কুকুরের লেজ কোনদিন সোজা হয়না!

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ০২ মার্চ, ২০১৪, ১১:২৫:২০ রাত



কুকুরের লেজ কোনদিন সোজা হয় না!

এই সেই আওয়ামী অবৈধ সরকারের আজিব ধরনের গাঞ্জুটে এক সমাজকল্যাণ মন্ত্রী(!) যিনি মঞ্চে উঠলেই বিড়ি খাওয়ার নেশায় ধরে যায়!



আগেরবার স্কুল বাচাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশ্যে মঞ্চে বসে একের পর সিগারেট টেনে কুখ্যাতী অর্জন করে মেকি ক্ষমা প্রার্থনা করার পরে আবারো সেই একই কাহিনী।চোরে না শোনে ধর্মের কাহিনী!



তবে ইদানিং অনককে বলতে শুনি যে কুকুরেরাও নাকি তাদের আওয়ামী লীগের সাথে তুলনা করাতে তীব্র নিন্দা আর প্রতিবাদ জানিয়েছে!



তাই আজ অনেকের কাছে দাবি উঠেছে তথাকথিত এই সমাজকল্যাণ মন্ত্রীর জন্য একটি বিড়ি মঞ্চ বানিয়ে দেবার যেখানে সে শুধু ধুম্রপানই করে যেতে পারবে কারণ যা বুঝা গিয়েছে এই কদিনেই যে উনার দ্বারা আর যাই হোক ধুম্রপান ব্যতীত আর কিছুই হবে না,সামজকল্যাণতো অনেক দুরের ব্যাপার!

বিষয়: বিবিধ

১৯৬১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185769
০২ মার্চ ২০১৪ রাত ১১:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সাবাস বেটা দে টান ,, Cheer Cheer Cheer Music Music
০২ মার্চ ২০১৪ রাত ১১:৪৬
137630
কাজি সাকিব লিখেছেন : মুন্ত্রী হয়তো ভাবছেন বিনা নির্বাচনে মন্ত্রী হয়েও যদি বিড়ি টানতে না পারি গাঞ্জার আসর শুরু করবো কিভাবে???Crying Love Struck
185951
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:২৭
সজল আহমেদ লিখেছেন : হু
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:৩১
137819
কাজি সাকিব লিখেছেন : Applause Love Struck
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:৩১
137820
কাজি সাকিব লিখেছেন : Applause Love Struck
186133
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৭
হতভাগা লিখেছেন : পাশে বসা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুখের চেহারা বলে দিচ্ছে তারা মন্ত্রী মহোদয়ের এই কাজে নিজেরা খুব গর্বিত বোধ করছেন ।
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
137955
কাজি সাকিব লিখেছেন : Applause তারা হয়তো ভাবছে মন্ত্রী পাপেই হোক আর গুণেই হোক আমাদের ছবি যাচ্ছে দেশ থেকে দেশান্তরে,সুতরাং আপাতত একটা ক্লোজ আপ হাসি দিয়ে দেইTongue Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File