গীবত মূলত শয়তানের ওয়াসওয়াসা!

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২১ জুলাই, ২০১৫, ১১:২৯:৫৫ সকাল



যে সমস্থ কারণে আমার-আপনার দ্বারা গীবত হয়ে যায়!

-

০১) ক্রোধের কারণে।

০২) হিংসার কারণে।

০৩) শত্রুতার কারণে।

০৪) অহংকার ও আত্মগর্বের কারণে।

০৫) কাউকে অপমান করার জন্য।

০৬) কারো কথার সাথে তাল মিলানোর জন্য।

০৭) হাসি-তামাশা ও ঠাট্টাচ্ছলে।

০৮) অন্যের কাজকে খারাপ মনে করার কারণে।

০৯) পার্থিব সম্মান লাভের আশায়।

১০) ধর্মীয় আলোচনা ছাড়া বাজে আড্ডায় সময় দিলে।

গীবত থেকে বাঁচার উপায়-

-

০১) রাগ ও ক্রোধকে সংযত রাখা।

০২) হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা।

০৩) অহংকার না করা।

০৪) অপরকে তুচ্ছ মনে করা।

০৫) অহেতুক ঠাট্টা-বিদ্রুপ না করা।

০৬) যার দোষ তকেই বলা। বা নাম উল্লেখ না করে সংশোধনের উদ্দেশ্যে মানুষকে বলা।

০৭) অনর্থক কথা বলা থেকে বিরত থাকা।

০৮) গীবত সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা।

০৯) আত্মপ্রশংসা থেকে বিরত থাকা।

১০) প্রতিটি কথা রেকর্ড করা হয় একথা মনে রাখা।

১১) চিন্তা-গবেষণা বেশি করা ও কম কথা বলার অভ্যাস করা।

১২) কুরআনের সাথে সময় ব্যায় করা।

১৩) যাচাই-বাছাই করে কথা বলা।

১৪) গীবত প্রতিহত করা এবং তা শুনা থেকে বিরত থাকা।

১৫) গীবতকারীকে বিশ্বাস না করা কেননা গীবত একটি মহাপাপ। গীবতকারী কখনও বিশ্বস্থ হতে পারে না।

১৬) গীবতের কথা অন্যের কাছে প্রচার না করা।

১৭) যার গীবত করা হল তার প্রতি খারাপ ধারণা পোষণ না করা।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330953
২১ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর ও গুরুুত্বপূর্ন পোষ্ট, অনেক ধন্যবাদ।
২২ জুলাই ২০১৫ সকাল ১০:৪১
273300
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।
330968
২১ জুলাই ২০১৫ দুপুর ০১:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আমাদের স্বার্থপড়তাই গিবত এর সৃষ্টি করে।
২২ জুলাই ২০১৫ সকাল ১০:৪১
273301
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু। আল্লাহ আমাদের এই কঠিন গুনাহ হাতে হেফাজত করুন।
330973
২১ জুলাই ২০১৫ দুপুর ০২:১৩
জ্ঞানের কথা লিখেছেন : আসসালামু আলাইকুম। অনেক উপকারি জ্ঞানের কথা লিখেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

দাওয়াত রইলো এখানে একটু ক্লিক করে আসবেন। যদিও আপনার মাযহাবে নেই।
২২ জুলাই ২০১৫ সকাল ১০:৪২
273302
নেহায়েৎ লিখেছেন : ওয়াআলাইকুম সালাম। বারাকাল্লাহুমা ফিকুম। জি ঘুরে আসলাম।
২২ জুলাই ২০১৫ সকাল ১০:৪২
273303
নেহায়েৎ লিখেছেন : আমার মাযহাব ইসলাম।
২২ জুলাই ২০১৫ সকাল ১১:৩৮
273306
জ্ঞানের কথা লিখেছেন : আমারো। জাজাকাল্লাহু খায়র।
330974
২১ জুলাই ২০১৫ দুপুর ০২:১৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক সুন্দর পোস্ট। ভালো লাগলো। আরো লেখা চাই, ধন্যবাদ।
২২ জুলাই ২০১৫ সকাল ১০:৪৩
273304
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান। জি ইনশা আল্লাহ চেষ্টা করব।
330975
২১ জুলাই ২০১৫ দুপুর ০২:১৭
হতভাগা লিখেছেন : এই যে শেখ হাসিনার সরকার নিয়ে উল্টা পাল্টা কথা বলেন বেচারীর অনুপস্থিতিতে - সেটা কি গীবত হয় না !
২২ জুলাই ২০১৫ সকাল ১০:৪৪
273305
নেহায়েৎ লিখেছেন : ৬ ব্যাক্তির ক্ষেত্রে সমালোচনা জায়েজ। রাষ্ট্রপ্রধান তার মধ্যে একজন। তবে এটা হতে হবে বিশেষ ক্ষেত্রে।
২২ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৬
273339
হতভাগা লিখেছেন : মজলুম যদি জুলুমবাজের অনুপস্থিতিতে তাকে নিয়ে চিল্লা ফাল্লা করে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File