গণজাগরণ মঞ্চ আজ একা কেন? কোথায় আজ জাফর ইকবাল শাহরিয়ার কবির?

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০৬ এপ্রিল, ২০১৪, ০৬:৫৮:৫৪ সন্ধ্যা



প্রথমে ছাত্রলীগ-যুবলীগ এর হাতে তারপর পুলিশ এর হাতে পিটুনি খেলো গণজাগরণ মঞ্চ। কিন্তু কেন? আমরা দেখেছি এই গণজাগরণ মঞ্চে একসময় ছাত্রলীগ-যুবলীগ সহ আরও অনেক ছাত্রসংগঠন মিলামিশে একসাথে কাজ করেছে কিন্তু আজ এমন কি হল যে তাদের মধ্যে এ বিরোধ? আকাশে অনেক কথাই ভেসে বেড়াচ্ছে। একদিকে শোনা যাচ্ছে ক্ষমতার দন্ধ আবার অন্যদিকে শোনা যাচ্ছে টাকা ভাগাভাগি নিয়ে দন্ধ। যে মিডিয়া এক সময় তাদের নিয়ে হেড লাইন করত সেই মিডিয়া আজ তাদেরকে প্রথম পৃষ্টায় জায়গা দিতে কার্পণ্য করে। যে পুলিশ ২৪ ঘন্টা প্রটেকশন দিয়েছে সেই পুলিশ আজ তাদেরকে দূরদূর করে তাড়িয়ে দিচ্ছে। এমনকি ইমরান এইচ সরকার যেকিনা গণজাগরণ মঞ্চের কান্ডারী তাকেই ঐ মঞ্চেরই এক অংশ অবাঞ্চিত ঘোষণা করেছে। শুধু কি তাই? যে জাফর ইকবাল দুই দিন পরপর সেই সিলেট থেকে গণজাগরণ মঞ্চে ছুটে আসতেন সেই জাফর ইকবালও আজ নিরব। কিন্তু কেন? যেই শাহরিয়ার কবির যিনি গণজাগরণ মঞ্চকে নিজের ঘরবাড়ি বানিয়ে নিয়েছিলেন সেই শাহরিয়ার কবিরও আজ নীরব। কিন্তু কেন? তবে কি গণজাগরণ মঞ্চের প্রয়োজন ফুরিয়ে গেছে? যেই মঞ্চ একদিন কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন দেখানো কি শেষ? কিসের দ্বন্ধে আজ গণজাগরণ মঞ্চ মূখ থুবড়ে পড়ল? আমি আশা করেছিলাম জাফর ইকবাল, শাহরিয়ার কবির গণজাগরণ মঞ্চের এই ক্রান্তিকালে পাশে এসে দাড়াবেন কিন্তু তাদের কোন চিহ্নই খুজে পাওয়া যাচ্ছে না। তারা আজ এক অজানা কারণে উধাও হয়ে গেছেন। ছত্রলীগ এমনও অভিযোগ করেছে, গণজাগরণ মঞ্চ বিভিন্ন জামাতি প্রতিষ্ঠান থেকে টাকা নিচ্ছে তাই তারা নিজেদের গণজাগরণ মঞ্চ থেকে সরিয়ে নিয়েছে। তারা এমনও দাবি করেছে যে, সেদিন ছাত্রলীগ বা যুবলীগ গণজাগরণ মঞ্চে হামলা করেনি। এটা ছিল তাদের নিজেদের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল।

অপরদিকে গণজাগরণ মঞ্চের অভিযোগ সেদিন ছাত্রলীগ যুবলীগই গণজাগরণ মঞ্চের উপর হামলা করেছিল। কারণ লক্ষ কন্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের নিকট থেকে টাকা গ্রহণের বিরোধিতা করা।



