ব্লগিং এর পঞ্চম বর্ষ এবং ফেলে আসা দিনগুলি ১, ২, ৩, ৪, ৫, ---

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৬ মার্চ, ২০১৪, ০৬:৪৮:৩৪ সন্ধ্যা



পর্ব-১

click here

পর্ব-২

click here

পর্ব-৩

click here

পর্ব-৪

click here

গালিবাজদের আড্ডাখানা হওয়া সত্বেও এক প্রকার বাধ্য হয়েই ব্লগিং করতে হচ্ছিল সামহোয়্যার ইন ব্লগে। কারণ, তখন পর্যন্ত অন্য কোন পরিচ্ছন্ন বাংলা ব্লগ আত্মপ্রকাশ করেনি। ব্যাপারটি এমন ছিল না যে, ওখানে গালিবাজরাই সংখ্যাগরিষ্ট। ওরা সংখ্যালঘু হয়েও কোন এক অজানা কারণে কতৃপক্ষের আনুকুল্যে লালিত হতো। কারণটি হয়ত জামায়াত শিবিরের বিরোধিতা। ওখানে ধরে নেয়া হতো, পরিচ্ছন্ন এবং গালাগাল বিরোধী ব্লগার মানেই জামায়াত শিবির।

আমার রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সে পরিচয়ে ব্লগিং না করা সত্বেও শুধুমাত্র ব্লগে অশ্লীলতা বিরোধী ভূমিকা এবং মজলুমদের সাথে সহমর্মিতা প্রকাশের কারণে আমিও তাদের কাছে পরিচিত হয়ে যাই ‘চুপা ছাগু’ ‘চুপা শিবির’ চুপা রাজকার ইত্যাদি বিশেষণে। তাদের দোষররা আমার খপ্পরে(!) না পড়ার জন্য মাঝে মধ্যে আমার বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদের ঈমান(!) তাজা রাখার ব্যবস্থা করতো। আমার কৌশলগত অবস্থানের কারণে আমাকে ব্যান করানোর হাজারো চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষমেশ গালিবাজরা আমাকে এড়িয়ে চলার চেষ্টা করতো।

আমাকে গালি দিয়ে নাজেহাল হয়েছিলেন গালিবাজদের গুরু অমি রহমান পিয়াল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শেখ মুজিবের খুনী হিসেবে চিহ্নিত করে দেয়া তার এই পোস্টের ১৬নং কমেন্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে মন্তব্য করার কারণে আমাকে গালি দিয়েছিল সে।

আমার তখনো উক্ত অমি রহমান পিয়ালের ব্যাপারে পুরাপুরি ধারণা ছিল ন। আমি তাকে শুধুমাত্র জামায়াত শিবির আর জাতীয়তাবাদ বিরোধী এবং গালিবাজ হিসেবেই জানতাম। তার আরও মারাত্মক পরিচয় অছে যা সচেতন পুরানো ব্লগারদের জানা থাকলেও অনেকের নিকট অজানা। সে বিষয়েও চমকপ্রদ ঘটনা আছে, পরে আসছি।

আমাকে এভাবে গালি দেয়ার পর তার জন্য একটি মহৌষধ তৈরী করে ফেললাম ঝটপট। যার বদৌলতে পরবর্তি সময়ে আমাকে গালি দেয়া দূরে থাক, আমাকে তার ব্লগে ব্লক করে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। পরে তার এক খবিসি রাজ্যের বন্ধু আমার নিকটাত্মীয় জানতে পেরে ওর নিকট আমার ব্যাপারে মন্তব্য করেছিল, ‘উনি জাঁদরেল শিবির, ওনার সাথে ঝামেলায় গিয়ে লাভ নেই’।

