ফুলেল রাজ্য, অতঃপর
লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২২:১৫ দুপুর
বিদায় বেলায় বলেছিলাম,
ভালো থাকিস, এই আরেকটু...
তিনি চাইলে বিজয় আসবেই।
আরেকটু ধৈর্য্য, একটু কষ্ট,
কষ্টে - সৃষ্টে বেঁচে থাক,
তিনি চাইলে বিজয় আসবেই।
তারপর পাঁচ, সাত, আট দিন
জীবন নামের যুদ্ধ অন্তহীন।
কেমন আছে আমার নয়নতারা?
আমার সে সন্ধ্যামালতী, রঙ্গন?
আমার নাম না জানা ফুলটার
করেছিল নাম না জানা অসুখ
ভালো আছিস তো? বেঁচে আছিস?
কচি তেতুল পাতা! তোর কি খবর?
একটু ধৈর্য্য ধর, একটু সবর।
তিনি চাইলে বিজয় আসবেই।
জানিস তোরা? আমি বড্ড স্বার্থপর!
তোদের ছেড়ে কাটিয়ে দিচ্ছি প্রহর।
শুধু তোরা না, ঋণ করা কিছু বই,
মালিকের কাছে যাওয়ার ব্যাকুলতায়
কেঁদেই যাচ্ছে; তোদের একটু পাশেই।
আসলেই আমি বড় বেশী স্বার্থপর!
অনিরাপত্তায় কাঁপছে কত নারী- নর!
আর আমি! তোদের কথা ভেবে ভেবে;
কিন্তু আর না! আর ভাবব না। একটুও না।
পারলে ক্ষমা করিস; ক্ষমা করিস।
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন