গীবত মূলত শয়তানের ওয়াসওয়াসা!
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২১ জুলাই, ২০১৫, ১১:২৯:৫৫ সকাল
যে সমস্থ কারণে আমার-আপনার দ্বারা গীবত হয়ে যায়!
-
০১) ক্রোধের কারণে।
০২) হিংসার কারণে।
০৩) শত্রুতার কারণে।
০৪) অহংকার ও আত্মগর্বের কারণে।
০৫) কাউকে অপমান করার জন্য।
০৬) কারো কথার সাথে তাল মিলানোর জন্য।
০৭) হাসি-তামাশা ও ঠাট্টাচ্ছলে।
০৮) অন্যের কাজকে খারাপ মনে করার কারণে।
০৯) পার্থিব সম্মান লাভের আশায়।
১০) ধর্মীয় আলোচনা ছাড়া বাজে আড্ডায় সময় দিলে।
গীবত থেকে বাঁচার উপায়-
-
০১) রাগ ও ক্রোধকে সংযত রাখা।
০২) হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা।
০৩) অহংকার না করা।
০৪) অপরকে তুচ্ছ মনে করা।
০৫) অহেতুক ঠাট্টা-বিদ্রুপ না করা।
০৬) যার দোষ তকেই বলা। বা নাম উল্লেখ না করে সংশোধনের উদ্দেশ্যে মানুষকে বলা।
০৭) অনর্থক কথা বলা থেকে বিরত থাকা।
০৮) গীবত সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা।
০৯) আত্মপ্রশংসা থেকে বিরত থাকা।
১০) প্রতিটি কথা রেকর্ড করা হয় একথা মনে রাখা।
১১) চিন্তা-গবেষণা বেশি করা ও কম কথা বলার অভ্যাস করা।
১২) কুরআনের সাথে সময় ব্যায় করা।
১৩) যাচাই-বাছাই করে কথা বলা।
১৪) গীবত প্রতিহত করা এবং তা শুনা থেকে বিরত থাকা।
১৫) গীবতকারীকে বিশ্বাস না করা কেননা গীবত একটি মহাপাপ। গীবতকারী কখনও বিশ্বস্থ হতে পারে না।
১৬) গীবতের কথা অন্যের কাছে প্রচার না করা।
১৭) যার গীবত করা হল তার প্রতি খারাপ ধারণা পোষণ না করা।
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের স্বার্থপড়তাই গিবত এর সৃষ্টি করে।
দাওয়াত রইলো এখানে একটু ক্লিক করে আসবেন। যদিও আপনার মাযহাবে নেই।
মন্তব্য করতে লগইন করুন