ওহ্! মহৌষধটা কি তাতো বলা হলো না। ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালে আমি ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলাম। শহর থেকে পালিয়ে গিয়ে আমরা যে গ্রামে আশ্রয় নিয়েছিলাম সেখানে একদিন কয়েকজন পাঞ্জাবী সৈনিক আর রাজাকার গিয়েছিল তল্লাশিতে। আমরা ছোটরা কৌতুহল বশতঃ তাদের পিছু পিছু দৌঁড়াচ্ছিলাম। হঠাৎ এক পাঞ্জাবী সৈনিক পেছন ফিরে আমাদের দিকে রাইফেল তাক করে ‘সালা মাদার চো... ’ বলে গালি দিয়েছিল। এখনো সে গালির ক্ষত শুকায়নি। পরে প্রবাসে গিয়েও দেখলাম পাকিস্তানের ঐ অঞ্চলের প্রায় লোক কথায় কথায় গালি দেয়। আবুধাবীতে আমার এক বন্ধু বলেছেন, তিনি মসজিদে নামাজ আদায় করার সময় তার সামনে বসা এক পাঞ্জাবী ভদ্র লোক নামাজ শেষে নাকি দোয় করছিলেন, ‘ হে খোদা , ম্য বহুত বাইন চো.... হো। মুজে মা’ফ ফরমা’। পিয়াল এবং তার দোষরদের উদ্দেশ্যে এই গল্পটি পোস্ট করে জানিয়ে দিলাম- গালিবাজরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতে পারে না, তারা হতে পারে পাকি পাঞ্জাবীদের দোসর, যারা কথায় কথায় গালি দেয়। সূতারং যদি আবারও গালিগালি করো তাহলে এটা নিশ্চিত হওয়া ছাড়া উপায় থাকবে না যে, তোমাদের মধ্যে পাকি-পাঞ্জাবীর রক্ত আছে। তারপর থেকে অন্তত আমাকে আর গালাগালি করেননি তিনি এবং তার অনুসারীরা।

বিষয়: বিবিধ

১৮১২ বার পঠিত, ৬৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198381
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২২
পুস্পিতা লিখেছেন : হ্যাঁ, সামু ব্লগে চরম গালাগালি আমিও শুনেছি। আলাদা পোস্ট দিয়ে গালি, মন্তব্যতে গালি- এক ভয়ংকর অভিজ্ঞতা। গালি দিতে যারা নিষেধ করে তাদেরকেও গালি। আমার ব্লগিং এর বয়স খুব বেশি না হলেও গালি শোনার অভিজ্ঞতা বেশ ভালই। আর বিরোধীতা কাকে বলে- সে এক অন্যরকম অভিজ্ঞতা। একই রকম আরেকটি ব্লগ বিডিনিউজ ও প্রথম আলোব্লগ। এই তিনটি ব্লগেই আমি চরম বিরোধীতার সম্মূখীন হয়েছি এবং কোন যুক্তি বা পাল্টাযুক্তি দিয়ে নয়, সরাসরি গালি!
তবে কোন গালিতেই আমি অবশ্য লিখা বন্ধ করিনি এবং ওদের গালির জবাবও আমি দিতাম না।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২৩
148513
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ, আসলে আমি গালি হজম করতে পারিনা বলেই ছেড়ে কথা বলিনি।
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:০৭
148585
চুতিয়া লিখেছেন : মায়েরে বাপ! শিরাম।
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
148760
ভিশু লিখেছেন : লিখা বন্ধ করেন নি ঠিকই, কিন্তু এখন লিখছেন খুবই কম! সময়ও দেন না...Sad Day Dreaming
198385
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
সিটিজি৪বিডি লিখেছেন : Ami onek bochir somein a chilam...okane ki hoi valo korei jani..
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২৪
148514
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনি তো ওখানকার খবর সব জানেন।
198394
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যি্ একটি কার্যকর ওষুধ!! Applause Applauseএই তথাকথিত মুক্তমনাদের মন আসলে সবচেয়ে বেশি বদ্ধ। তারা কোন বিরোধি মত কেই সহ্য করতে পারেনা।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২৪
148515
মোহাম্মদ লোকমান লিখেছেন : সত্যিই এই ঔষধে কাজ হয়েছিল।
198402
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
সন্ধাতারা লিখেছেন : দারুণ অভিজ্ঞতা, এরকম মহৌষধের নাম আগে কখন জানা ছিল না। ধন্যবাদ আপনার চমৎকার গল্পটি শেয়ার করার জন্য।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২৫
148516
মোহাম্মদ লোকমান লিখেছেন : এটা হচ্ছে ভদ্রতার সাথে গালির জবাব!
198439
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:০১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পরিচ্ছন্ন এবং গালাগাল বিরোধী ব্লগার মানেই জামায়াত শিবির।সহমত > হে খোদা , ম্য বহুত বাইন চো.... হো। মুজে মা’ফ ফরমা’। হা হা হা আসালমে ইয়ে লোক সাচমুচমেই শালা গাদ্দার থা জিনসে হামে ছুটকারা মিলা ১৯৭১মে, ধন্যবাদ লোকমান ভাই।>>> আমার এই লেখাটা মামুনুর রশিদের নিকট পৌছাবেন যেভাবেই পারেন প্লিজ প্লিজ প্লিজ>>>>
*********************************

ক্ষমতার মহারাজ...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৩ মার্চ, ২০১৪, ১১:৫৪:১৩ সকাল
পরের পোস্ট >>
*********************
নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ

শত প্রনাম তব চরন তলে,

কৃতজ্ঞতার জল নামিছে গলে

আদেশ কর হে-দাদা দেবতা,

হে আমার নব জন্মদাতা-

আদেশ কর মোরে,

তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি

অদেশ কর হে করুনাময়

আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি

বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম

মুসলমানের মনে মহাতংক আমি

জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ

আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,

আমি বিকৃতির মহা প্রলয়

ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-

কোরআনকে করেছি কোনঠাসা,

মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস

তব মন তুষ্টির লাগি হে প্রভু,

তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন

তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা

লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা

রক্তের বন্ধন ভুলিব কেমন করে

যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,

তব তুষ্টির তরে করিতেছি বঁলি

দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ

তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র

তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন

তব মনতুষ্টির গান গাই দিবালোকে

জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি

মান অপমান যতায় তথায় দানী,

পাপিরে করি মহামহিয়ান-

নেকিরে করি অপমানের মাল্য দান,

ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু

আরো কিছুকাল কর কৃপা মোরে-

মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,

সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে

হে প্রভু-ক্ষমতার মহারাজ।

২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২৬
148518
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওরা যাদের বিরোধিতা করে নিজেদের চরিত্রে তাদের ঐতিহ্য ধারণ করাটা মোটেই সঙ্গত নয়। তাই দাওয়াইটা যথাযত কাজ দিয়েছিল।
198589
২৭ মার্চ ২০১৪ সকাল ০৮:৪০
লোকমান লিখেছেন : ঐ ব্লগে আমি কয়েকদিন ব্লগিং করেছি অতপর ভালো না লাগায় চলে এসেছি।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২৮
148519
মোহাম্মদ লোকমান লিখেছেন : এসবি,বর্ণমালা এবং বিডিটুডের বদৌলতে আপনার কম ঝামেলায় ব্লগিং করতে পারছেন প্রায় শুরু থেকেই।
198618
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:২০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গালিবাজ নাস্তিক বলদদের আঙ্গিনায় না গেলেই তো হয়ে গেলো। আসল কথা হচ্ছে নাস্তিক বলদগুলো কোন জ্ঞান চর্চা করে না। তাই তাদের কথাবার্তাতে গালাগালি ছাড়া আর কিছুই থাকে না। তারা এতোই বেকুব আর বে-আক্কেল যে, নিজের স্রস্টাকে পর্যন্ত চিনতে পারে না। তাদের কথাতে যুক্তি ও প্রমাণ না থাকার কারণই হচ্ছে তাদের বিদ্যার ঝুড়িতে জ্ঞান নেই।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২৯
148521
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমি যখনকার ইতিহাস লিখছি তখন ঐটি ছাড়া সুস্থ অন্য কোন বাংলা ব্লগ ছিল না।
198640
২৭ মার্চ ২০১৪ সকাল ১১:২৪
প্রেসিডেন্ট লিখেছেন : সামুতে আমি যাইনা। সেখানে গালিবাজদের অনেক কদর।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৩০
148522
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বী, ঠিক বলেছেন। আমার অন্য নিক এখনো আছে। তবে যাওয়া হয় না্ খুব একটা।
198682
