বাংলাবানান ও শব্দগঠনঃ ভুল শুধু ভুল-৫

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ১২ জুলাই, ২০১৪, ১১:৪১:০৩ সকাল

একাধিক লেখ্যরূপযুক্ত শব্দ এবং একটিমাত্র লেখ্যরূপযুক্ত শব্দ



একাধিক লেখ্যরূপযুক্ত শব্দের বানানে লেখার সময় ভুল হতেই পারে স্বীকার করি; যেমনঃ গাড়ী/গাড়ি/শাড়ি/শাড়ী ইত্যাদি। কিন্তু এমন কিছু বাংলাশব্দ আছে যাদের একাধিক লেখ্যরূপই নেই, তবুও দেখা যায় লেখকরাই তাকে ভুলবানানে লেখে। যেমনঃ রূপকে লেখেন রুপ বানানে, পড়া আর পরা এর মাঝেও ফারাক করতে পারেন না অনেকেই দেখি। পড়া দিয়ে বোঝায় যেকোনো মুভমেন্ট বা নড়াচড়া বা আন্দোলনকে যথা- বইপড়া, আমপড়া। আর পরা দ্বারা বোঝায় শরীরে কিছু পরিধান করাএসব শব্দের দ্বৈত বানানরূপ না থাকলেও অবুঝশিশুদের মতোই ভুল করছেন আমাদের অনলাইন লেখকরা হরহামেশাই, যা লজ্জাজনক। লেখায় অর্থবিকৃতি ঘটে যাচ্ছে-সেদিকে লক্ষ্যই নেই তাদের।

সুতরাং যাদের বাংলা শব্দভাণ্ডার এতোই কম তাদের আগে বানান না শিখে, ডিকশনারি অনুসরণ না করে লেখালেখিতে আসা ঠিক নয় যেহেতু তারা ভাবেন একবিষয় আর বানানভুলের দরুণ লেখেন অন্যকিছু। দেখুন তাহলে- ''আমি তোমার মত বলতে চাই না'' বলে মতামত/অভিমত (Opinion) বিষয়ে বলেছি, যা সঠিক। কিন্তু ৯০% লোককেই দেখি এর মানে করেন ' 'আমি তোমার মতো বলতে চাই না'' মানে তুলনা অর্থে অনুরূপ কথা (Comparing) অর্থেই বুঝাতে লিখে থাকেন যদিও বানানে লেখেন ''মত''।

ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার ফারাক



বাংলাভাষায় পাঁচটি পদের একটি হচ্ছে ''ক্রিয়াপদ'' যাকে ইংরেজিতে বলে ভার্ব। কী আশ্চর্যের বিষয় যে, এ ক্রিয়াপদের ব্যবহারও অনেকেই জানেন না অথচ কবিতা লেখেন বা লিখে থাকেন। যেমনঃ ' 'অথচ কবিতা [b]লেখেন'' [/b] এ শুদ্ধ বাক্যকে তারা লেখেন এভাবে ''অথচ কবিতা লিখেন'' অর্থাৎ সাধু ও চলিত শব্দের ফারাক বোঝেন (বুঝেন নয়) না। বুঝে আর বোঝে এর আকাশ-পাতাল ফারাক না বুঝলে লেখালেখিতে আসার মানেই হয়না। এখানে বুঝিয়া (Understanding) অসমাপিকা ক্রিয়া'র চলিতরূপ হচ্ছে বুঝে আর প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হছে- বোঝে বা বোঝা (Understand)। কবিতা-ছড়ায় অন্ত্যমিল জুড়াতে একাজটি অনেকেই করেন যেমন- তুমি আছো আমার হৃদয়জুড়ে/তাই শুধু আমার অন্তর পুড়ে (পোড়ে হবে)।

বহুবচন শব্দের পৃথকীকরণ এবং অর্থবিভ্রাট



বাংলায় টি/টা/খানা/খানি অব্যয়গুলো যেমন সুনির্দিষ্ট ও একক অর্থে ব্যবহার করতে বুঝায় তেমনই বিপরীতরূপে অনেক বুঝাতে গুলো/গুলি/রা/বৃন্দ/সমূহ/সব অব্যয়গুলো আমরা ব্যবহার করি। এসব অব্যয় উপযুক্ত শব্দের ডানপাশে স্পেসছাড়াই যুক্ত হবার নিয়ম থাকলেও অনেকেই অযৌক্তিকভাবে ভেঙ্গে আলাদা করে লিখে থাকেন, যা হাস্যকর দেখতেও। যেমন- কথা গুলি/মেহমান বৃন্দ/ পাখি সব করে রব/ হিসেব সমূহ ইত্যাদি।

