দূর্ভাগা জাতি..
লিখেছেন লিখেছেন bojrokonTho ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৫:২৪ রাত
দ
মানুষ পাগল হয়ে গেল নাকি? ক্রমেই কি সবাই বিবেক শূন্য হয়ে পড়ছে?
কাল ভাষার দিন।
আজ রাতে বড় সাউন্ড বক্সে হিন্দি গান বাজানোর কি অর্থ?
কাল যাবে শহিদ মিনারে ফুল দিতে।
খালি পায়ে।
নিরবতা পালন করবে।
এসব করলে শহিদ ভাইদের কোন উপকার হবে?
কি করছে? কেন করছে?
এটাই যেন জানা নেই কারো।
এসব কে শেখাল আমাদের?
মুলত শহিদদের জন্য কী করার দরকার ছিল।
সে দিকনির্দেশনাতো ইসলামে আছে।
আমরা পশ্চিমাদের সংস্কৃতিকে এতটা ভালোবেসে ফেললাম কেন?
সব কিছুতেই কেন আমরা তাদের অনুসরণ করছি?
একটু ভাবুনতো।
যে মুহাম্মাদের সংস্কৃতি অসভ্য আরব জাতিকে সোনার মানুষে পরিনত করেছিল।
তাদের সকল সমস্যার সমাধান করেছিল।
মুহাম্মাদের সেই সংস্কৃতির মধ্যে আমাদের সামাজিক, রাজনৈতিক সমস্যার সমাধান নেই?
আছে।
কিন্তু আমরা মেতে আছি বিধর্মীদের সংস্কৃতি নিয়ে।
বুঝে না বুঝে পাগলের মত তাদের অন্ধ অনুকরন করছি।
সত্যি আমরা দূর্ভাগা জাতি..
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন