এখনো কাঁদে ইলিয়াস কাঞ্চন (সড়কদুর্ঘটনার প্রতিবাদে )

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৮:৪০ বিকাল



মৃত্যু অমোঘ তবু কি কাম্য অনাকাঙ্ক্ষিত মরণ

যে ফুল ফুটলোনা, কেউ যদি করে তা হরণ;

অজানার দেশে ঠেলে দেয় একান্ত অনিচ্ছায়?

অথবা পিচঢালা পথে পিষে যায় ফুটন্ত ফুল

দুমড়ে-মুচড়ে দেয় সকল হাড়-পাঁজর--

কেনো তবে ছোটে আমার কান্নার ঢেউ!



না ফেরার দেশে যখন যেতে হয় যাবো

অসময়ে কেনো তবে ভাঙবে স্বপ্নঘোর?

তুমিতো স্রষ্টা নও সৃষ্টিসেরাই এক নশ্বর

কতো ফুল মাড়াবে আর, থামো খোদার কসম!



এখনো কাঁদে ইলিয়াস কাঞ্চন, বিচিত্র দেশ

লোহুভেজা পথে করি হাঁটাহাঁটি, কী নির্দয়--

সারিসারি গাড়ি, খুঁজে পাইনে কোথায় সড়্ক,

মড়ক দেখে দেখে খানখান আমার হৃদয়!



যেতে হয় যাবো পরকাল, হোক স্বাভাবিক হোক

ব্যস্ত ট্রাফিক খোঁজে ফাও টাকা কাড়িকাড়ি,

বেপরোয়া চালক চালায় তাই যমদূত গাড়ি

কিংবা মাদকাসক্ত কেউ খেয়ে বুঁদ মদ-তাড়ি–

অথচ আমরা কাটাতে পারিনে আর শোক?

আমাকেও কি তবে গুটাতে হবে এমন পাততারি!

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292446
০৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চোখ বন্ধ করে থাকি!!!!

যে দেশে ট্রাকের চাকায় শিশুর দুটি পা গুড়িয়ে যায় আর মন্ত্রি বলেন সবাইকে ড্রাইভিং লাইসেন্স দিতে।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৭
236771
শাহ আলম বাদশা লিখেছেন : তাহলে বোঝেন ঠেলা
292447
০৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২২
ভিশু লিখেছেন : অত্যন্ত মর্মস্পর্শী কোবিতা।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৭
236772
শাহ আলম বাদশা লিখেছেন : অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
292527
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হৃদয়বিদারক কবিতা। Sad Sad Sadঅনেক সুন্দর লিখেছেন জাজাকাল্লাহ খায়র
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৮
236773
শাহ আলম বাদশা লিখেছেন : অশেষ শুভেচ্ছা Good Luck Good Luck
292544
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : শুধু ইলিয়াছ কাঞ্চন কেন? দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছে তারাই বুঝতে পারে এই ব্যাথা কেমন। ২০০৯ সালের ০২ই মার্চে আমার মেঝ ভাই সড়ক দুর্ঘটনাই আমাদেরকে ছেড়ে চলে যায়।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৯
236775
শাহ আলম বাদশা লিখেছেন : ইলিয়াস শুধু প্রতীকী বিষয় ভাই, আপনার ভাইওকে আল্লাহ বেহেস্ত দান করুন
292552
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৮
আব্দুল গাফফার লিখেছেন : Sad Sad Sad অনেক ধন্যবাদ
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৯
236776
শাহ আলম বাদশা লিখেছেন : আপনাকেও ধন্যবাদGood Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File