এবং/ও/আর এর ব্যবহার



আমাদের অনেকেই জানেন না যে, এবং কিংবা ও অথবা আর অব্যয় কখন -কোথায় লিখতে হয়? সবাই জানে যে, এরা বাক্যের ভেতরেই থাকে কিন্তু এতটুকু জানলেই কি চলে; এর সঠিক ব্যবহার জানাও জরুরি সঠিক বাক্যগঠনের স্বার্থেই। বাক্যের ভেতরে জটিল বাক্যগঠনের সময় বা একাধিক বাক্যাংশকে যুক্ত করতেই ব্যবহৃত হয় এবং অব্যয়টি; যেমন-তোমাকে সেখানে যেতে হবে এবং আমার কাজটি করতেই হবে। আরেকটি কথা, আর এর ব্যবহারও কিন্তু এবং এর মতোই এটি মনে রাখা উচিৎ।

অব্যয়টিও বাক্যের ভেতর থাকে কিন্তু এটি ব্যবহৃত দু'টি শব্দকে পৃথক করতে। যেমন-আমি মাছ কিনতে চাই রুই, কাতল ও ইলিশ। (চলবে)

আগের পর্ব পড়ুন

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244039
১২ জুলাই ২০১৪ দুপুর ১২:০৫
আব্দুল গাফফার লিখেছেন : বেশ ভাল লাগলো ।চলুক .. অনেক ধন্যবাদ
১২ জুলাই ২০১৪ রাত ০৯:২৬
189672
শাহ আলম বাদশা লিখেছেন : অনেক ধন্যবাদ Good Luck Good Luck
244044
১২ জুলাই ২০১৪ দুপুর ১২:১৫
গ্যাঞ্জাম খান লিখেছেন : আমরা যারা মুরুক্ক বাঙ্গাল এবুং কাঙ্গাল তাগো এসব জানা এবং সে অনুযায়ী আমল করণের ধর্য্য কোথায়? লেখক যেমন বাঙ্গাল তেমনি পাঠকও তার চেয়েও মহা কাঙ্গাল! সামান্য শাব্দিল ভুল ভ্রান্তি হলেও লেখক এবং পাঠকের মধ্যে ভাব বিনিময় তো হচ্ছে!
আপনাদের মত জ্ঞানী গুনীদের লেখাতে ব্যকরণের ধারা উপধারাগুলো হয়তো সঠিকভাবে প্রয়োগ করার শক্তি আছে। কিন্তু যাদের মধ্যে এসব প্রয়োগ যোগ্যতা এবং শক্তি নেই তাদের জন্য কি মনের অনুভূতি প্রকাশ করে ব্লগে কিছু লেখালেখি করা একদম না জায়েজ, হারামে সাইয়্যাবাহ করে দিবেন?
তাইলে আমাগো মত কাঙ্গালরা যামু কুনায়?
১২ জুলাই ২০১৪ রাত ০৯:২৫
189671
শাহ আলম বাদশা লিখেছেন : না না, ভুল ধারণা ভাই। আপনিই লিখেছেন-আপনাদের ''মত'' জ্ঞানী গুনীদের। আপনার মত মানে কিন্তু অভিমত বা মতামত, যা একটা শিশু পড়ে কী বুঝবে মতামত নাকি মতোন? বাংলায় তুলনা অর্থে ''মতো/মতোন'' ব্যতীত আর কোনো শব্দই নেই; এতোবড় উল্টা বানান উল্টা অর্থ লিখেও যদি নিজের ভুল স্বীকার না করা হয়--তাহলে বাংলাভাষার দুর্ভাগ্যই বলতে হবে। আর ২১ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকতা ছাড়া বাংলার প্রাপ্তি কীইবা থাকতে পারে আমাদের উপলদ্ধি যদি এই হয়।
০২ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪১
224037
নির্বোধ১২৩ লিখেছেন : ঠিক বলেছেন - বাংলা ভাষার ব্যাকরণ ৯৯ ভাগ শিক্ষিত মানুষই জানে না। তো খামোখা এত পণ্ডতির দরকার কি? মানুষ মোটামুটি বুঝতে পারলেই হল। নিয়ম নীতির বিচারে ভাষাবিদগণ যে বিধি তৈরী করেছেন তা মানতেই হবে কিন্তু বাস্তবতা কি বলে? প্রাত্যহিক ব্যবহারে আদৌ কি এসব সঠিক ভাবে উচ্চারিত হয়? ভাষাবিদ পণ্ডিতবর্গ ছাড়া এসবের তো ব্যবহার নেই বললেই চলে। দুই 'ন', তিন 'স', 'ত্ত্ব'/ত্ত/ত্ব, 'ঋ'/'রি', 'খ'/'ক্ষ', য-ফলা/ব-ফলা ... নাহ্ গুরু বড় বিদঘুটে ব্যাপার (কি হতো বেপার হলে?)।

হয়তো 'চোস্ত' উচ্চারণ যে করতে পারে তার কাছে অর্থবোধক হতে পারে কিন্তু শিক্ষিত জনগোষ্ঠীর ৯৯ ভাগই এসব উচ্চারণের ব্যাপারে উদাসীন বা যথার্থ উচ্চারণটি জানেনও না পারেনও না। মানছি; হয়তো কিছুটা উপযোগীতা আছে কিন্তু কতটুকুর জন্য এতগুলি সমস্যাকে পণ্ডিতবর্গ জিইয়ে রেখেছেন আমার মাথায় আসে না।

আসলে বাংলাভাষার পণ্ডিতেদের উদ্ভব তো সংস্কৃত থেকে তাই তাঁরা সংস্কৃতের প্রভাবটাকে কাটিয়ে উঠতে পারেন নি বা কাটাতে চান না। নইলে ব্যাকরণের এতসব মার প্যাঁচ (পেচ হলেই বা কি ক্ষতি ছিল?) রেখে ভাষার কত উপকার হচ্ছে বুঝিনা।

ভাষার ব্যাকরণ তো আর ধর্মগ্রন্থ না যে সংশোধন করা যাবে না? আমাদের সাথে ভারতীয় ব্যাকরণ ও বানানে বিস্তর ফারাক! আমার কথাগুলো হয়তো মূর্খের বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু বাস্তব সত্য যা তা ই প্রকাশ করলাম। অভিযোগটা আপনার কাছে নয়, ভাষাবিদদের কাছেই। কিছু মনে করবেন না।
ধন্যবাদ।
০৫ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৩
225168
শাহ আলম বাদশা লিখেছেন : কে বলেছে, ব্যাকরণ পরিবর্তিত হয়না? হতে বাধ্য ভাই--ভাষার সাথেসাথে এটা হবেই।
244058
১২ জুলাই ২০১৪ দুপুর ০১:১৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১২ জুলাই ২০১৪ রাত ০৯:৩১
189673
শাহ আলম বাদশা লিখেছেন : ভাল্লাগায় অনেক শুভেচ্ছা জানাই
244213
১২ জুলাই ২০১৪ রাত ০৯:২০
আফরা লিখেছেন : আমার অনেক বানান ভুল হয় তাই এরকম পোষ্টই আমার দরকার । অনেক ধন্যবাদ আপনাকে ।
১২ জুলাই ২০১৪ রাত ০৯:৩১
189674
শাহ আলম বাদশা লিখেছেন : কাজে লাগলে ধন্য হবো
244215
১২ জুলাই ২০১৪ রাত ০৯:২২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : আব্দুল গাফফার লিখেছেন : বেশ ভাল লাগলো ।চলুক .. অনেক ধন্যবাদ
১২ জুলাই ২০১৪ রাত ০৯:৩২
189675
শাহ আলম বাদশা লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
244258
১৩ জুলাই ২০১৪ রাত ০২:১১
গ্যাঞ্জাম খান লিখেছেন : মুই তো শুরুতেই কইছিলুম যে মুই এক্কান মস্তবড় মুরুক্কু বাঙ্গাল, মোর বানানে মেলা গলতি থাকে। মত, মতন, মতো'র এর ইস্তিমাল কুথায় কিভাবে কইরতে অইবো হেই নিয়ম জানি না। মাগার ইন্টারনেট ব্যবহার করার সুবাদে এবং ব্লগে রেজিস্ট্রেশন করে লেখালেখির অনুমোদন পাওয়ায় কম্পিউটারের কি বোর্ড দিয়ে কিছু টাইপ করার হিম্মত হাসিল কইরছি। শুদ্ধ হোক বা অশুদ্ধ হোক আমার মত মুরুক্ক বাঙ্গাল কিছু কিছু পাঠক তো অন্তত পড়ে নিজের অনুভূতি প্রকাশ কইরবার চাহে। আপনেগো মতো জ্ঞানীগুনী আকলমন্দদের দৃষ্টিকটু হচ্ছে হেইডা অবশ্য অশ্বীকার কইরবার জো নেই।
মুই তো ভুল অশ্বীকার করণের মাজহাবের অনুসারী না। দর হাকিকত মুই কইতে চাইছিলুম আমাগো মতন যারা কাচঁ হাতের অদক্ষ লেখিয়ে। বিশেষ করে বাংলা বানানের ক্ষেত্রে শব্দের হাত পা ভেঙ্গেচুড়ে হলেও নিজের অনুভুতি প্রকাশ করতে মন দিল উৎলা অইয়া যায় গ্লোবালাইজেশনের সুযোগ সুবিধা ভোগ করে। যদি বেআক্কেলের মত আরেকটু খোলাসা কইরা বইলবার চাই তাইলে বইলতে অয় আইজ কাল সামাজিক যোগাযোগের ডিজিটালায়নের সুবাদে অনেক একাডেমিক শিক্ষা বঞ্জিত বনী আদমও ইন্টারনেটের সুবাধে, কম্পিউটারের কল্যাণে নিজের ভাবটারে সাহিত্যিক আকারেও প্রকাশ কইরবার প্রয়াস লক্ষ্য করণ যায়। মাগার আকসার বনী আদম যারা নন একাডেমিক জ্ঞানীগুনী আমি তাগোর কখাডা বিশেষভাবে বুঝাইবার চাইছিলুম। কেন্তু মোর আক্কেল-জ্ঞানের সীমাবদ্ধতার কারণে বিষয়ডা ভালভাবে ইলাস্ট্রেট কইরবার হারি ন।
আশা কইরছি এতোক্ষণ যে পরিমাণ বেফাস বোল চাল করলুম তাতে কিছুটা হলেও আপকে দরবারে আলিয়াতে খোশ নজদিক কইরবার হারছি।
১৩ জুলাই ২০১৪ দুপুর ১২:২৭
189782
শাহ আলম বাদশা লিখেছেন : এইবার বইুজা গেছি গা--গ্যাঞ্জাম যার নাম গ্যাঞ্জামপাকানোও যে তার কাম--হা-হা-হা ডিজিটাল হাসি দিলাম একখান Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
244641
১৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৫১
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো, অনেক কিছুই শিখতে পারলাম। লেখককে অনেক ধন্যবাদ সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট শেয়ার করার জন্য।
১৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
190081
শাহ আলম বাদশা লিখেছেন : উপকৃত হওয়ায় আমি সার্থক
244775
১৫ জুলাই ২০১৪ সকাল ০৬:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : শিক্ষনীয় একটি পোস্ট।
১৫ জুলাই ২০১৪ রাত ০৯:১৩
190253
শাহ আলম বাদশা লিখেছেন : ভাল্লাগায় আমি খুশি
245034
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৪৪
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক কিছু জানলাম এবং বুঝতে পারলাম বাংলা ব্যাকরণ ইংরেজী গ্রামারের চেয়ে কঠিন। লেখায় বানান ভুল হলে দেখতে খারাপ লাগে। চেষ্টা করি যতটা কম করা যায়। তারপরও মাঝে মাঝে ভুল করে ভুল হয়ে যায়। ধন্যবাদ আপনাকে
১৬ জুলাই ২০১৪ সকাল ০৮:৪১
190389
শাহ আলম বাদশা লিখেছেন : উপকৃত হওয়ায়উনেক শুভেচ্ছা
১০
285877
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৬
নাছির আলী লিখেছেন : প্রকৃত বন্দু সে যে অন্য বন্দুর ভুলগুলো ধরে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ।
যাযাকাল্লাহ
২০ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৪
229529
শাহ আলম বাদশা লিখেছেন : ভাললাগায় অনেক শুভেচছা ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File