শিশুর বেড়ে ওঠা

লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২০:০৪ সকাল

বাচ্চাদের বেড়ে ওঠা ৩ টি জিনিসের ওপর নির্ভরশীল।

১. Parenting -বাবা মা ও অন্যান্য অভিভাবকরা বাচ্চাকে কিভাবে বড় করছেন এবং তারা নিজেরা নিজেদের ভেতর কেমন পারস্পরিক আচরণ করছেন ।

২. স্কুল সিস্টেম - শিক্ষক শিক্ষিকার মান ও চরিত্র, কারিকুলাম, বই সহ অনান্য লেখাপড়ার উপাদান, শিশুদের বাবা মায়ের শিক্ষা, সংস্কৃতি ও দর্শন কেমন ।

৩. বন্ধু ও মিডিয়া - বাচ্চারা মিডিয়াতে কি দেখছে ও বন্ধুদের কি করতে দেখছে।

এই তিনটি উপাদান যদি পজিটিভ হয় তবে শিশুর বেড়ে উঠা সুসম হবে। তাই বাবা মায়েদের মনে রাখতে হবে Parenting এর পাশাপাশি অন্য দুটি প্রভাবককেও আমলে আনা জরুরী ।

আর যারা স্কুল নিয়ে কাজ করেন তাদের স্কুল সিস্টেমের পাশাপাশি অন্য দুটি প্রভাবক নিয়েও ভাবতে হবে। এই প্রভাবক গুলা এতটাই interrelated যে প্রত্যেকটা প্রত্যেকটাকে প্রভাবিত করে।

বিষয়: বিবিধ

১৮৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177674
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৯
নূর আল আমিন লিখেছেন : ধন্যবাদ মুল্যবান পরামর্শের জন্য
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৪
130830
কানিজ ফাতিমা লিখেছেন : Happy
177722
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
177737
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৬
দ্য স্লেভ লিখেছেন : সঠিক বলেঠেন...সহমত
177747
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
আহমদ মুসা লিখেছেন : সঠিক বলেছেন। আমিও চেষ্টা করবো আপনার পরামর্শগুলো কাজে লাগাতে।
177964
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : মূল্যবান পরামর্শ। আপনি বোধহয় অনেক দিন পর এলেন আপু। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File