রেশমার ছোট ভাই রাসেল

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৯ আগস্ট, ২০১৪, ১১:২২:২২ সকাল



রেশমা এবং রাসেল। দুজনেই ভাই বোন। তাদের মা বাবা নামও রেখেছে নামের অক্ষর মিলিয়ে। অথ্যাৎ দুজনের ই নামের প্রথম অক্ষর র দিয়ে শুরু। এই ভাই বোন "হাইড অব ট্রোজেটি" নাটকে অভিনয় করে।

রানা প্লাজাতে চাকরী না করেও রেশমা কে ১৭দিন পযন্ত রানা প্লাজার ধংসস্তুপের নিচে বসবাস করার পর জিবিত উদ্ধার করে। অপর দিকে মাওয়া ঘাটে দূর্ঘটনায় পতিত পিনাক-৬ নামক লঞ্চে না থেকেও ৫ দিন পর জিবিত উদ্ধার হয়!!!

যদিও লঞ্চটির কোন সন্ধান এখনো জানেনা কতৃপক্ষ। খুজে না পাওয়া লঞ্চ থেকে জলজান্ত মানুষ উদ্ধার হয়!!!!

৫ দিন পর "জিবিত উদ্ধার" হওয়ার রাসেল।

নাটকের পেক্ষাপট মাওয়া ঘাটের লঞ্চ ডুবি।





এই হল সেই [b]"রেশমার ছোট ভাই রাসেল"[/b] যে লঞ্চ ডুবির ৫দিন পর "জিবিত" উদ্ধার করেছিল "কতৃপক্ষ"।

কিন্তু তাদের বাজেট মাত্র ২০,০০০ টাকা হওয়ায় ধরা পড়ে যায়।

এত ছোট বাজেট নিয়ে কি নাটক বানানো যায়???


বাজেট কম হওয়াতে এই নাটক টি সুপার ফ্লপ হয়।

তবে এর আগের নাটক যেখানে তার বড় বোন রেশমার অভিনিত নাটক টি বিভিন্ন মহল এবং মিডিয়ার প্রমোট পেয়ে কিছুটা "হালাল" করে ফেলে।

১৭ দিন পর "জিবিত উদ্ধার" হওয়ার রেশমা।

নাটকের পেক্ষাপট রানা প্লাজা।



মোরালঃ বাংলাদেশে যখন বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটে, তখন আরো দুইটি ঘটনা ঘটানো হয়।

যথাঃ-

## একটা হল লাশ গুম করে মৃত্যুর সংখ্যা কম দেখানো হয়।

## অপরটা হল মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানো জন্য কোন নাটক সাজানো হয়।

হ্যা ...রানা প্লাজা ট্রাজেটি তে যেমন "রেশমা" নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি অন্য দিকে নিয়ে গেছিল, ঠিক তেমনি এখন মাওয়া ঘাটে লঞ্চ ডুবিতে একই স্টাইলে "সরওয়ার" নাটক সাজাতে গিয়ে ধরা খেয়েছে।

মানুষের "ট্রাজিক মৃত্যু" কে ধামাচাপা দিতে যারা এসব কান্ড ঘটায় তারা কি কখনো মানুষ হতে পারে???

বিষয়: বিবিধ

১৬৫২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252519
০৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৭
আবু নাইম লিখেছেন : পুরো ঘটনা জানালো ভাল হয়।
০৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৯
196621
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এখন পড়ে দেখুন। বুঝতে পারবেন। Worried Worried Worried
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:১০
196624
আবু নাইম লিখেছেন : ভাই..২০ হাজার টাকা বাজেট মানে কি.
কি ভাবে ধরা খেল.
এর বাড়ী আসলে কোথায়.
আসল নাম বুঝলাম রাসেল.
নাটক সাঝাতাছিল কারা. প্রশাসন না লঞ্চ মালিক.
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪১
196633
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : শুক্রবার দুপুরে হঠাৎ খবর হয় পদ্মার চর থেকে সারোয়ার নামে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর ছড়িয়ে যায় বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে। সাংবাদিকরা ছুটে যান সারোয়ারের সাক্ষাৎকার নিতে।

এদিকে টেলিভিশনসহ গণমাধ্যমগুলোতে ‘জীবিত উদ্ধার’ সংবাদ প্রচার হলে সারাদেশে এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু হায়, বিয়টি স¤পূর্ন গুজব।

টাকার লোভে জীবিত উদ্ধারের নাটক করছেন সরোয়ার। যার আসল নাম রাসেল। এ নাটকিয় বিয়টি পুলিশ ও গণমাধ্যম কর্মীরা বুঝতে পারার পর শুক্রবার বিকেলে মাওয়া ঘাটে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান মাইকে ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

