হাদীস বিষয়ক জ্ঞানার্জন
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৬ মার্চ, ২০১৪, ০৭:৩৯:১৬ সন্ধ্যা
হাদীসের অর্থ ও তার প্রকারভেদ
প্রথমেই আমরা আলোচনা করব হাদীস সম্পর্কে। حديث শব্দের শাব্দিক ও আভিধানিক অর্থ হচ্ছে: নতুন, অভিনব, কথা, -ইত্যাদি। পরিভাষায় হাদীস বলা হয়,
هو ما اضيف الى النبى صلى الله عليه وسلم. من قول او فعل او تقرير او وصف خلقى و غير خلقى.
অর্থঃ “মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা, কাজ, মৌন সমর্থন বা তার চারিত্রিক ও শারিরিক সৌন্দর্যের বিবরণকে।”
سنة (সুন্নাহ), خبر (খবর), اثر(আসর), ইত্যাদি শব্দও অনেক সময়ই حديث (হাদীস) অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যদিও এগুলোর প্রত্যেকটির ক্ষেত্রেই কিছুটা ভিন্নতা ও বিশেষ অর্থের সম্ভাব্যতা রয়েছে। যেমন, سنة ‘র শাব্দিক অর্থ, পথ, পদ্ধতি, তরীকা। পরিভাষায় سنة বলা হয় :
السنة تطلق على قول رسول الله صلى الله عليه وسلم و فعله و سكوته وعلى اقوال الصحابة وافعاله.
অর্থঃ সুন্নাহ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা কর্ম ও মৌন সম্মতি বুঝায় এবং সাহাবায়ে কিরামদের কথা কর্মকে বুঝায়। তবে সুন্নাহ শব্দটি ফিকাহ এর পরিভাষায় ফরজ ও ওয়াজিবের পরের ইবাদতের ক্ষেত্রে ব্যাবহৃত হয়ে থাকে। যেমন সুন্নত নামায।
خبر শব্দের শাব্দিক অর্থ, النباء বা সংবাদ দেয়া। পরিভাষায় خبر বলা হয়,
هو ما اضيف الى النبى صلى الله عليه وسلم. من قول او فعل او تقرير او وصف خلقى و غير خلقى.
অর্থঃ “মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা, কাজ, মৌন সমর্থন বা তার চারিত্রিক ও শারিরিক সৌন্দর্যের বিবরণকে।” তবে অনেক সময় ঐতিহাসিক ঘটনাবলী বর্ণনার ক্ষেত্রেও খবর শব্দটি ব্যবহৃত হয়ে থাকে।
اثر শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, بقية الشيئ অবশিষ্টাংশ, পদাঙ্ক, প্রভাব। পরিভাষায় اثر বলা হয়ঃ
الاثر ما روى عن الصحابة والتابعين من اقوال و افعال.
অর্থ: “সাহাবী ও তাবেয়ীদের কথা ও কাজকে اثر বলে।”
তবে অনেকে আবার হাদীস ও আসর এর মাঝে পার্থক্য করেন এভাবে যে, কুরআন ও হাদীস থেকে সাহাবীগণ শরীয়ত সম্পর্কিত যে সকল বিষয় উদ্ধৃত করেছেন কিন্তু ঘটনাক্রমে কোন কারণে শুরুতে রাসূলের নাম উল্লেখ করেন নি তাই হলো আসার। উসূলে হাদীসের পরিভাষায় এসকল আসারকে ‘মাওকূফ হাদীস’ বলা হয়।
পরবর্তী লেখা: হাদীসের প্রকারভেদ সমূহ, "আমাদের পর্যন্ত এসে পৌঁছার হিসেবে হাদীস চার প্রকার"
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
চলতে থাকুক।
মন্তব্য করতে লগইন করুন