পাকিস্তান-ভারত ক্রিকেটসহ আরো কিছু কথা।
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ০৬ মার্চ, ২০১৪, ০৭:২৪:৩৪ সন্ধ্যা
প্রায় সাড়ে পাঁচ ঘন্টা দায়িত্বশীল বৈঠক শেষ করে বের হলাম।বের হওয়ার পরেই বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা টেলিভিশন ছেড়ে খেলা দেখা শুরু করলো।ভাব দেখে বুঝলাম,আমার মত এক-দুই জন ছাড়া প্রায় সবাই পাকিস্তানের সাপোর্টার।চিৎকার দিয়ে বললাম-আজকে যারা বাংলাদেশ বাদ দিয়ে পাকিস্তানকে সমর্থন করে,তাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে।
একজন সাবেক দায়িত্বশীল ভাইও বসে ছিলেন।দু-তিন শাখা দায়িত্বশীল আর বাকী সবাই সমপর্যায়ের দায়িত্বশীল।সবাই হা করে তাকিয়ে রইলো।কেউ কিচ্ছু বলেন নাই।
ভাবতে অবাক লাগে,যেখানে পাকিস্তান বা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না বরং অনেক সময় আমাদের ক্ষতি সাধন করেছে,তাদেরকে আমরা আমাদের দেশের বিপক্ষে সমর্থন দিয়ে যাই।
অনেকেই বলবেন,আজ পাকিস্তান হারলে শাহবাগীরা পাকিস্তানকে হেয়-অপমান করতো,তাই শাহবাগীদের বিরুদ্ধে অবস্হান নেয়া কর্তব্য বলে পাকিস্তানকে সমর্থন করছি।
আপনাদের মন্তব্যের জবাব-পাকিস্তানকে সমর্থন করলে কি আপনার সওয়াব হবে?দেশপ্রেম ঈমানের অঙ্গ।রাসুল (সা) যখন মক্কা ছেড়ে মদীনায় হিজরত করছিলেন,তখন বার বার অশ্রুসজল চোখে মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন-কাফিররা আমাকে জোর করে মক্কা থেকে বের করে না দিলে মক্কা ছেড়ে মদীনা যেতামনা।
আর পাকিস্তানকে শাহবাগীরা অপমান করলে আপনার কি আসে যায়?পাকিস্তান কি ইসলামী রাষ্ট্র?নাকি সবাই যথাযথভাবে ইসলাম ধর্ম পালন করে?
এখন মনে হচ্ছে,আজ বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে একজন লোকও খুজে পাওয়া যাবেনা।আজ যদি সংসদে আওয়ামীলীগ ও বিএনপি দেড়শ দেড়শ করে তিনশ এমপিকে প্রশ্ন করা হয়-বাংলাদেশকে পাকিস্তান বা ভারতের অঙ্গরাজ্য করা হবে,কে কোন পক্ষে?একপক্ষ ভারতের পক্ষে ও আরেকপক্ষ পাকিস্তানের পক্ষে অবস্হান নেবে।স্বাধীন বাংলাদেশের পক্ষে মতামত দেওয়ার জন্য একজন এমপিকেও খুজে পাওয়া যাবেনা।
যদি গনভোট নেওয়া হয়,তাহলেও একই ঘটনা ঘটবে।
যে জাতি তার দেশ সম্পর্কে উদাসীন থাকে,নিজ দেশকে বাদ দিয়ে অন্য দেশকে নিয়ে মাতামাতি করে,সেই জাতির কপালে জিল্লতি ছাড়া আর কিছু থাকেনা।
৭১ পূর্ববর্তী সময়ে পাকিস্তানিদের হাতে নির্যাতিত হয়েছি,৭১ পরবর্তীতে ভারতের হাতে নির্যাতিত হচ্ছি।যতদিন বাংলাদেশে একটি শক্তিশালী দেশপ্রেমিক শক্তি গড়ে না উঠবে,ততদিন পর্যন্ত এই জিল্লতি সয়ে যেতে হবে।
(আমার লেখায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত নই)।
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনি যদি পাকিস্তানের ভিসা,পাসপোর্ট,টিকেট ও আনুসঙ্গিক খরচ দিতে পারেন,তাহলে কিছু লোকজনকে পাকিস্তান পাঠিয়ে দিতে পারি।
যাদের বিরুদ্বে পাকিস্তান একটা ইস্যু তাদের অন্তত পাকিস্তান সাপোর্ট করা উচিত না বাংলাদেশের খেলার দিন। তাহলে বিরোধীরা যা বলে তাহা মানুষ সত্যি হিসেবে ধরিয়া নিবে
আফ্রিদির ক্যাচ যখন মুশফিক মিস করছিল তখন কি দেখছিলেন গ্যালারীতে ৫ জন মেয়ের উথাল পাথাল কান্নার অতি নাটক ? তারা কোন দলের সাপোর্টার ছিল বলে মনে করেন ?
ভাইরে আমরা কেউই বাংলাদেশের দালাল না ।
আজকে যদি মিরপুর স্টেডিয়ামে সাকিব খান কনসার্ট করে আর আর্মি স্টেডিয়ামে শাহরুখ অথবা ডিশে এক চ্যানেলে চেন্নাই এক্সপ্রেস আর আরেক চ্যানেলে শাকিবের সাকিব নং ১ দেখাচ্ছে - কোনটাতে যাবেন / দেখবেন ?
মন্তব্য করতে লগইন করুন