বিশ্বকাপ, পতাকা, কাপড় ও একটি মোবাইল ফোন কল
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ১০ জুন, ২০১৪, ১০:৪৫:৫৯ রাত
চরিত্রঃ রফিক, ইমন ও এলাকার কিছু পোলাপান
দৃশ্যঃ১- রফিক ভাই, চলেন; দেরি হইয়্যা যাইতেছে।
হ। চল, তাড়াতাড়ি, এমনিতেই দেরি হয়ে গেল তার উপর পোলাপানও কম মনে হইতেছে, সবাই আসে নাই নাকি?
ভাই, ইমন ভাইকে তো দেখছি না।
তার নাকি কি গুরুত্বপূর্ন কাজ আছে! যত্তসব!!!!, চল, কারো জন্য আর দেরি করবো না।.।.।.।।
একদল যুবক রওনা হলো পতাকার জন্য কাপড় কিনতে
দৃশ্যঃ২- ভাই এই কাপড়টা দেখেন, টেকসই মনে হচ্ছে। কত রোদ, বৃষ্টি, ঝড় ঝাপটা সহ্য করতে হবে পতাকার- একটু ভালো কাপড় না কিনলে টিকবে না।
আচ্ছা তোরা যেটা পছন্দ করবি সেটাই ফাইনাল। দাঁড়া, ইমনকে একটু পচানি দেই।
হ্যালো, ইমন!!! মিস করলি মামা!!
তাই নাকি?
আরে হ্যা, কত্ত মজা করে সবাই মিলে চয়েস করে কাপড় কিনছি। বেশ দামী কাপড়ই কিনছি।
ও। ভালো।
ইমন, তোর নাকি কি কাজ ছিলো, তাও আবার অতি গুরুত্বপূর্ন!
হ্যা রে।
বল না কই আছিস।
এইতো একটু কাপড় কিনতে এলাম।
থাবা খাবি। তুই অন্য দলের সাপোর্ট করিস তাই বলে লুকিয়ে লুকিয়ে কিনবি? আমরাও তো কাপড় কিনতে এসেছি। ফুটবল বিশ্বকাপ এলো, পাশের পাড়ার পোলাপান কত্ত বড় পতাকা বানাইয়্যা ফালাইছে। আমাদের একটা মান সম্মান আছে না? ওদেরটা মাইপ্যা আইছি। ওদের থেকে বড় কাপড় কিনবো। সবাই মিলে চাঁদা উঠাইছি। কাপড় কিনে পতাকা বানিয়েও মনে হচ্ছে কিছু টাকা বেঁচে যাবে। ওটা দিয়ে পরশু রাতে পার্টি দিবো ভাবছি। কিরে, কিছু বলছিস না কেন? ওই ইমন।
আমিও কাপড় কিনতে এসেছি রে রফিক। সামনে রমজান আসছে। পাশের পাড়ার পোলাপানদের চেয়ে আমাদের পাড়ায় পথশিশু, টোকাইদের সংখ্যা বেশি। নিজের কাছেই খারাপ লাগে। কয়েকজনের জামার মাপ নিয়ে এসেছি, ওদের জন্য নতুন জামা বানিয়ে দেবো। নিজের যা সামর্থ আছে তা দিয়েই চেষ্টা করছি রে, ওরা খালি গায়ে, ঈদের দিন যখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর আমাদের মাস্তি দেখে তখন লুকিয়ে লুকিয়ে কাঁদা ছাড়া তো কিছু করতে পারি না রে। তাই এবার ভাবলাম, নিজের ঈদের বাজেট না হয় কম করবো। ওদের জন্য কিছু করি। রমজানেই বিলি করে দিব, সওয়াব বেশি হবে, ওরাও খুশিতে ঈদ করতে পারবে
আশেপাশের পোলাপান দেখলো তাদের রফিক ভাইয়ের চোখ থেকে পানি পড়ছে!!! কি হলো রফিক ভাইয়ের?
ফোনটা রেখে দিয়ে রফিক বললো, তোরা সব ওঠ এখন এই কাপড় কিনবো না। প্ল্যান চেঞ্জড। ইমনের সাথে আলাপ করতে হবে। এই সব কিছু তুচ্ছ মনে হচ্ছে। আমাদের আরো ভালো, ইনোভেটিভ কিছু করার আছে
বিঃদ্রঃ আপনি শুরু করুন, দেখবেন আপনার পাশে শুভাকাঙ্খী, সমমনা লোকের অভাব হবে না।
বিষয়: বিবিধ
১৩৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্যের মুখে হাসি ফুটানোর চেয়ে বেশী খুশি আর কোথাও হতে পারেনা!!
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
আবেগে কাইন্দা ফালাইছি
মন্তব্য করতে লগইন করুন