কার পিছনে ছুটছো ও যুবক ?
লিখেছেন লিখেছেন কাজি সাকিব ১১ জুন, ২০১৪, ১২:১২:২২ দুপুর
রাষ্ট্রের অন্য সকল সংগঠনগুলো যখন ব্যস্ত স্বজাতির রক্ত পানে,যখন তারা ব্যস্ত টেন্ডারবাজিতে,যখন অন্যরা ব্যস্ত সৃষ্টির সেরা জীব মানুষকে আগুনে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলতে,যখন তারা ব্যস্ত প্রভাব প্রতিপত্তি বিস্তারে আর মাদক ব্যবসায়
ঠিক তখনি
মানুষ গড়ার কারিগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্যস্ত সমাজের পরিবর্তনে,শিবির ব্যস্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়,শিবির ব্যস্ত সমাজের মেধাবীদের হিন্দু-মুসলিম নির্বিশেষে সংবর্ধনা প্রদানের মাধ্যমে যার যার ক্ষেত্রে সর্বোচ্চ আত্মনিয়োগ করার অনুপ্রেরণা দানে !
তবুও কি তোমাদের বোধদয় হবে না ?
ও যুবক কার পিছনে ছুটে ছুটে নিজের জীবণকে বরবাদ করে দিচ্ছো?
কার পিছনে ছুটে ছুটে দুনিয়া-আখিরাত সব ধ্বংস করে দিচ্ছো ?
সময় আছে আজো,ঐ তাগুতের কপালে লাথি মেরে ফিরে আসো ইসলামের দিকে!
ব্যক্তিগত,পারিবারিক,সামাজিক,রাষ্ট্রীয়,আন্তর্জাতিক সকল উন্নতির একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম ও ইসলামী আন্দোলন!
বিষয়: বিবিধ
৭৫৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাল্লাহ সকলকে সচেতনের এ চেষ্টা অব্যাহত থাকবে আপনাদের প্রেরণায়!
সে কারণেই আমাদের উচিত কার্যক্রমের পাশাপাশি প্রচারের প্রতিও গুরুত্ব দেয়া!
মন্তব্য করতে লগইন করুন