এখনো কাঁদে ইলিয়াস কাঞ্চন (সড়কদুর্ঘটনার প্রতিবাদে )
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৮:৪০ বিকাল
মৃত্যু অমোঘ তবু কি কাম্য অনাকাঙ্ক্ষিত মরণ
যে ফুল ফুটলোনা, কেউ যদি করে তা হরণ;
অজানার দেশে ঠেলে দেয় একান্ত অনিচ্ছায়?
অথবা পিচঢালা পথে পিষে যায় ফুটন্ত ফুল
দুমড়ে-মুচড়ে দেয় সকল হাড়-পাঁজর--
কেনো তবে ছোটে আমার কান্নার ঢেউ!
না ফেরার দেশে যখন যেতে হয় যাবো
অসময়ে কেনো তবে ভাঙবে স্বপ্নঘোর?
তুমিতো স্রষ্টা নও সৃষ্টিসেরাই এক নশ্বর
কতো ফুল মাড়াবে আর, থামো খোদার কসম!
এখনো কাঁদে ইলিয়াস কাঞ্চন, বিচিত্র দেশ
লোহুভেজা পথে করি হাঁটাহাঁটি, কী নির্দয়--
সারিসারি গাড়ি, খুঁজে পাইনে কোথায় সড়্ক,
মড়ক দেখে দেখে খানখান আমার হৃদয়!
যেতে হয় যাবো পরকাল, হোক স্বাভাবিক হোক
ব্যস্ত ট্রাফিক খোঁজে ফাও টাকা কাড়িকাড়ি,
বেপরোয়া চালক চালায় তাই যমদূত গাড়ি
কিংবা মাদকাসক্ত কেউ খেয়ে বুঁদ মদ-তাড়ি–
অথচ আমরা কাটাতে পারিনে আর শোক?
আমাকেও কি তবে গুটাতে হবে এমন পাততারি!
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে দেশে ট্রাকের চাকায় শিশুর দুটি পা গুড়িয়ে যায় আর মন্ত্রি বলেন সবাইকে ড্রাইভিং লাইসেন্স দিতে।
মন্তব্য করতে লগইন করুন