সত্যি আমি তোমায় ভালবাসি
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ মার্চ, ২০১৪, ০১:৩৫:০৫ দুপুর
সত্যি আমি তোমায় ভালবাসি
স্বাধীনতা তুমি আমার প্রভুর দেওয়া সেরা উপহার,
তাই তোমায় মন প্রান উজাড় করে দেই ভালবাসার হার।
সুজলা সুফলা শস্য শ্যামলা এক দেশ দিলে আমায়,
সবুজ মাঠের সবুজ গালিচায় সবুজ পাহাড়ের গায়,
দেহখানি হেলিয়ে ব্যাথিত বুকের ব্যাথা ভুলাও আমায়।।
পবিত্র স্বাধীনতা,ঐ জালিমরা জুলুম করে তোমার বুক করছে রক্তাত্ত,
প্রতিবেশী দেশের সাথে পরকীয়ায় মত্ত হয়ে তোমায় করছে অপবিত্র ।
আমার সন্তানরা পতাকার মান রক্ষার্থে ঠেলে দিচ্ছে বুকের উষ্ণরক্ত।
জালিমদের দেশ ছাড়া করে তারপর ঘরে ফিরবে বলে মাকে দেয়শর্ত।
মা কেন্দে বুক ভাসায়ে বলে,পতাকার মান রক্ষার্থে হও তোরাঐক্যবদ্ধ।
,বলো স্বাধীনতা কেন ?
তুমি ভাই স্বামী সন্তানকে মেরে পিলখানাকে বানালে গোরস্থান,
অন্ন,বস্ত্র,বাসস্থানের খোজে বৃদ্ধ মা বাবা শিশুদের ফুটপাতে অবস্থ্যান,
স্বাধীন ভাবে সত্য ন্যায়নীতির কথা বলাতে মরছে মজলুমসন্তান,
কোরানের সুন্নাহর পথে ডাকার অপরাধে জেলে নেতাদের বাসস্থান।
বাকস্বাধীনতা কেড়ে নিয়ে পরাধীনতার জিঞ্জিরায় বন্ধি অন্তরস্থান,
তুমি সব কেড়ে নিয়ে করেছ মোদের দেহপ্রানে ক্ষতস্থান।
্তাও বলছি ,সত্যি আমি তোমায় ভালবাসি,
তা বার বার হৃদয়ে কালি দিয়ে লিখে লিখে কলমটা হল ক্লান্ত।
তাই আজকের মত বিদায় জানায়ে লেখা করলাম সমাপ্ত।
বিষয়: বিবিধ
১৭৭১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনো পরাধীনতা গেলোনা
একি শুধু কাগুজে স্বাধীনতা
নাকি স্বাধীনতার প্রহসন
স্বাধীন অভিমত নিষেধ
প্রতিবাদী জনগন দেশদ্রোহী
চারিদিকে না পাওয়ার হাহাকার
গদিতে তৃপ্তির তৈলাক্ত হাসি!
স্বাধীনতা আজ শহীদ মিনারে
লাল সবুজ পতাকার ঘুড়ি
তার নিচে চেতনার বাহাদুরি
সীমান্ত দেয়ালে রক্তের ধারা
নিষ্পাপ দেহের নিথর স্তুপ
প্রতিবাদ করলে অকৃতজ্ঞ জাতী
বন্ধুত্বের দক্ষিনায় জীবন দান
ক্ষমতার লাগি স্বার্থ জলাঞ্জলী!
দাম্ভিক মুখে তৃপ্তির ঢেকুর
যেন বিশ্ব-জয়ের বাহাদুরি।
চল্লিশ বছর গেল-অধিকার এলোনা
স্বাধীন হলো-পরাধীনতা গেলোনা
চল্লিশ বছর গেল-এখনো স্বাধীনতা এলোনা..
ভালো লাগলো ধন্যবাদ অনেক ধন্যবাদ পিলাচ স্বা
তাই আজো বার বার আসছে আমাদের কাছে ভারতের প্রেমপত্র।
স্বাধীন ভাবে বলছে না কথা,
দিদিমনি রাগকরলে কখন যে কি হয় ?
এতো ভয় থাকলে মনে মুমিন কি হওয়া যায়?
তাই আপনি মিশুকে চড়ে ভারত চলে যান।@ভিশু
এর নাম স্বাধীনতা, নাকি ধীনাধীনতা?
আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর মন্তব্যের জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
মন্তব্য করতে লগইন করুন