সাঈদী পুত্রের অবিস্মরনীয় বিজয়ঃচেতনা ব্যবসায়ীদের ফেরী করা চেতনা কি লোকে আর কিনছে?

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ২৪ মার্চ, ২০১৪, ০৮:৫০:০৮ সকাল



প্রায় সময়ই একটি বিতর্ক শোনা যায় ডিম আগে না মুরগী আগে!এ প্রশ্নের উত্তর নিয়ে অনেক দ্বিমত থাকলেও এ ব্যাপারে নিশ্চয় কোন দ্বিমত নেই যে বাবা আগে না ছেলে আগে!

ঠিক তেমনি বাবার জ্ঞ্যান বেশি তাঁর সময়কার কোন ঘটনা সম্পর্কে নাকি সে ঘটনার ৪০ বছর পরে জন্ম নেয়া আর ফেরীওয়ালাদের কাছে ভূতের গল্পের ন্যায় কাল্পনিক গল্প শুনে বড় হওয়া পুচকের জ্ঞ্যান বেশি তা নিয়েও কারো দ্বিমত থাকার কিছু নেই।



প্রসংগের উত্থাপন যে কারণে তা আর কিছুই নয় আজকের উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে!



আজকের নির্বাচনে আওয়ামী লীগ বরাবরের মত তাদের পিতার স্বপ্ন অনুযায়ী সীমাহীণ ভোট ডাকাতি আর তান্ডবের মাঝেও #চৌদ্দ_হাজারের মত বিশাল ব্যবধানে আওয়ামী সমর্থিত প্রার্থীকে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় হারিয়ে একজন ব্যক্তি আজ #চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন!

http://www.newsevent24.com/?p=118662

যিনি নির্বাচিত হয়েছেন তিনি আর কেউ নন,তিনি হচ্ছেন তথাকথিত যুদ্ধাপরাধ নামক একটি কল্পিত অভিযোগে যাকে ইতিমধ্যেই জালিয়াতির মাধ্যমে ক্যাঙ্গারু ট্রাইবুনাল কর্তৃক ইতিমধ্যে যেই আল্লামা সাঈদীকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে তারই পুত্র জনাব মাসুদ সাঈদী!



http://www.newsevent24.com/?p=118744

তার চাইতেও বড় ব্যাপার যেটি তা হচ্ছে তিনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেটি বাংলাদেশের বাইরের কোন উপজেলা নয়,তিনি সেই উপজেলা থেকেই নির্বাচিত হয়েছেন যে উপজেলায় ৭১ সালে আল্লামা সাঈদীর বিপক্ষে গ্রাম উজাড় করে দেয়ার কাল্পনিক গল্প যুদ্ধাপরাধ বিচারের নামে আমরা এতদিন শুনেছি আর একদল বিরিয়ানী খোর শাহাবাগীদের ম্যাতকার দেখেছি!

জনাব মাসুদ সাঈদী দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আব্দুল খালেক গাজী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬১৫ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১৪ হাজার ৪৬২।



http://www.newsevent24.com/?p=118707

আজ তোমাদের কাছে প্রশ্ন আল্লামা সাঈদী যদি ৭১ সালে সেই পিরোজপুরের জিয়ানগর উপজেলার হিন্দু অধ্যুষিত পারেরহাট,নলবুনিয়া সহ অন্যান্য এলাকায় শত-সহস্ত্র লোক মেরেই থাকেন তবে আজ তাদেরই আত্মীয় স্বজনেরা কি কারণে আল্লামা সাঈদীপুত্রকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে বিজিত করলো???





২০১৩ সালের ১৯ শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, "দেখে যান, পিরোজপুরের মানুষও সাঈদীর রায় কার্যকর চায়।"

সেদিন জনগণের চাওয়া দেখতে অনেকেই পিরোজপুরে যেতে পারিনি।

গতকাল ছিল পিরোজপুরে উপজেলা নির্বাচন। জনগণের চাওয়া প্রতিফলিত হওয়ার দিন।

শত প্রতিকুলতার মধ্যেও সাঈদী সাহেবের ছেলে আওয়ামীলীগের প্রার্থীর চেয়ে চার গুনেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।



তোমাদের পছন্দ হোক বা না হোক এক দিনের সাময়িক ক্ষমতা পেয়ে পিরোজপুরবাসীরা তাদের সত্যিকারের চাওয়া জাতিকে জানিয়ে দিল।



জানি কি বলবে তোমরা!গর্বিত তোমাদের জন্যঃযে গ্রামের সাধারণ মানুষ নিধনের অভিযোগ আল্লামা সাঈদীর বিপক্ষে তা সে গ্রামের মানুষ না জানতে পারলেও ২০০০ সালে জন্ম নিয়ে ফিডার ছেড়েই বিরিয়ানী খেতে খেতে আজ তোমরা কত কি জেনে ফেলেছো!!!!

বিষয়: বিবিধ

৩১৭৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196930
২৪ মার্চ ২০১৪ সকাল ০৯:২৭
হতভাগা লিখেছেন : http://www.somewhereinblog.net/blog/dalal007007/29935071#c10511184

সামুতে মাতম শুরু হয়ে গেছে
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
147174
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ!
মাতম শুরু করেই আর কি লাভ?
সত্য উন্মুক্ত হবেই;আজ কিংবা কাল!Smug Smug
196932
২৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৬

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : কারচুপি-ভোট ডাকাতির নির্বাচন মানি না- দাবি জামাত ও বিএনপির।
২৪ মার্চ ২০১৪ সকাল ১০:৩৭
147021
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ!
ভোট ডাকাতির মহোৎসবের এ নির্বাচন আমিও মানি না!ভোট ডাকাতি হয়েছে বলেই জিয়ানগরে আওয়ামী প্রার্থী ৬০০০ হাজার ভোট পেয়েছে নাহয় ১০০০ ও পেত না!

http://www.newsevent24.com/?p=118498
196943
২৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : ২০১৩ সালের ১৯ শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, "দেখে যান, পিরোজপুরের মানুষও সাঈদীর রায় কার্যকর চায়।"
২৪ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
147244
কাজি সাকিব লিখেছেন : হাসিনা নামক মানুষটি যতগুলো কথা বলেন সবগুলো মিথ্যা বলেন!
তিনার জন্য একটি বাক্যই প্রযোজ্য,"সারা জীবণ কইলাম না হাছা কথা,আজকা নি কমু মিছা কথা?''
196990
২৪ মার্চ ২০১৪ সকাল ১১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জনগন জবাব অবশ্যই দেবে উপযুক্ত সময়ে। কিন্তু ক্ষমতার গরমে জনগনের কথা কেউ সময় থাকতে বুঝতে পারেনা।
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:১৬
147389
কাজি সাকিব লিখেছেন : ইনশাল্লাহ!জালিমের পতন অবশ্যম্ভাবী!
197014
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৭
হতভাগা লিখেছেন : অতিরিক্ত চেতনার বড়ি খাওয়াই কাল হয়েছে ।
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
147898
কাজি সাকিব লিখেছেন : একারণেই গুণীজনেরা বলেন খাল বেশি কেটো না,কুমির চলে আসবে যে!
197063
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫০
আল সাঈদ লিখেছেন : ভালো ইনফরমেশন।
কুকুরদের যতই অংক শিখান তাদের শিখাতে পারবেন না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File