আল্লাহর খাসী
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২৬ জুলাই, ২০১৪, ০৬:২০:২১ সন্ধ্যা
ধ্বংসের বাধ নেই
নারীশিশু বাদ নেই
ঈদেরও সাধ নেই
মাথাব্যথা নেই তবু কালো ওবামার;
ইজরাইল হানাদার
আছে নাকি অধিকার
নারীশিশু হত্যার
শয়তান বড় সে মনটাও খুব কালো তার?
লাদেন আর ইজরাইল
মানুষের আজরাইল
খুনভরা দু'টি ফাইল
তবু কেনো হয়ে যায় লাদেনের দোষ
মুসলিম মানে তাই
নাই নাই বাঁচা নাই
জঙ্গির লকবটাই
পাওনাটা হয়ে যায় দোষ যতো নন্দঘোষ!
আল্লাহর খাসী-নুলো
মুসলিম দেশগুলো
একেবারে পথভুলো
সোনা-তেলে হুঁশ নেই শুধু আরামেই খাস
নেই কেনো হুংকার
ইজরাইলও বারবার
পেয়ে যায় কেনো পার?
আল্লাহর খাসী তোরা ওবামার সেবাদাস।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধিক্কার জানাই আমেরিকার দালাল নবী রাসুলের দুশমন আরব সরকার গুলোকে।
মন্তব্য করতে লগইন করুন