মজিবর রহমান বলেন, এর আগে তিনি নিজের নাম ‘সরোয়ার’ বললেও তার আসল নাম রাসেল সর্দার (২০)। তার বাবার নাম আলাউদ্দিন সর্দার। তার বাড়ি মাদারীপুরের কুকরাইল এলাকায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল জানান, এক ক্যামেরাম্যান তাকে বলেছিলেন পাঁচ দিন পর জীবিত উদ্ধার দাবি করলে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। তাই ২০ হাজার টাকার লোভে তিনি এ নাটক সাজিয়েছেন।
১২ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৯
197488
আবু নাইম লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে সম্মানিত করুন। আমিন।
১২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০১
197594
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
252525
০৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪০
সত্যকণ্ঠ লিখেছেন : পিলাচ
০৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫২
196623
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : Straight Face Straight Face Straight Face Straight Face
252534
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সুপার ফ্লপ খাওয়া রেশমা নাটকটা যেখানে জাতিকে গিলানো সম্ভব হয়েছে সেখানে এটাতো একদম পান্তাভাত!!
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৫
196634
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : রেশমার অভিনিত নাটক টি বিভিন্ন মহল এবং মিডিয়ার প্রমোট পেয়ে জাতিকে গিলানো সম্ভব হয়েছে। এমনিতেই হয় নি। তাছাড়া বিষয়টি শতকরা কয়জন বিশ্বাস করে সেটাও দেখার বিষয়। অধিকাংশ মানুষই এটাকে নাটক বলে অবহিত করেছে।
252537
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৭
আবু জান্নাত লিখেছেন : এই সকল নাটক সাজিয়ে নাট্যকারেরা কেবল আত্মতৃপ্তিতে ভোগে। তারা মনে করে ঘটনা ভিন্নখাতে নিয়ে পেরেছি। কিন্তু বান্তবতা অনেক দূরে, যাদের স্বজন হারালো তারা কি পেল ? অনেকে জনমের মত ছেলে/মেয়ে স্বামী/স্ত্রী মাতা/পিতা ভাই/বোন হারালো। আর অপরদিকে দেশের কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত। ধিক শত ধিক এই ধরনের নাট্যকারদের।
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৯
196636
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ইয়া আপনি হয়ত জানেননা "কতৃপক্ষ" কিন্তু "আপনি বাচলে বাপের নাম" নীতি তে বিশ্বাসী। অন্যের মা-বাবা, ভাই-বোন মারা গেলে তাদের কিছুই যায় আসে না। তারা তো মানুষই না। নয়ত তারা "হাইড অব ট্রোজেটি" ড্রামা কিভাবে করে??
252548
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আফিংখোর কে বিষাক্ত সাপে কামড়ালে নাকি সাপটাই মারা যায়! তেমনি গাঁজাখোর পানিতে ডুবে না!!
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫১
196652
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সে তো পানিতেই যাইনি। পানিতে গেলেই বঝুতে পারতাম ডুবে কিনা। Crying Crying Crying Crying
252554
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৭
196651
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম.."হাইড অব ট্রোজেটি" ড্রামাStraight Face Straight Face Straight Face
252557
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৭
হতভাগা লিখেছেন : আহহারে ! বেচারাটাকে দিয়ে নাটক বানানো গেল না !

ঠিক ঠাক মত অভিনয় করতে পারলে রেশমার মত তারও ওয়েস্টিনে চাকরি হয়ে যেত।
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৬
196650
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এত ছোট বাজেট নিয়ে কি নাটক বানানো যায়??? মাত্র ২০,০০০ Straight Face Straight Face Straight Face
252584
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম। সত্য তুলে ধরে সুন্দর পোষ্টটির জন্য জাজাকাল্লাহু খাইর।
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
196708
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে
252658
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৬
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ওদের চোখের লজ্জা হারিয়ে গেছে । বার বার জাতিকে ধোকা দিতে চায় । Praying Praying Praying
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:৫০
196761
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বেশ্যা কে লজ্জার কথা না বলাই ভাল। ধরাও খাচ্ছে, তার পরও শিক্ষা হয় না
১০
252866
১০ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৯
ইয়াফি লিখেছেন : শেখ হাসিনার সরকারই জানে কিভাবে ১৭ দিন পর উদ্ধার করতে হয়! তার সরকার খুবই দক্ষ!
১২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০০
197593
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম ডিজিটাল সরকার বটেRolling Eyes Rolling Eyes Rolling Eyes Rolling Eyes

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File