকেরই কষ্ট হয়।
মন্তব্য করতে লগইন করুন