শান্তিতে আছি বিয়ে করিনি বলে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ এপ্রিল, ২০১৪, ০৭:০৮:৪২ সন্ধ্যা
Just Fun
ব্লগ মাস্টার বড় ভাই সমতুল্য জনাব জামাল উদ্দিন ( সিটিজি৪বিডি ) ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন যা পড়ে নিজে অনেক শান্তিতে আছি বলে মনে হয়েছে।উনার লিখা পড়ে মনে হয়েছে অনেক অস্থিতে আছি। উনি লিখেছেন _
" বউয়ের বাপের বাড়ীর লোকজনকে ফ্রেন্ডলিস্টে কেন রাখবেন না?
============================
আপনি যে দলের পক্ষ হয়ে লিখালিখি করেন তারা যদি সেই দলকে লাইক না করেন তা হলে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তারা নিজেরা সরাসরি কিছু বলতে না পারলেও অন্য কাউকে দিয়ে আপনাকে কাবু করার চেষ্টা করে যাবে। আপনি সারাদিন ফেইসবুকে কি করেন না করেন তারা কিন্তু পর্যবেক্ষণ করছে। তাই আত্বীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার আশাংখা থাকলে বউয়ের বাপের বাড়ীর লোকজনকে ফেইসবুকের ফ্রেন্ডলিস্টে না রাখা ভাল হবে।"
জনাব ভাইয়া আমি প্রতিদিন অন্তত ৪-৫ স্টেটাস লিখি আর এই স্টেটাস বেশির ভাগ রাজনৈতিক। বর্তমানে দেশের প্রতিটি ঘরে রাজনতিক মতপার্থক্য রয়েছে। বাবা এক দলের হলে ছেলে আরেকদলের সেই প্রেক্ষিতে বউয়ের বাপের বাড়ীর লোকজনের সাথে আমার পছন্দের দলের মিল না থাকাটা সাভাবিক আর যদি মিল না থাকে আপনার মতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। তাই বলতেই হয় বড় শান্তিতে আছি বিয়ে করিনি বলে।
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ৫৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতে সুবিধা রয়েছে অনেক। আর লাখ লাখ ফজিলত তো আছেই।
But Celibacy has no pleasure.
সোজা বাংলায় দিল্লিাকা লাড্ডু খাইলেও পস্তাবেন না খাইলেও।
এই ম্যাসজের উত্তরে কয়েকটি কথা বলেছি। আর বেশী কিছু বলার সুযোগ পাইনি। আমাকে ব্লক করে রেখেছে।
ফেইসবুকে এই স্টাটাসের আগের স্টাটাসগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন আমি কি আজাইরা পোষ্ট দিই নাকি মানুষের উপকারের জন্য পোষ্ট দিই। একটি লিখা তৈরী করতে অনেক সময় লাগে। অনেকগুলো বই পড়তে হয়। অনেক কষ্ট করতে হয়। অফিসের কর্মের ফাঁকে ফাঁকে এই কাজটি করে আসছি। এর প্রতিদান নিশ্চয় আল্লাহ তায়ালা দিবে।
আসলে আমার পোষ্টগুলো পড়ে প্রিন্সেস জরিনাদের পেইন বাড়ে কারন তারা যে ইসলাম থেকে বহু অবস্থান করছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত এই জরিনাদেরকে কোরআন ও হাদীসের বানী শুনাতে গিয়ে যে কেউ গালি শুনবে। কারন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। তারপরেও ভার্চুয়াল জগতের মাধ্যমে তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর জন্য আমাদেরকে আরো পরিশ্রম করতে হবে। জরিনাদের গালি শুনে থেমে না থাকে আরো দ্বিগুন উৎসাহে বেশী বেশী পোস্ট দিয়ে যাব ইনশাআল্লাহ। জরিনাদের সাহস থাকলে পোষ্ট পড়ে মন্তব্য করবে। এটাই আশা করি।
প্রিন্সেস জরিনাদের জন্য আমার ব্লগের লিন্ক দিলামঃ
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/1776/ctg4bd
http://www.somewhereinblog.net/blog/ctg4bd
http://prothom-aloblog.com/profile/ctg4bd
http://womenexpress.net/blog/ctg4bd/
http://web.archive.org/web/20120925051516/http://www.sonarbangladesh.com/blog/ctg4bd/128182
Facebook ar link:
https://www.facebook.com/pages/Conjugal-Life-দাম্পত্য-জীবন/168737609927991?fref=ts
https://www.facebook.com/pages/সিটিজি৪বিডি-এর-ব্লগ/331476103664592
https://www.facebook.com/groups/116348568404170/?fref=ts
জানেন না শুভ কাজে দেরি করতে নেই......।
মন্তব্য করতে লগইন করুন