ভালোবাসা
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ১১ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৮:১২ বিকাল
ভালোবাসা নিয়েই তো বেঁচে আছে মানুষ
কেউকেউ ভালোবাসে ফুল কেউবা নারী
কেউবা ভালোবাসে টাকা কাড়িকাড়ি
কেউ কি ভাবে এসবই মিথ্যে ফানুস?
কেউ চাকরি ভালোবাসে কেউবা খামার
ভালোবাসে সন্তান, সোনা কিংবা জমিজমা
আমিতো আমাকেই ভালোবাসি প্রিয়তমা
আত্মতৃপ্তি আছে এতেই দারূণ আমার!
কিন্তু কী করে ঠেকাই বলো অবাধ্য মরণ
নাছোড়বান্দার মতো পিছুপিছু ঘোরে----
তবে কি ভুল নিজেকে বাঁধা প্রীতিডোরে
তাবৎ ভালোবাসাই তো সে করবে হরণ?
জীবনও লুটায় তার কাছে কীযে বিস্ময়
মরণ সত্য-অমোঘ, ভালোবাসা মোহময়!!
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন