কখন স্বাধীনতা যুদ্ধ আর কখন বিচ্ছিন্নতাবাদ?

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১৪:০২ সন্ধ্যা



কিছুদিন আগেই ১০ ট্রাক অস্ত্র মামলার রায় দেয়া হল যেখানে বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হয়েছে!

রায় কতটা যৌক্তিক হয়েছে কিংবা আসামিরা সত্য সত্যই কি দোষী সাব্যস্ত হয়েছেন কিনা তা নিয়ে ভাবতে আমি মোটেও ইচ্ছুক নই কারণ যে সরকারের আমলে ভিক্টিমদের আপন ভাই,স্ত্রী,মা,বাবাসহ নিকটাত্মীয়রা অভিযোগের সাথে যার বিচার হচ্ছে তিনি জড়িত নয় বলার পরেও তার ফাঁসি হয়ে যায় সে সরকারের বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলার রুচি এখন আর নেই!

তাই যদি ধরেই নেই ১০ ট্রাক অস্ত্র মামলায় সকল কিছু প্রমাণিত হয়েছে তবে তারই প্রেক্ষিতে একটি কথোপকথনঃ

তা ১০ ট্রাক অস্ত্র মামলায়তো নিজামী,বাবরদের ফাঁসি দিল,তোমার কি মতামত?

তাই নাকি ভাই?তা সে অস্ত্র দিয়ে কতজনকে মারা হয়েছিল?

মারা হয় নাই!সেগুলো যাচ্ছিল ভারতে উলফার কাছে!

খাইছে,তো এই উলফারা আবার কারা?

ওম্মা উলফা কারা জানো না?বিচ্ছিন্নতাবাদী,বিচ্ছিন্নতাবাদী!

ঠিক বুঝলাম না ভাই,ওদের উদ্দেশ্য কি?

আরে ভারতের যে ৭টি অঙ্গরাজ্য আছে যারা ভারত থেকে আলাদা হয়ে যেতে চায় যাদের সেভেন সিস্টারস বলা হয় তাদের একটি অংশের একটি সংগঠন রয়েছে উলফা নামে যারা সশস্ত্র হামলার মাধ্যমে ভারত থেকে আলাদা হয়ে যেতে চায়!

আচ্ছা!তার মানে তারা স্বাধীনতা চায়?তারা মুক্তিযুদ্ধ করতে চায়?

ভাইয়ের চেহারা ফ্যাকাসে আকার ধারন করলো,ললাটে চিকন ঘামের রেখা দেখা দিল। At Wits' End At Wits' End At Wits' Endতার মাঝেই তিনি কিছুটা বিব্রতস্বরে জবাব দিলেন না মানে তুমি এর সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক দেখছো?

আমি বললাম আরে ভাই আমাদের পুর্বপুরুষেরা ১৯৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে আলাদা রাষ্ট্র বাংলাদেশ গঠনের লক্ষ্যে সশস্ত্র যুদ্ধ করেছে যার নাম মুক্তিযুদ্ধ।তাহলে ঐ উলফা না কি টুলফা তারা যদি ভারত থেকে আলাদা হয়ে নিজেদের একটি আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কিছু করতে চায় তবে তাকে আপনি বলছেন বিচ্ছিন্নতাবাদ,আপনি তাকে বলছেন হামলা।অদ্ভুত, তারা কেন মুক্তিযোদ্ধা হবে না?

না না,এটা ঠিক নয়।মানে আ,ই,অ,ঔ... Love Struck

ভাই থামেন!আমরা করলে সেটা হবে মুক্তিযুদ্ধ আর আরেকজন করলেই সেটা হয়ে যাবে বিচ্ছিন্নতাবাদ এসব ধান্দাবাজি বাদ দেন!এত মনুষত্যের গল্প শোনান,বলেন মানুষের ধর্ম নাকি আগে মানব ধর্ম তাহলে সে মানুষ হিসেবে নিজের জন্য যা ভালো মনে করেন আরেকজন মানুষের জন্য তা ভালো মনে করছেন না কেন?নিজের জন্য আলাদা হবার যুদ্ধকে যদি মুক্তিযুদ্ধ মনে করেন তবে আরেকজন মানুষের আলাদা রাষ্ট্রের দাবীকে কেন বিচ্ছিনতাবাদ বলছেন?ঐসবই তাহলে শুধু স্লোগান?

