অন্ধকার কবরে ৮ মিনিট!!

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ১৯ মার্চ, ২০১৪, ০২:৩৯:৪১ দুপুর

আজ বেলা ২টার দিকে অন্ধকার কবরে ৫ মিনিট থেকে মরতে মরতে বেঁচে গেছি!! ভাবছেন-এটা আবার কেমন কবর? মানুষ মরে কবরে যায়-আপনি কবর থেকে উঠে এলেন!



আসলে আগারগাওয়ের প্রত্নতত্ত্ব ভবনের লিফটে উঠে যাচ্ছিলাম তিনতলায় তথ্য কমিশনে আমার অফিসে। লিফট চালু হয়ে একটু এগিয়েই হঠাৎ আটকে গেলো। নামেও না উঠেও না আর আমি একাই আছি লিফটে?

ফ্যান চলছে, লাইটও জ্বলছে; কী করা যায়? লিফট থেকে অটো ঘোষনায় বলছে ইমারজেন্সি বাটুনে টিপতে। ভয়ে আতংকে বারবার টিপছি আর ভাবছি-এই বুঝি আমাকে উদ্ধার করতে কেউ আসবে!



অফিসের ৩জন পিয়নকেও ফোন দিলাম, কেউ ধরেনা? ভয়ে দম বন্ধ হবার আগেই লিফটের দেয়ালে পিটাতে লাগলাম আর ইমারজেন্সি বাটুনেও টিপতে থাকলাম।

কিন্তু নাহ--শেষে চলে গেলো বিদ্যুৎ; এবার ভাবুন কী অবস্থা? ভুতুড়ে কবরের ভেতর প্রচণ্ড ঘামতে লাগলাম! ফ্যান নেই বিদ্যুৎ নেই, ইমারজেন্সি বাটুনেও কাজ হয়না। কারো সাড়াশব্দও নেই।



বাচ্চু নামক পিয়নটা রিডায়ালের পর হঠাৎ ফোন ধরায় তাকে বললাম ঘটনা এবং দেয়ালে প্রচণ্ড আঘাত চালিয়েই গেলাম।



ফলে হঠাৎ দেখি একসময় বিদ্যুৎ, ফ্যান চলে এলো; একটু পরই লিফটও চলতে শুরু করলো। উপরের দিকে উঠতে থাকায় দ্রুত একখানে নেমে গেলাম, সম্ভত ৪তলা হবে।



হাফ ছেড়ে বাচলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করলাম। হেটে নেমে দেখি নিচে লোকজনের ভীড়, যারা ব্যাপারটা জেনেছে আরকি? আমার দেয়ালের পিটুনি শুনেই তারা লিফট চালু করেছে বুঝলাম।

প্রত্নতত্ত্বের এক কর্মচারী আমাকে বলে-স্যার ইমারজেন্সি বেল না টিপে পিটালে কাজ হবেনা। বললাম--কী করে বুঝলেন, বেল টিপিনি? শতবার টিপেছি; আপনার বেল নিশ্চয়ই কাজ করেনা?

সেই ব্যাচারা বলে--না স্যার আপনি সম্ভবতঃ ইমারজেন্সি লেখাটার ওপরই টিপ দিয়েছেন, তাই আমরা শুনতে পাইনি, বেল বাজেনি?

আমার খুব রাগ হলো--বললাম, আমি কী মূর্খ নাকি, লিফটের ঘোষণা শুনেও বেল না টিপে দেয়ালে পিটাই!!

তখন সে বললো, তাহলে আসেন স্যার পরীক্ষা করি। তারপর একজনকে ইমারজেন্সি বেলটিপার জন্য রেখে একটু দূরের ফোনের কাছে আমাকে নিয়ে গেলো।

কিন্তু বেল আর বাজেনা--সেই লোক লিফট থেকে থেকে বেরিয়ে এলে তাকে জিজ্ঞেস করা হলো--বেল টিপলে না কেন? সে বললো--কতবার তো টিপলাম!!



কী বুঝলেন, কী শিখলেন? যন্ত্র সবই বিকল হতে পারে কিন্তু আপনাকে বিকল হওয়া চলবেই না। সব অপশনের পাশাপাশি আমার মতো দেয়ালেও প্রচণ্ড শব্দ তুলতেই হবে; তবেই আমার মত উদ্ধারের ঘটনা ঘটতে পারে। আর ধৈর্যহারা হলে অজ্ঞান হয়ে মরে যাবেন!!



আরেকটি পরামর্শ--পারলে ২/৩/৪ তলায় যেতে লিফটে না চড়াই ভালো একান্ত জরুরি না হলে।। আমিও এখন থেকে এটা মেনে চলবো।

বিষয়: বিবিধ

১৫০৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194733
১৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রত্ততত্ব ভবনের প্রত্নতাত্বিক লিফটে আপনি নিজেই তাহলে প্রত্নতত্বে পরিনিত হচ্চিলেন আরেকটু হলে!!!
সরকারী অফিসের মেনটেইনেন্স এর এই হলো অবস্থা। আল্লাহ বাঁচিয়েছেন। যে লিফট এর ইমারজেন্সি বেল বা সুইচ কাজ করেনা তার কেবলিং এর কি অবস্থা সেটা ভাবতেও চাচ্ছিনা।
১৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:২১
145213
শাহ আলম বাদশা লিখেছেন : আসলেই মরার আগে মানুষের কী অসহায় অবস্থা হয়--তা অনুভব করেছি রীতিমত। Good Luck Good Luck
194749
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ধন্যবাদ ভাই। আমি সাধারণত এরকম বিপদে কখনো পড়ি নি। আবার তিন চার তলা কখনো লিফটে যাই না।
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
145235
শাহ আলম বাদশা লিখেছেন : অনেক ধন্যবাদ
194799
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৯
সিটিজি৪বিডি লিখেছেন : রাখে আল্লাহ মারে কে? বিপদের সময় আল্লাহকে ডাকুন।
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২১
145274
শাহ আলম বাদশা লিখেছেন : একদম খাঁটি কথা Good Luck Good Luck
194845
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহর শুকরিয়া সুস্থ্য আছেন তো ভাইয়া?
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২২
145276
শাহ আলম বাদশা লিখেছেন : অসুস্থতাবোধ করলেও এখন সুস্থই আছি-- অনেক ধন্যবাদ
195053
২০ মার্চ ২০১৪ সকাল ০৭:৫০
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও প্রত্নতাত্বিক সম্পদ বিবেচনা করেছিল হয়ত।
যা হোক আল্লাহ্‌ আপনাকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ্‌।
আপনার পরামর্শগুলো মেনে চলার মত যদি আমার মত অলস না হয় কেও। মহান রব আপনাকে ভাল রাখুন দুশ্চিন্তা মুক্ত রাখুন।
২০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫০
145471
শাহ আলম বাদশা লিখেছেন : অনেক ধন্যবাদ, আল্লাহ আমাদের সুবুদ্ধি দিন Good Luck Good Luck Good Luck
195304
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
145697
শাহ আলম বাদশা লিখেছেন : Good Luck Good Luck
195704
২১ মার্চ ২০১৪ দুপুর ০১:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : শেষ মেষ আমার কথাটাই ঠিক। আমি থাকি দ্বিতীয় তলায়, উঠা নামায় লিফট খুব কমই ব্যবহার করি।
ধরুন অফিসে যাচ্ছি। দাড়িয়ে আছি লিফট এর জন্য্ আসতে দেরী হচ্ছে। দিনের শূরুতেই মেজাজটা খারাপ। সব নির্জীব বস্তুর সাথে এভাবে রাগ করে করে আমরা অনেক ক্রেজী হয়ে উঠেছি। তাই বাদ দিয়েছি। সমস্যা মনে করলেই সমস্যা।

ধন্যবাদ।
২১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৪
145927
শাহ আলম বাদশা লিখেছেন : আপনি খুব সতর্ক লোক Good Luck Good Luck
196037
২২ মার্চ ২০১৪ সকাল ১০:১৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : আলহামদুলিল্লাহ্! বিরাট দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন।
যেহেতু আমাদের দেশের বিদ্যুত আসা যাওয়ার কোন উত্তর দক্ষিন ঠিক থাকে না, সেহেতু প্রতিটি লিফটে ইমার্জেন্সি বেলের সাথে আইপিএস এর সংযোগ থাকা এবং বেলটি সর্বদা ভালো রাখা উচিৎ।
২২ মার্চ ২০১৪ সকাল ১০:৪২
146178
শাহ আলম বাদশা লিখেছেন : সহমত। কিন্তু কে করাবে এই কাজ--সবাই যে নড়বড়ে
201774
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : এই হলো আমাদের স্থাপনারসমূহের অফিস আদালতের অবস্থা! এত গুরুত্বপূর্ণ একটি জিনিস কাজ করছেনা, বিকল হয়ে আছে অথচ কারো খেয়াল নাই!
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৫
151912
শাহ আলম বাদশা লিখেছেন : সলে এদেশটা চলার মত নয় কিন্তু আল্লাহ দয়া করে চালায়
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৫২
151927
সুমাইয়া হাবীবা লিখেছেন : এত দারুন একটা উক্তির জন্য আপনাকে স্যালুট! যা বলেছেন!Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File