۩ ♪♫•*¨*•.¸¸(◕‿◕)¸¸.•*¨♫♪বিশ্বকাপ ফুটবল ২০১৪-র কাউন্টডাউন শুরু : আর মাত্র ৯৬ দিন♪♫•*¨*•.¸(◕‿◕)¸¸.•*¨*•♫♪ ۩
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৯ মার্চ, ২০১৪, ০৯:০৭:৪৪ সকাল
ফেসবুকে বিশ্বকাপ ২০১৪
শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল দু হাজার চৌদ্দর কাইন্ট ডাউন। আর দিন মাত্র ৯৬ পর বসছে ব্রাজিল বিশ্বকাপের আসর। এ উপলক্ষে ফাইনালের ভেন্যু মারাকানা স্টেডিয়াম সেজেছে নতুন সাজে। শেষ করবো সেই খবর জানিয়ে।
দেখতে দেখতেই কাছে চলে এসেছে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪। বর্ষপঞ্জির পাতা আর কাউন্টডাউন টাইমার জানান দিচ্ছে আর মাত্র মাত্র ৯৬ দিন। সেই মহেন্দ্র দিনের অপেক্ষায় ব্রাজিলবাসী।
শুধু ব্রাজিলই নয়, পুরো বিশ্বই অধীর আগ্রহে অপেক্ষা করছে দ্য বিউটিফুল গেইমের দ্য বিউটিফুল ম্যাচগুলোর জন্য। আর সেজন্যই আলোকছটায় উদ্ভাসিত হয়েছে পুরো ব্রাজিল।
আলোর মালা গাঁথা হয়েছে রিও ডি জেনিইরোর প্রশাসনিক ভবনে। বাদ পড়েনি কুবিস্চেক ব্রিজও। ব্রাজিলের রাস্তায় যেন অভাব নেই কোন আলোর।
www.facebook.com/WorldCup2014
সবচেয়ে বেশি ঝলমল করছে মারাকানা স্টেডিয়াম। এখানেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়ে সুষ্ঠুভাবেই শেষ করতে উদগ্রীব হয়ে আছে আয়োজকরা।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন