দেখার রকম সকম

লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ২১ জুলাই, ২০১৫, ১০:৩০:৫০ সকাল

"তোমরা চাঁদ দেখে রোজা রাখো ও চাঁদ দেখে রোজা ভাঙ্গ " - বুখারী। বুঝলেন ভাই, চাঁদ দেখে যারা রোজা ও ঈদ করেনা তারা একটা নতুন ফিতনা - সব ইহুদিদের চক্রান্ত।

ভাই, তবেতো বিপদে পরে গেলাম -

কেন ভাই?

আমিতো ভাই জীবনে কোনোদিন চাঁদ "দেখে " রোজাও রাখি নাই , ঈদও করি নাই -

কী বলেন ভাই? তবে কি করেছেন?

আমি তো ভাই চাঁদ "শুনে" রোজা রেখেছি -

মানে ?

মানে আমি টিভিতে চাঁদ উঠেছে শুনে রোজা রেখেছি, জীবনেও নিজ চোখে দেখি নাই।

ওতেই তো হবে।

না ভাই, আপনিই তো বললেন চাঁদ "দেখতে" হবে এবং তা খালি চোখেই দেখতে হবে। না হইলেই ফিতনা। আমি তো ভাই আবার চশমা ছাড়া কিছুই দেখি না। আর আমার মা তো চোখেই দেখে না। মার তো তাইলে জীবনের জন্য রোজা আর ঈদ শেষ।

তাইলে আসেন, একটু ভাবি - আমার মনে হয় এখানে 'চাঁদ দেখা' বলতে 'চাঁদ অনুসারে' বোঝানো হইছে। প্রত্যেকটা মানুষের নিজের চোখে চাঁদ দেখা তো আর সম্ভব হয় না। সব খাওয়া যেমন মুখে হয়না (মার খাওয়া), সব হজম যেমন পাকস্থলীতে হয় না (কথা হজম) তেমনি সব দেখা চোখে হয়না।

বাচাইলেন ভাই। এবার মনেহয় সবাই রোজা আর ঈদ করতে পারবে। আমার অন্ধ মাও পারবে।

বিষয়: বিবিধ

১৪৮৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330942
২১ জুলাই ২০১৫ সকাল ১০:৩৬
কোমকোম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
330943
২১ জুলাই ২০১৫ সকাল ১১:২৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহাহা...
330966
২১ জুলাই ২০১৫ দুপুর ০১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাইলে তো রোজা ঈদ বন্ধ!!!
330967
২১ জুলাই ২০১৫ দুপুর ০১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদেরকে খাওয়াই কাফফারা আদায় করতে হবে!
330977
২১ জুলাই ২০১৫ দুপুর ০২:২০
জ্ঞানের কথা লিখেছেন : ইসলামের একটি বিষয়কে আপনি হাসিতে পরিনত করেছেন দেখে খুব কষ্ট লাগলো।
চাঁদ দেখতে যেমন হবে বলে হাদীস আছে তেমন চাঁদ কেউ দেখলে আর মুসলিম হলে তার স্বাক্ষ্যদিয়েও চাঁদ দেখার কাজ চলবে বলে হাদীস আছে।

এমন ভাবে হাদীসকে হাসির খোরাক না বানালেও পারতেন। ইমাম মালেক (রহ) হাদীসের দারস দেবার আগে ওযু করে নিতেন। অনেকে আছেন রসুল (সা) এর কথা শোনার জন্য বা বলার জন্য অসুস্থ থাকার পরেও বিছানা থেকে উঠতে না পারার পরেও অন্যের সাহায্যে উঠে বসে তার পরে শুনেছেন বা বলেছেন।

হাদিস নিয়ে হাসি ঠাট্টা না করাই উচিত। একটি হাদিসের জন্য মুহাদ্দিসরা মাইলের পর মাইল ভ্রমণ করেছেন। এখনকার দিনে আপানাকে আমাকে প্লেনের টিকেট করে দিলেও মনেহয় আমাদের সে সামর্থ হবে না যে একটি মাত্র একটি হাদিসের জন্য ভ্রমন করা। অথচ তারা উঠের/ঘোরর মাধ্যমে ভ্রমন করতেন।

ইমাম মালেক (রহ) তার ঘড়ের ছাদের লাকড়ি বিক্রি করে দিয়েছিলেন হাদিসের জন্য।

হাদিস কোন হাসির বিষয় নয় বোন। আমার কথা কষ্ট দিলে আমি দুঃখিত।

জাজাকিল্লাহু খায়র।
২১ জুলাই ২০১৫ রাত ১০:১১
273265
কানিজ ফাতিমা লিখেছেন : যারা এ লেখা থেকে এই বুঝেছেন যে এখানে হাসির খোরাক দেয়া হয়েছে তাদের জন্য লেখাটা আবারও পরার ও বোঝার চেষ্টা করার অনুরোধ রইলো। এখানে একটা হাদিসের ব্যাখা দেয়া হয়েছে এবং সঠিক ব্যাখ্যা দেয়ার মাধমে হাদিসটাকে হাসির খোরাক যারা বানাচ্ছেন তাদের হাত হাদিসটাকে বাচানোর চেষ্টা করা হয়েছে। লেখা পরা আর লেখা comprehend করা এক কথা না। ধন্যবাদ
২২ জুলাই ২০১৫ রাত ১২:১১
273274
জ্ঞানের কথা লিখেছেন : আপনারা জ্ঞানী মানুষ। ক বলতে কলিকাতা বোঝান এটি তো সবাই বোঝে না। তাইতো কমেন্টএ হাসির ইমো দেখা যায়।

জাজাকিল্লাহু খায়র।
330979
২১ জুলাই ২০১৫ দুপুর ০২:২৫
হতভাগা লিখেছেন :
আমিতো ভাই জীবনে কোনোদিন চাঁদ "দেখে " রোজাও রাখি নাই , ঈদও করি নাই -



মানে আমি টিভিতে চাঁদ উঠেছে শুনে রোজা রেখেছি, জীবনেও নিজ চোখে দেখি নাই।


০ ছোটকালে বেশীর ভাগ মানুষই চাঁদ দেখার সুযোগ কাজে লাগায় । বড় হয়ে আলসেমীর জন্য সেটা হয়ে উঠে না বিধায় টিভিতে শুনে নেয় ।

তাই ''জীবনেও নিজ চোখে দেখি নাই'' এই কথা বলাটা একটু বাড়াবাড়িই মনে হল।
২১ জুলাই ২০১৫ রাত ১০:১৫
273266
কানিজ ফাতিমা লিখেছেন : আপনার কাছে বাড়াবাড়ি মনে হবে এতে আশ্চর্যের কি আছে। আজ পর্যন্ত আমার লেকে বা আমার নজরেপরেছে এমন কোনো লেখাই আপনার "সারাসী" বিদ্ধ হওয়া থেকে মুক্ত পাইনাই। খুত ধারা যাদের সভাব এ লেখা তাদের জন্য না।
২২ জুলাই ২০১৫ দুপুর ০১:৫৩
273340
হতভাগা লিখেছেন : আপনি মনে হয় পূর্নাঙ্গ বয়স নিয়েই জন্ম গ্রহন করেছিলেন ।
আপনার শৈশবকাল , কৈশর কাল - যেগুলো সাধারনত মানুষের জীবনের ধারাবাহিকতা সেটা ছিল না , ডাইরেক্ট যৌবনকালে দুনিয়াতে এসেছেন । আদম (আঃ) ও বিবি হাওয়া এর মত ।

Very rare piece
330987
২১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৭
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
২১ জুলাই ২০১৫ রাত ১০:১৬
273267
কানিজ ফাতিমা লিখেছেন : ওয়া ইয়াকী Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File