হায়রে দেশপ্রেম!
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ২৬ মার্চ, ২০১৪, ০১:৫৪:৫১ দুপুর
আজ আমার প্যারেড গ্রাউন্ডে দেশপ্রেমের পরিচয় দেওয়ার কথা ছিলো।
সেদিন ক্লাসে এসে ম্যাম বলছে,২৬ ই মার্চে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া হবে।কে কে যাইবা,নামটা জমা দিয়ে যেয়ো।আর এটা দেশপ্রেমের পরিচয়,এটা কিন্তু মনে রেখো।
ভাবলাম,সরকারের পাগলামি স্বচক্ষে দর্শন করবো।আজ রেডিওতে খবর শুনতে পাচ্ছি-তরুন প্রজন্মের মাঝে ৭১ এর চ্যাতনা জাগিয়ে দেওয়ার জন্য তিন লক্ষ লোক একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে।
হায়রে চ্যাতনা????
*যে ছেলেটা একলক্ষ টাকার জন্য তার মাকে সুস্হ করতে পারেনা,তার কাছে চ্যাতনা বড় না তার মা বড়?
*যে ছেলেটা টাকার অভাবে পরীক্ষার ফরম ফিলাপ করতে পারেনা,তার কাছে চ্যাতনা বড় না ফরম ফিলাপ বড়?
*যে ছেলেটা টাকার অভাবে তিনবেলা খেতে পারেনা,তার কাছে মুক্তিযুদ্ধের চ্যাতনা কি?
আমাদের দেশের প্রধানমন্ত্রী উন্নত দেশে ঋণ নিতে গেলে ঐ দেশের লোকেরা বলেন-ভিক্ষা নিতে আসছে,তাও আবার দামী গাড়িতে করে।
কেউ কেউ বলেন-গরীব দেশের ধনী প্রধানমন্ত্রী।
এটা দেখে উন্নত দেশেরা লোকেরা কি বলবেন?হয়তো বলবেন-গরীবের ঘোড়া রোগ।জনগন না খেয়ে মারা যায়,আর হ্যাতে মুক্তিযুদ্ধের চ্যাতনা বাস্তবায়নের জন্য ৯০ কোটি টাকা খরচ করে।
*হয়তো আরো বলবে-যে দেশের পাগল প্রধানমন্ত্রীর ডাকে জনগন সাড়া দেয়,ঐ দেশটাই মনে হয় পাগলের দেশ।
এই ৯০ কোটি টাকা দিয়ে কি করা যেতো?
*একলক্ষ লোকের ক্ষুদ্র কর্মসংস্হানের ব্যবস্হা করা যেতো।
*এই টাকা পেলে পাঁচলক্ষ লোক একমাসের জন্য নিশ্চিন্ত হতে পারতো।
প্রধানমন্ত্রী,
আমি জাতীয় সঙ্গীত চাইনা।
আমি দেশপ্রেম চাইনা।
আমি মুক্তিযুদ্ধের চ্যাতনা চাইনা।
আমি আমার মৌলিক অধিকার চাই।
আমি খাবারের নিরাপত্তা চাই।
আমার চিকিৎসা নিশ্চিত করতে চাই।
আমার সুষ্ঠু শিক্ষা চাই।
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন