অবাক-by surjjo

লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪৭:১২ সকাল

খুশি হওয়ার একটা মাত্রা থাকে। এই মাত্রার ঊর্ধ্বে গেলে মানুষ তাঁর খুশিটাকে বোঝাতে পারে না। আমার অবস্থা ঠিক এই রকম। খুশিটা মনে মনেই রইলো। বাসা থেকে চলে এসেছি অনেক দূরে। মানে পায়ে হেঁটে ২০ মিনিট আর রিকশায় চড়ে ৪ মিনিট। একটা চায়ের দোকানে বসে আছি। চা খাবো, তাই। দোকানির চা গুলও কেটলিতে ফুটছে। একটা চা-চা ঘ্রাণ। চা না খেয়েও চায়ের আননন্দ ভোগ করছি। অর্ধেক স্বাদ অধিগ্রহণ। এতে আমার লাভ হবে ১.৫ ভাগ। চায়ের দামে চা আর চায়ের ঘ্রাণ পাচ্ছি। এই খানে আসার একটা উদ্দেশ্য আছে। আম্মু চুল কাটতে বলেছিল। আমি বললাম কাটবনা। জানি যে কাটা উচিৎ। কিন্তু এতদিন মাথার উপরে থাকায় মায়া পড়ে গিয়েছে। চাটা হাতে এলও। একটা কলা আর এক কাপ চা। কলা তো বানরের খাদ্য !!! হা, হা। চিড়িয়াখানায় অনেক ছোটোকালে দেখেছিলাম বানর। লেজয়ালা। কিছুক্ষণ পর একটা ছাউনী ছাড়া অভার-ব্রিজে উঠব। রোদ খাবো। আমার চুলগুলো কাটবো না। ওগুলোও ধীরে ধীরে বড় হবে। আরো বড়, আরো বড়। আমার চুল, দাড়ি, গোঁফ মিলেমিশে একাকার হয়ে যাবে। বনমানুষ হয়ে যাবো। বনমানুষ আর বানর তো এক ই জিনিস , তাই না ??

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File