তাহলে তুমি কি বলতে চাও তারাও মুক্তিযোদ্ধা?

আমরা যদি আমাদের পুর্বপুরুষ যারা ৭১ এ আলাদা রাষ্ট্রের লক্ষ্যে যুদ্ধ করেছেন তাদের নিয়ে গর্ব করতে পারি যে তারা একজন মুক্তিযোদ্ধা তবে এরাও মুক্তিযোদ্ধা!আর সে হিসেবে নিজামী,বাবর উনারা যদি সত্যই তাদের অস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকেন তবে তাদের ধন্যবাদ পাওয়া উচিত আপনাদের কাছ থেকে কারণ তারা ৭১ এ তারা যে ভাঙ্গনের বিরোধীতা করেছিল এবং আপনাদের গালাগালির মুখোমুখি হতে হয়েছে তারা আজকে আমাদের প্রতিবেশি ভাইদের আলাদা স্বাধীন হতে সাহায্য করছে!

ঠিক যেমনিভাবে ৭১ এ ভারত আমাদের সাহায্য করেছিল সামরিকভাবে যার জন্য আজকেও তাদের সকল অন্যায় আমাদের কাছে মধুর লাগে!

তাহলে কি তাদের শাস্তি দেয়াটা ঠিক হয় নাই তুমি বলছো?

অবশ্যই,তারা আসলেই দোষী কি দোষী নয় সে আলোচনায় না হয় নাই গেলাম,কিন্তু স্বাধীনতার স্বপক্ষের(!) একটি সরকার কি করে আরেকটি গোষ্ঠীর স্বাধীনতায় বাধা দেয়?আজকে যদি ভারতের নতুন কোন সরকার এসে ৭১ এ যেসকল ভারতীয় অফিসার বাংলাদেশকে সামরিকভাবে অস্ত্র দিয়ে এমনকি নিজেরা যুদ্ধ করে সহযোগিতা করেছে তাদের ফাঁসি দিতে চায় তখন আপনি কি বলবেন?এত ধান্দা কেন আপনাদের?একই বিষয় নিজেদের খেয়াল খুশি মত একেকভাবে সাজান কেন বারবার?

আর তারা যদি সহযোগিতা না করে থাকেন,শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বাস্তবায়নের লক্ষ্যে রায় দেয়া হয় তাহলেতো কথাই নেই!যেমন নিজামীর বিপক্ষে অভিযোগ হচ্ছে যে জেটি দিয়ে অস্ত্র আনা হয়েছে তা সার কারখানার যে সার কারখানা শিল্প মন্ত্রনালয়ের অন্তর্ভুক্ত !যেহেতু সে সময়ে নিজামী শিল্প মন্ত্রী ছিলেন সেহেতু অপরাধ প্রমাণিত!

বাহ দারূণ!ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে ঢাকার মিরপুরে একটি বাসায় কিছু অস্ত্র পাওয়া গিয়েছে আর সে বাসাটি হচ্ছে রাজউকের অধীনের,সুতরাং সে অস্ত্রের সাথে রাজউক চেয়ারম্যান জড়িত তা প্রমাণীত!আমাদের আক্কেলও সেই রকম!

তো একটি ঘটনা ঘটলে তার দায়িত্ব সে সময়ের সরকার এড়ায় কিভাবে?

খুবই ভালো কথা!দায়িত্ব এড়াতে না পারার মানে এই নয় যে যাকে খুশি তাকে হাস্যকরভাবে অভিযোগের সাথে সম্পৃক্ত বলে ফাঁসি দিয়ে দিব!আর তারা যেমন দায়িত্ব এড়াতে পারে না ঠিক তেমনিভাবে বিডিআর বিদ্রোহের নামে যে আমাদের গর্ব সেনাবাহিনীর ৫৭ অফিসারকে হত্যা করা হয়েছে তার দায়ও কিন্তু হাসিনা এড়াতে পারে না,সুতরাং আশা করি হাসিনার ফাঁসির দাবীও একই সাথে তুলবেন!

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File