তবে এটা স্পষ্ট গণজাগরণ মঞ্চ আজ মোটা দাগে দুই ভাগে বিভক্ত। এক অংশে আছে ইমরান সমর্থিত গ্রুপ এবং অন্য অংশে ছাত্রলীগ-যুবলীগ সমর্থিত গ্রুপ। হয়ত আমাদেরকে সামনে আরো অনেক কিছু দেখতে হতে পারে। এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।



গণজাগরণ মঞ্চের আরেকটি বড় অবদান দেশের তরুণ সমাজকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া। আজ দেশের তরুণ সমাজ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। আর এর ফলেই জন্ম নিয়েছিল হেফাজতে ইসলাম।



যে সরকার একসময় গণজাগরণ মঞ্চকে শেল্টার দিয়েছিল সেই সরকারের কাছে আজ গণজাগরণ মঞ্চ গলার কাঁটা হিসেবে দেখা দিয়েছে। এই গণজাগরণ মঞ্চের কারণেই সরকারকে বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছে। গণজাগরণ মঞ্চের কতিপয় ব্লগার এর অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই হেফাজতে ইসলামের মত সংগঠনের আবির্ভাব হয়েছিল। গণজাগরণ মঞ্চ প্রথম থেকেই যদি একটু সতর্ক হতো তবে হয়তো অনেক অনাকাংখিত ঘটনা এড়ানো সম্ভব ছিল।



তবে যে যাই বলুক এটা স্বীকার করতেই হবে গণজাগরণ মঞ্চের বিদায় ঘন্টা বেজে গেছে। আজ গণজাগরণ মঞ্চের পাশে কেউ নাই। না মিডিয়া, না শাহরিয়ার কবির, না জাফর ইকবাল, না রোকেয়া প্রাচি। সেদিন হয়ত খুব বেশি দেরি নাই যেদিন গণজাগরণ মঞ্চের স্থান হবে ইতিহাসের আস্তাকুড়ে।





