অলস সন্ধ্যা

লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ০৯ মার্চ, ২০১৪, ০৯:১৭:১২ সকাল

গতকাল কোনো এক অদ্ভুত কারণে পুরো রাত ঘুমিয়েই কাটালাম। ব্যাপারটাকে অদ্ভুত বলছি এ কারণে যে, আমি এই মাসের গত এক রাতেও ভালো ভাবে ঘুমাতে পারিনি। যাক, একটা ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচা গেলো। নিজের উপর নিয়ন্ত্রণ এখনো হারাইনি।

গতকাল সারাদিন প্রায় ঘুমিয়েছি। সন্ধ্যার সময় হেঁটে হেঁটে কাছাকাছি একটা ওভারব্রিজে কিছুক্ষণ দাঁড়ালাম। বাতাসটা গাড়ির কালো ধোঁয়ার গন্ধে ভরপুর। তবে বেশ ভালোই লাগছিল। একটা সাইডের প্রায় সব রিকশা ভর্তি ছিলও অল্প বয়স্ক প্রেমিক-প্রেমিকাদের নিয়ে। দেখলে বুঝা যায়, স্কুল-কলেজের গণ্ডি পেরোনো তাদের পক্ষে এখনও সম্ভব হয়নি। ব্যাপারটা যথেষ্ট হাস্যকর। কারো কাছে এটা রোমান্টিকও বটে। সন্ধ্যাটা একে-অপরের হাত ধরে কাটিয়ে দিবে আর বাসায় গিয়ে বলবে,"আম্মু, আমি তো নাসরিনের বাসায় ছিলাম।" অথবা বলা যেতে পারে,"আব্বু, ফাহিমের আম্মু আন্টিটা এতো ভাল, আমাকে নাস্তা না করিয়ে আসতেই দিলো না!" এই সব ঘটনা গুলোকে "হাউ রোমান্টিক" অথবা "হাউ ফানি" বলা যায়। আমি "হাউ ফানি" ই বলব, "মিথ্যা বলা" ব্যাপারটা হাসাহাসি করার যোগ্য।

বিষয়: বিবিধ

৮৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189193
০৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, এত সুন্দর এতদিন কোথায় ছিল
189230
০৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫২
সজল আহমেদ লিখেছেন : বাহ !একটা উপন্যাসের অংশের মত।
189295
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:০২
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
189402
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৭
সূর্য্য গ্রহণ লিখেছেন : Thank you

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File