ক্রন্দসী সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০৯ জুলাই, ২০১৪, ০৩:৩৩:৫১ দুপুর
বিশিষ্ট ছড়াকার এবং শিশুসাহিত্যিক যথাক্রমে দেলওয়ার বিন রশিদ এবং শাহ আলম বাদশা’র সম্পাদনায় ”ক্রন্দসী” সাহিত্য পত্রিকার জুলাই সংখ্যা প্রকাশিত হয়েছে।
পাকিস্তানী নির্বাসিত লেখক আহমদ ফারাজ এর অনুবাদকবিতা, প্রখ্যাত শিশুসাহিত্যিক গোলাম কিবরিয়া পিনু, শাহ আলম বাদশা, কবি মনসুর আজিজ, খোশনূর, প্রফুল্ল রায় সদাশীত, শিলা চৌধুরী, আজিম আকাশ, আবুল বাশার শেখসহ নবীন-প্রবীনের ছড়া-কবিতা,গল্প, প্রবন্ধ, উপন্যাস নিয়ে এ সংখ্যা আপনাদের ভালোই লাগবে আশ করি।
ক্রন্দসী জুলাই-২০১৪ পিডিএফ আকারে দেখুন
ক্রন্দসী পত্রিকার লিঙ্ক
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার সর্বশেষ পোস্টে আপনাকে আমন্ত্রণ।
নাম মিনিকাট করণের আগে নো-টিস দিছিলুম।
এহানে নোটিশ আছে
মন্তব্য করতে লগইন করুন