বিষয়: বিবিধ

১৫৮৬ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203408
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
ভিশু লিখেছেন : মঞ্চ যদি ভেঙে যায় যাক, যাক, কিছু বলবো না...তোমার যাবার বেলা আমার ঘৃণার কথা তুলবো না... Thumbs Down Music
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
152739
তূর্য রাসেল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
203409
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
শেখের পোলা লিখেছেন : কি দেখালেন ভাই,যে সরকারের আসন ছিল দেশের সরকারের উপরে তাদের প্রধানের কলার ধরে পুলিশ৷ পুলিশ কি ভাল কাজে মন দিয়েছে?
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
152740
তূর্য রাসেল লিখেছেন : ;Winking ;Winking ;Winking ;Winking
203415
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লাতি মারেন কেন মামু ?? বিরিয়ানি কামু !!
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
152741
তূর্য রাসেল লিখেছেন : বিরানি খাওয়ার দিন শেষ। প্যাদানী খাওয়ার দিন শুরু...
203419
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
মাজহার১৩ লিখেছেন : ইমরান সরকারকে মারছে জামাতী পুলিশ ও আওয়ামী লীগের জামাত উইং।
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
152722
সাদাচোখে লিখেছেন : চমৎকার বলেছেন। উপরে আওয়ামীলীগ ভিতরে জামাত। আগামীতে যদি লিখেন উপরে হাসিনার পলিটিক্যাল বন্ধু ভিতরে হাসিনার পলিটিক্যাল খুনী - তাহলে অবাক হতে হবেনা।
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
152742
তূর্য রাসেল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
203422
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ক্ষমতার স্বাদ পাইলে সবাই নিজেকে বিশাল ক্ষমতাধর মনে করে। কিন্তু আজ ইমরাইন্নার কপালে শনির দশা।
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
152721
বিন হারুন লিখেছেন : হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কারো নামের বিকৃতি করা ইসলামে জায়েজ নাই। আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হন তাহলে শিরোনামটা এডিট করে দিন নাহলে আপনার নামে রিপোর্ট করতে বাধ্য হবো। ইমরাইন্নার কপালে শনির দশা।
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
152723
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Tongue Tongue Tongue Surprised Surprised Surprised Surprised
203430
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
বিন হারুন লিখেছেন : টিস্যুর প্রয়োজন ফুরিয়ে গেলে এমনই হয়. বাকি আছে ইনুমেননমতিয়া টিস্যু
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
152743
তূর্য রাসেল লিখেছেন : Winking Winking Winking Winking Winking
203432
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
ইবনে আহমাদ লিখেছেন : যাদের ইশারায় এই নাটক শুরু হয়েছিল ঠিক তাদের ইশারায় ই আজ বন্ধ হচ্ছে। কবির বা জাফর সাহেবরা শুধু কামলার কাজ করেন। মুনিব যখন যেভাবে কাজ করতে বলেন ঠিক সেভাবে সাপ্লাই করেন।
তাই আজ কেন ইমরানের পাশে দাড়াবে।
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
152744
তূর্য রাসেল লিখেছেন : ঠিক বলেছেন ভাই...
203433
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
ঈগল লিখেছেন : আপনি কি ঐ মনচের সমর্থক?
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
152745
তূর্য রাসেল লিখেছেন : আপনার কি তাই মনে হয়?
203439
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
সাদাচোখে লিখেছেন : আশা করি হেফাজত কিংবা জামায়াতের ভাইরা আগামীতে - ইউনিফর্ম পরা এই লোকদের ন্যায় - পথভ্রষ্ট, প্রায় অন্ধ গণবিভাজন মঞ্চের এই নেতা কর্মীদের বিরুদ্ধে অনুরূপ কোন আচরন করবেন না এবং তাদের অন্ধত্বের অভিশাপ মোচন হবে।
১০
203443
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
হাকালুকি লিখেছেন : শাহবাগের সেই গান্জার আড্ডাটা আজ আর নেই..
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
152746
তূর্য রাসেল লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand
১১
203446
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : কি দেখালেন ভাই,যে সরকারের আসন ছিল দেশের সরকারের উপরে তাদের প্রধানের কলার ধরে পুলিশ৷ পুলিশ কি ভাল কাজে মন দিয়েছে?
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:০১
152747
তূর্য রাসেল লিখেছেন : তাই তো মনে হচ্ছে...
১২
203463
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
হতভাগা লিখেছেন :
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
152777
তূর্য রাসেল লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised Surprised
১৩
203465
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
নীল জোছনা লিখেছেন : কথায় আছে বেশি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে। গণজাগরণের অবস্থা এখন সেরকম।
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
152779
তূর্য রাসেল লিখেছেন : ঠিক বলেছেন...
১৪
203470
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আরামে বিরিয়ানি খাইতে গেলে মাঝে মাঝে পিটানিও খাইতে হয়। নইলে ব্যালান্স আসে না।
১৫
203487
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৩
সন্ধাতারা লিখেছেন : নীতি বিবর্জিত মানুষের ভাগ্যে এর চেয়ে কম আশা করা শোভন নয়।
১৬
203493
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তেনারা মনে হয় এখন বিরিয়ানি শেষ করে গ্লাসে চুমুক দিচ্ছেন।
১৭
203512
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গরু এখন বুড়ি হয়ে গেছে গো, আগের মত আর দুধ দেয় না, শালিরে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়াই ভালো। মাইর আর মাইর....
১৮
203550
০৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৬
দ্য স্লেভ লিখেছেন : সেদিনের ২য় সরকারকে এভাবে অপমান !! হায় হায়,,,একি দেখা যায়....সেই মুরগী চোরটা কোথায় ???
১৯
203585
০৭ এপ্রিল ২০১৪ রাত ১২:১০
মাটিরলাঠি লিখেছেন : মনে হচ্ছে ভারত, হাসিনা ও আওয়ামিলীগের সুদূরপ্রসারী কোন কুমতলবের অংশ এই বিভক্তি, হামলা, নাটক, ....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File