আজ বিদ্রোহী কবি,সাম্যের কবি,আমাদের জাতীয় কবি "কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মদিন।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২৫ মে, ২০১৪, ০৮:২৭:৩৮ রাত





আজ বিদ্রোহী কবি,সাম্যের কবি,আমাদের জাতীয় কবি "কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মদিন।

আজকের এ দিনে মহান আল্লাহর শাহী দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। হে আল্লাহ তুমি কবি কাজী নজরুল ইসলামকে ক্ষমা করে দাও এবং তাঁকে বেহেশতে স্থান দিয়ে দাও।

...আমীন।

..'' ধর্মের পথে শহীদ যাহারা ,

আমরা সেই সে জাতি ।

সাম্য মৈত্রী এনেছি আমরা ,

বিশ্বে করেছি জ্ঞাতি ,

আমরা সেই সে জাতি ।”

'' বাজিছে দামামা , বাঁধরে আমামা

শির উঁচু করি মুসলমান ।

দাওয়াত এসেছে নয়া জামানার

ভাঙ্গা কিল্লায় ওড়ে নিশান ।'

বিষয়: বিবিধ

১৫০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226170
২৫ মে ২০১৪ রাত ০৮:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ তেমন আয়োজন দেখলাম না অতচ বিদেশী কবিদের জন্ম বলেন আর মৃত্যু আমাদের দেশের বেকুবের কি যে মায়া কান্না করে। হায়রে বেকুবের বেকুব।
226177
২৫ মে ২০১৪ রাত ০৮:৫৭
আহমদ মুসা লিখেছেন : আজকের এ দিনে মহান আল্লাহর শাহী দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। হে আল্লাহ তুমি কবি কাজী নজরুল ইসলামকে ক্ষমা করে দাও এবং তাঁকে বেহেশতে স্থান দিয়ে দাও।
226182
২৫ মে ২০১৪ রাত ০৯:০০
শাহ আলম বাদশা লিখেছেন : তিনি কি রবীন্দ্রনাথের মতো আর সুচিত্রা সেনের মতো হিন্দু নাকি যে, তাকে নিয়ে মাতামাতি করতে হবে?

হিন্দু হলে দেখতেন কী ধুমধাম!
226197
২৫ মে ২০১৪ রাত ০৯:৩১
ছিঁচকে চোর লিখেছেন : '' বাজিছে দামামা , বাঁধরে আমামা
শির উঁচু করি মুসলমান ।
দাওয়াত এসেছে নয়া জামানার
ভাঙ্গা কিল্লায় ওড়ে নিশান ।

রক্ত গরম করা কবিতা।
226243
২৫ মে ২০১৪ রাত ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
নজরুল কে স্মরন করতে অনেকেরই কষ্ট হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File