ইতিহাস যুগে যুগে

লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ১২ এপ্রিল, ২০১৫, ০৬:৩৯:৪৫ সকাল

সভাসদ, রাজ বরেন্যগণ, সম্মানিত বিচারপতি আর সাধারণ জনগনে গম গম করছে রাজসভা।

পিঠ মুরে দু'হাত বাধা দুই আসামী - দেখতে সম্পূর্ণ ভিন্ন। তবুও দু'জনই আসামী।

একজন সম্য চেহারার, চোখে মুখে সততা আর পবিত্রতা।

অন্যজন বন্য - খুন, রাহাজানি আর ধর্ষণের দায়ে বহু পরচিত কুখ্যাত -

রাজা সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন-

"এদের যেকোনো একজনকে মুক্তি দেয়া হবে, আর অন্যজনকে ফাসীতে ঝোলানো হবে। সিদ্ধান্ত তোমাদের। "

সবাই সমস্বরে- "বন্যকে মুক্তকরে দাও আর ওকে ফাসীতে ঝুলাও "

"কেন?" রাজার প্রশ্ন

"বন্য কুপিয়ে প্রকাশ্য খুন করে তাতে সমস্যা নেই , সে আমাদের মেয়েদের ধর্ষণ করে সমস্যা নেই, সে আমাদের সম্পদ লুট করে সমস্যা নেই - কিন্তু ওই ব্যক্তি আমাদের বাপ-দাদার চেতনা বিরোধী। ওকে ফাসীতে ঝুলাও।"

মুক্ত হলো বন্য - ফাসীতে ঈসা (আHappy

বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314401
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হত্যা করা যায়। কিন্তু সত্য কে মিথ্যায় পরিনত করা যায়না।
314408
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! যুগে যুগেই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে রক্ত বিলাতে হয়েছে, আমরা তো সেই উত্তরসূরী! ভয় নেই, এই রক্তের বিনিময়ে, এই কোরবানির বিনিময়ে জান্নাতের ওয়াদা আছে.....আল্লাহ কবুল করুন এই রক্ত এই কোরবানি! আর আল্লাহর ওয়াদা মত জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন! আমিন ছুম্মা আমিন!
314416
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৯
নূর আল আমিন লিখেছেন : সত্য মরেনা কখনো
314429
১২ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪২
আবু জান্নাত লিখেছেন : ইমানদারের জান মাল তো আল্লাহ তায়ালা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। যার কিনা (খরিদকৃত) বস্তু সে নিয়ে গেছে। আর বিনিময়ে জান্নাতের ওয়াদা। আল্লাহ তায়ালার চেয়ে কে বেশী সত্যবাদী? নিশ্চয়ই আল্লাহই সত্যবাদী। জাযাকিল্লাহ খাইর
314468
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File