স্বামীর কাছে বিথীর চিঠি

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০২ জুলাই, ২০১৪, ১২:৩৭:৪৯ দুপুর



বিথী-----

তোমায় ছেড়ে অনেক দূরেই আছি

লিখলে যদি অনেক দিনের পরে

চিঠিতো নয় কলজে কাটার কাচি!

লিখলে তুমি,’’ সামনে এলো ঈদ যে

আমার লাগি রেশমি শাড়ী চাই;

আরো দামী কতো কিছুর জিদ যে

ভাবছি এবার রক্ষে বুঝি নাই?

লিখলে আরো,’’স্মরণ রেখো রূপার

লক্ষ্মী মেয়ের অনেক কিছুই বায়না;

লেহেঙ্গা সু'জ মল এনো দু’পার

এছাড়া সে আরতো কিছুই চায়না!

এসব কিছু আনতে পেলেই এসো--

নইলে আসার নেইকো জরুরত

নীতিকথার শুনবো না আর লেশও

বলেই দিলাম মা ও মেয়ের মত।



সাধ যদি এই মিটিয়ে দিতে পারো

তবেই ভালো, নইলে মনে রেখো

আদৌ তোমার ধারবো নাযে ধারও

আমার আশা ছেড়েই তবে থেকো?



''অনেক দিনেই লিখলে যদি শেষে

আবোল-তাবোল বকলে কতো কিছু

পাওনা আমার এই কি ভালোবেসে

লজ্জা ছেড়ে সাজলে এমন নীচু!

হুমকী দিয়েও লিখলে তুমি এইযে--

‘’টাকাও এবার পাঠাও যদি অল্প

তোমার সাথে কথাও মোটে নেইযে

শুনবোনা আর মন ভোলানো গল্প।‘’

বিলাসীতার সময় কি নেই আরো

কম বেতনেই করবো বলো কীযে-

তাই বলিগো জিদটা তোমার ছাড়ো

ভুগছো নাতো ভুগছি শুধুই নিজে!!

ইতি---

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240869
০২ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৭
প্রেসিডেন্ট লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose
০২ জুলাই ২০১৪ দুপুর ০১:০১
186929
শাহ আলম বাদশা লিখেছেন : আপনাকেও Good Luck Good Luck Good Luck
241335
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৬
মোবারক লিখেছেন : ভালো লাগলো
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৬
187376
শাহ আলম বাদশা লিখেছেন : ভাল্লাগায় অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File