বিশ্বকাপ ফুটবলে ২ লাখ ৫০ হাজার কোরআনের কপি বিতরণ!

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৫ মে, ২০১৪, ০৮:১৬:৩১ রাত



২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল চলাকালে ২ লাখ ৫০ হাজার কপি কোরআন শরীফ বিতরণ করবে কুয়েতের ওয়াকফ মন্ত্রণালয়। পবিত্র কোরআন শরীফের এই কপিগুলো বিভিন্ন ভাষায় অনুদিত।

কুয়েতের একটি দৈনিক পত্রিকা এমন তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনে কোরআন বোর্ডের উদ্যোগে ব্রাজিলের বিভিন্ন হোটেল, স্টেডিয়াম এবং গণজমায়েত স্থলে কোরআন শরীফের কপিগুলো বিতরণ করা হবে। পাঠকদের সুবিধার্থে এগুলো স্পেনিশ, পর্তুগিজ, ইংরেজি এবং ফ্রেন্স ভাষায় অনুদিত।

বিশ্বকাপ ফুটবল শুরু হবে ১২ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত। মোট ৩২ দেশের ফুটবলারদের সাথে ব্রাজিলে আসবে ঐসব দেশের ফুটবলপ্রেমীরা। ৩২ দেশের মধ্যে ৬টি বৃহৎ মুসলিম রাষ্ট্র আল-জেরিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, নাইজেরিয়া, ইরান এবং বসনিয়া-হারজেগোভিনাও রয়েছে।

এছাড়া মুসলিম ভ্রমণকারীদের জন্য 'সালাম ব্রাজিল' নামে বিশেষ গাইডবুক ছাপানো হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে কোন কোন জায়গায় হালাল রেস্টুরেন্ট এবং অন্যান্য বৈধ কর্যক্রমের সুযোগ রয়েছে, সে বিষয়ে দিক নির্দেশনা থাকবে গাইডবুকে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/13588#sthash.YtAamJbv.dpuf

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226179
২৫ মে ২০১৪ রাত ০৮:৫৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ছুবহানআল্লাহ
226185
২৫ মে ২০১৪ রাত ০৯:০৪
ছিঁচকে চোর লিখেছেন : Praying Rose Rose কাজের কাজ হয়েছে।
226244
২৫ মে ২০১৪ রাত ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আসলেই একটি ভাল উদ্যোগ। ১৯৯৪ সালের ব্রাজিলের বিশ্বকাপ বিজয়ি টিমে একজন মুসলিম খেলোয়াড় ছিলেন। ফুটবল টিমে একজন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File