ফিরে এলো সেই ছয় এপ্রিল
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৬ এপ্রিল, ২০১৪, ০৬:৫২:৪৬ সন্ধ্যা
বছর পরিক্রমায় ফিরে এলো আবারো সেই ছয় এপ্রিল! স্বাধীন মুসলিম বাংলাদেশের গৌরবময় দিনলিপির অনন্য কীর্তিগাঁথা দিবসের একটি! যেদিন দেশজুড়ে যুগপৎ উন্মেষ ঘটেছিল--নাস্তিক্যবাদের ভীত নাড়ানিয়া--নীরব অথচ কার্যকর এক স্বতঃস্ফুর্ত বিপ্লবের! ঢাকামুখি তৌহিদী জনতার স্ফুরণে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল--তাবৎ অপশক্তির সকল অপপ্রয়াস! জালেমের রক্তচক্ষু--রাম-বাম বলয়ের সব বাঁধা--ঈমানী চেতনার বিক্ষুব্ধ উর্মীমালায় ধ্বসে পড়েছিল বালির বাঁধের মতোই! মাও-লেনিনের প্রেতাত্মা বেতাসির মামুনের সেই ভো দৌড়--আর র'-সিআইএ'র পেইড এজেন্ট মুরগী কবিরের সেদিনকার নাকানি চুবানি ছিল--বাংলার জমীন থেকে নাস্তিক্যবাদের মূলশুদ্ধ ভূলুণ্ঠিত হওয়ারই বাস্তব প্রতিচ্ছবি! টেকনাফ থেকে তেঁতুলিয়া আর সুন্দরবন থেকে পাথুরিয়া--সর্বত্রই ছিল নাস্তিক-মুরতাদ বিরোধী কোটিকণ্ঠের বজ্রনিনাদ! এশকে রাসুল আর শানে এলাহী'র এই মহাগর্জন--ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সীমানা পেরিয়ে~ ঢেউ তুলেছিল কাস্পিয়ান-প্রশান্ত আর আটলান্টিকের শান্ত তীরেও!
হেফাজত প্রশ্নে নড়েচড়ে বসেছিল বিশ্বসম্প্রদায়! লংমার্চ পরবর্তী বিশ্বইতিহাসের অন্যতম বড় এই সমাবেশ--জানান দিয়ে গিয়েছিল খানজাহান-বখতিয়ার, শাহজালাল-তীতুমীরের এই বাংলায়--আর যা-ই হোক নাস্তিক্যবাদের কোনও ঠাঁই নেই! স্মৃতিপটে সদা জাগরুক সেই ছয় এপ্রিলে স্থুল কোন প্রাপ্তি না-ই ঘটুক--অন্তত এতটুকো প্রমাণ হয়েছিল নিভৃতচারী ওলামায়ে দেওবন্দ--বৃটিশ যামানার আদলে আজো দেশজোড়া বিদ্রোহের বহ্নি শিখা জালাতে সক্ষম! নাস্তিক্যবাদের উদ্যত ফণা ভেঙ্গে দিতে--নয়া বালাকোট-শামেলী জন্ম দিতে পারে!
স্বকীয়তা রক্ষায় ফের গড়ে তুলতে জানে নতূন বাঁশেরকেল্লা!!
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৬ই মে মাইর তো খেয়েছেই , অন্যদিকে শফি হুজুর তেতুল তত্ত্ব এনে পুরো আন্দোলনটাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছেন ।
মন্তব্য করতে লগইন করুন