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন! আপনার সম্পর্কে কিছু জানলাম। মানুষ সম্পর্কে জানতে আমার বেশি ভালো লাগে!
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
148767
মোহাম্মদ লোকমান লিখেছেন : জানার আগ্রহ আমারও কিন্তু। আপনার সাথে একটা মিল খুঁজে পেলাম। খুবই ভালো লাগছে আপনার সুন্দর কমেন্ট। Happy
১০
198684
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:২২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
148768
মোহাম্মদ লোকমান লিখেছেন : সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই।
১১
198706
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:০০
আওণ রাহ'বার লিখেছেন : হা এখন পোষ্টটি স্টিকি হয়েছে ।
Thumbs Up Thumbs Up Thumbs Up
পড়লাম এবং সামুতেও ঘুড়ে আসলাম।
আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা বেশ ভালো লাগছে অনেক ধন্যবাদ।
Good Luck Good Luck Good Luck Happy
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
148770
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে ধন্যবাদ দিতেই হয়। দীর্ঘদিন পর লেখালেখিতে হাত দিয়ে প্রথম পাতা থেকে পোষ্ট সরে যাওয়ার কারণে উৎসাহ হারিয়ে ফেলেছিলাম।
সম্পাদক সাহেবের নিকট লেখা পোস্টে আপনার কমেন্ট থেকে ধারণা অনেকটা পাকাপোক্ত হয়েছিল যে, এটি সত্যি বাগ হবে। তা-ই সত্য প্রমাণিত হলো।
এই ব্লগের সম্পাদক/মডু সম্পর্কে যা ধারণা ছিল তারা খুব সহযে ব্লগারদেরকে অপমানিত করেন না। আসলে আমি যদি বিষয়টি চেপে যেতাম তাহলে একটি ভুল বুঝাবুঝি তৈরী হতো।
১২
198710
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:০৮
চুতিয়া লিখেছেন : পাঙ্খা মজা পাইছি। পুর্‌রা পর্দা ফাডাইয়ালাইছেন!
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:০৫
148773
মোহাম্মদ লোকমান লিখেছেন : পাঙ্খা মজা! Tongue
১৩
198711
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:১০
আবু জারীর লিখেছেন : সুন্দর অভিজ্ঞতা দাদা।
পড়ে মজা পেলাম বিশেষ করে পিয়াল কাহিনী।
ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:১০
148775
মোহাম্মদ লোকমান লিখেছেন : উৎসাহব্যঞ্জক মন্তব্যে সত্যিই অনুপ্রাণীত হলাম, দাদা।
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৬
156732
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দাদা? তাইলে আমি "আঙ্কেল" ডাকলেতো সমস্যা হওয়ার কথা নই Winking
১৪
198717
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:১৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়াও! স্টিকি হওয়ায় অভিনন্দন।
হ্যাপি ব্লগিং.....
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:১৩
148780
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক ধন্যবাদ, মোঃ ওহিদুল ইসলাম ভাই। ভালো থাকুন।
১৫
198728
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৯
জেদ্দাবাসী লিখেছেন : ফেসবুকেও ওরা ঢুকে পড়েছে,তাদের দেখাদেখি ড়ানপন্তিরাও গালি দেওয়া শুরু করেছে,অনেক আগে এক ভাই তাদেরকে সর্তক করে লিখেছিলেন
"হাসিনা কে বকেন ভালো কথা কিন্তু নোংরা গালি দেন কেন এতে করে তো তার পাপ উলটো নিজের ঘাড়ে নেন।সাঈদি সাহেব কে ভালোবাসেন ঠিক আছে কিন্তু তার জন্য অন্যকে গালি দিয়ে নিজের পাপ বাড়ান কেন???গালি দেয়া হীনতা,মূর্খতা। নবীজি(সা.)কে কাফেররা কত কষ্ট দিয়েছে কিন্তু নবীজি(সা.)কখনো কোন খারাপ ভাষা ব্যবহার করেন নি। একটু বুদ্ধিমান হলে বুঝবেন যাকে গালিদেন তার কিছু হয় না বরং পরকালে আপনি এর জন্য শাস্তি পাবেন। "

পোস্ট পড়ে অনেক জানতে পারলাম। এটাও জানতে পারলাম আপনি অনেক পুরানো ব্লগার। আপনার থেকে আমাদের অনেক কিছু শিকার আছে ।
শিক্ষনিয় লেখাটি ষ্টিকি করার জন্য সম্পাদক সাহেবকে অনেক ধন্যবাদ।


যাজ্জাকাল্লাহ খায়ের

২৭ মার্চ ২০১৪ রাত ০৮:২১
148783
মোহাম্মদ লোকমান লিখেছেন : গালাগালি আমার খুবই অপছন্দ।
গালির জবাবটা ওভাবে দেয়া ছাড়া আর কোন উপায় ছিল না। (একটু কৌশল করে)

সাঈদী সাহেবক যখন সংসদে রাজাকার বলে গালি দিয়েছিল নাস্তিক আওয়ামরা তখন তিনি কৌশল করে জবাব দিয়েছিলেন ‘এমন কোন বাবার বৈধ সন্তান নাই, যে আমাকে রাজাকার বলতে পারে’... ধন্যবাদ।
১৬
198751
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৪
বেআক্কেল লিখেছেন : গালির মোকাবেলায় ডিজিটাল গালাগালি শিখতে হইব!
সেই জন্য নিচের বইটি পড়িতে হইবে,

'হাসির রাজা, কাসির রাজা, গালির রাজা গোপাল ভাঁড়'
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:২৩
148785
মোহাম্মদ লোকমান লিখেছেন : গালাগালি না করাই উত্তম। গালাগালি মোনাফেকির চিহ্ন।
১৭
198754
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৮
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : পড়তে খুবই ভাল লাগছে। অব্যাহত রাখবেন আশা করি। ভিআইপি আাস্তিক ব্লগার আর ভিআইপি নাস্তিক ব্লগারদের মাঝে সংঘটিত বাহাস।
আসলে ঐ বাড়ীতে আমারও একটা একাউন্ট ছিল। কিন্তু ঐ গালাগালির কারণে অনেক দিন হয় খুলে দেখিনি। কি অবস্থায় আছে জানিনা।
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:২৭
148791
মোহাম্মদ লোকমান লিখেছেন : সামহোয়্যর ইন ব্লগ কিন্তু প্রথম বাংলা ব্লগ। এই ব্লগটি নাস্তিকদের কারণে আজ খুব একটা ভালো অবস্থানে নেই। কতৃপক্ষ যদি পক্ষপাতিত্ব ত্যাগ করতে পারেন তাহলে ব্লগটি আগের সেই জৌলশ ফিরে পেতে পারে।
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
148840
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনার সাথে একমত। শুরুতে অনেক ভালো লাগত ব্লগটা।আমি অন্য নিক নিয়ে ওখানে লিখতাম। পরে এমন বিচ্ছিরি অবস্থা হয় পরিবেশের যে যাওয়াই মুশকিল।
১৮
198778
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ বাচাইছে ওদিকে যাই নাই।
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৩০
148793
মোহাম্মদ লোকমান লিখেছেন : এজন্য এসবি, বর্ণমালা এবং টুডেব্লগকে ধন্যবাদ দিতেই হয়। নাহলে ওদিকে যাওয়া ছাড়া উপায় থাকতো না। Happy
১৯
198815
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২২
প্রবাসী মজুমদার লিখেছেন : সামহোয়ারইন হল থাবা বাবার চিন্তা চেতনার লোক। এসব লোকগুলো ভদ্রতা শিখেনি। আমার এক অশিক্ষিত চাচা ছিল। ছেলেকে স্কুলে দিয়েছে। বড় দুষ্ট ছেলে। মাঝে মাঝে দেখতাম ও ঘরের সামনে ঘাব গাছের ডালে বসে গালি গুলো বড় শব্দ করে বানান করছে। যেমন মাদার চোদ। বললাম ও এমন করে কেন। তার মাতাপিতা বলল। বাবা ওকে শিখেতে দাও। এ ধররেন মনমানসিকতার লোকেরাই থাবাবা বাবার রেখে যাওয়ার ব্লগে বাস করে। ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
148802
মোহাম্মদ লোকমান লিখেছেন : আসলে ওদের অত্যাচারে পিষ্ট না হলে আমাদের সুস্থ মানসিকতা সম্পন্ন ভাইয়েরা এসব(টুডে-এসবি) ব্লগ তৈরীর কথা চিন্তাই করেতেন না হয়ত। আমরা যে আজ অনায়াসে অত্যন্ত খোশ মেজাজে ব্লগিং করছি এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
২০
198889
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
ভিশু লিখেছেন : ব্লগ-ব্লগান্তরে প্রাজ্ঞ-অভিজ্ঞদের সূচনা-বিচরণ-চড়াই-উৎরাইয়ের বর্ণাঢ্য ইতিহাস আমাদের সবারই খুব উপকারে আসছে/আসবে! সুন্দর ও মূল্যবান লেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে! পোস্টটি স্টিকি হওয়ার জন্য অভিনন্দন রইলো! শুভেচ্ছা সুবিজ্ঞ মডুদেরকেও...Happy Good Luck Rose
২১
198926
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার জন্যও অনেক অনেক ধন্যবাদ, ভিশু ভাই।
২২
198952
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৩১
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনাকে অনেক মুবারকবাদ ভাই। অগ্রজ হিসেবে পাশে থাকবেন।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৬
148993
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
২৩
198996
২৭ মার্চ ২০১৪ রাত ১০:৩৬
শাহ আলম বাদশা লিখেছেন : খুব মজাদার--- ভালো লাগলো
২৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৭
148994
মোহাম্মদ লোকমান লিখেছেন : পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
২৪
199008
২৭ মার্চ ২০১৪ রাত ১১:৩০
ফেরারী মন লিখেছেন : আমার মনে হয় চেতনাটাকে নিয়ে আর টানাটানি করা উচিত নয়।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৮
148997
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঠিক টানাটানি নয়, চেতনার পরিচিতিটা সকলের নিকট উম্মুক্ত হওয়া দরকার।
২৫
199128
২৮ মার্চ ২০১৪ দুপুর ০১:২১
অনেক পথ বাকি লিখেছেন : ধন্যবাদ । ভালো লাগলো ।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৯
148998
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভালো লাগলো জেনে আমারও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।
২৬
199141
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:০০
আব্দুল গাফফার লিখেছেন : অনেক কিছু জানা হলো , অনেক ধন্যবাদ ভাইয়া Good Luck
২৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
149109
মোহাম্মদ লোকমান লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। Happy
২৭
199188
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৩
সজল আহমেদ লিখেছেন : সামহোয়্যার এবং আমার ব্লগ এ আমাকে ব্যান মেরেছে মডারেটররা।
২৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
149110
মোহাম্মদ লোকমান লিখেছেন : সামহোয়্যার এ কোন রকম কৌশল করে চলা যায়। কিন্তু আমার ব্লগ নামের ব্লগটা ঐ ভদ্র লোকের, সেখানে তিনি যা চান তাই হয়।
২৮
199314
২৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। চলুক সাথে আছি।
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৪০
149857
মোহাম্মদ লোকমান লিখেছেন : সাথে থাকার জন্য সিকদার ভাইকে অনেক ধন্যবাদ।
২৯
200827
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৩
নূর আল আমিন লিখেছেন : সামু ব্লগ একটা কুত্তার বাচ্চা ব্লগ
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
150588
মোহাম্মদ লোকমান লিখেছেন : বুঝা গেলো আপনিও আমাদের মতো ধাক্কা খেয়েছেন ওখানে।
৩০
201126
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৫:১৯
ইবনে আহমাদ লিখেছেন : এদের রুচিবোধ আর সামাজিক অবস্থান ইত্যাদি বিবেচনায় নিয়ে কখনো আর সে পথে পা বাড়াইনি।
আপনি তখন যা শুরু করেছিলেন - তাতে বেশ কিছু উপকার হয়েছে। কিছুটা রয়ে সয়ে এখন তারা বলছে।
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৮
150799
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমার বর্ণমালা, এসবি এবং সর্বশেষ বিডিটুডে লড়াই করতে করতে টিকে থাকার ফলে আমরা প্রাণখুলে ব্লগিং করছি। নাহলে সেই আবর্জনার স্তুপে পড়ে থাকতে হতো আমাদেরকে।
৩১
208098
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এপর্বও পড়লাম। ভালোলেগেছে।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৩
156911
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক ধন্যবাদ হারিকেন ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File