২৬'মার্চের স্বাধীনতা দিবসের এই দিনে বাংলাদেশের ২'জন অবিসংবাদিত নেতাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২৬ মার্চ, ২০১৪, ০৯:৪০:০৯ সকাল

২৬ মার্চের স্বাধীনতা দিবসের এই দিনে বাংলাদেশের ২'জন অবিসংবাদিত নেতাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি :

বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি সকল ★মুসলিম শহীদ মুক্তিযোদ্ধাদের★।যারা দেশের তরে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন।যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বরে।



★★স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের রুপকার,শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান কে।



★★স্বাধীন বাংলাদেশের স্তপতি,বাকশালের জনক,একনায়কতন্ত্রের প্রতিষ্ঠাতা,মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান কে।

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198133
২৬ মার্চ ২০১৪ সকাল ১১:৩৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমারও মনে পড়ছে!
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৩
150804
বিদ্রোহী নজরুল লিখেছেন : মনেতো পড়তেই হবে..!<:-P <:-P
198171
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:০৪
ভিশু লিখেছেন : আমার যুদ্ধাহত-মুক্তিযোদ্ধা-কমান্ডার আব্বুর কথা সবচেয়ে বেশি মনে পড়ছে আজ!
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৬
150805
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমি মহান আল্লাহর দরবারে আপনার প্রাণের প্রিয় আব্বুর জন্য মনখুলে দোয়া করছি।

মন্তব্যের জন্য অসংখ্য আন্তরিক মোবারকবাদ।
198198
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৭
150806
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনার ভাল লাগা আমাকে উদ্ভুদ্ব করে প্রতিনিয়ত।
আন্তরিক মোবারকবাদ।
198324
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১১
150809
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনার ভাল লেগেছে বলে আপনারে ধন্যবাদ দিরাম সিরাম করে।
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১১
150810
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনার ভাল লেগেছে বলে আপনারে ধন্যবাদ দিরাম সিরাম করে।
198559
২৭ মার্চ ২০১৪ রাত ০৪:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১২
150811
বিদ্রোহী নজরুল লিখেছেন : আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর।
198986
২৭ মার্চ ২০১৪ রাত ১০:১৯
প্রবাসী মজুমদার লিখেছেন : আমিও আজ মনভরে স্মরণ করছি আমার প্রান প্রিয় আব্বাকে যিনি স্বাধীনতা যদ্ধে অংশগ্রহন করে এ জাতির কাছে কোন কৃতিত্ব দাবী করেনি। তার রেখে যাওয়া সন্তানরা সে দাবী নিয়ে কখনও নোংরামীতে নামেনি। আজকের এ বাস্তবতায় মনে হয় আমার বাবাই শ্রেষ্ঠ্ বাংগালী যে নিজের কৃতিত্বের সাটিফিকেটের চেয়ে দেশ ও জাতি রক্ষায় কাজ করে নিভৃতে বিদায় নিয়েছে।

আপনার অনুভুতির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি।
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৭
150818
বিদ্রোহী নজরুল লিখেছেন : আলহামদুলিল্লাহ..!
আপনার প্রিয় বাবা,গর্বিত মুক্তিযোদ্ধা,সত্যিকারের দেশপ্রমিক,নিঃস্বার্থ দেশবন্ধুকে আমি স্যালুট জানাই এবং আল্লাহর দরবারে উনার যথাযথ মর্যাদার আবেদন করছি।

আর চেতনা ব্যাবসায়ীদের মত আপনারা যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মান কে বিক্রি করে দেননি তার জন্য আমি সত্যিকার অর্থেই আনন্দিত।

ঐতিহাসিক একটি অজানা সত্যকে আমাদের মাঝে উপস্হাপন করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ।
০২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৭
151266
প্রেসিডেন্ট লিখেছেন : মজুমদার ভাই, আমার আব্বাও আপনার আব্বার মতো। ৭১ এ দাদীর গলার চেইন লুকিয়ে বিক্রি করে চলে গিয়েছিলেন কলকাতার হাওড়া রেলষ্টেশনে ট্রেনিং নিতে। ট্রেনিং শেষে যুদ্ধ, যুদ্ধ শেষে আর দশজন সাধারণ মানুষের মত। সার্টিফিকেটও নেননি কখনো। কাউকে মুখ ফুটে বলিওনা সে কথা। তারউপর চেতনা বলে কথা। তিনি আজীবন কালো কোটধারী ভন্ড চেতনাধারীদের ঘৃণাই করে এসেছেন।
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
151340
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। প্রকৃতপক্ষে এরাই সত্যিকারের দেশপ্রেমিক। এখন সব ফালতুদের আ্ডডা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File