বিয়ে মানে "আজীবন জান্নাতী সুখের বন্যা অথবা জাহান্নামী দুঃখের যন্ত্রনা"
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৯ আগস্ট, ২০১৪, ১১:৩০:০৫ সকাল
শুক্রবার প্রায় দাওয়াত থাকে। গতকাল দুইটা বিয়ের দাওয়াত দুপুর ও রাতে। আগে থেকেই দেওয়া বিকালে প্রোগ্রাম।আল্লাহর সাহায্য চেয়েছি।তাই আল্লাহ সব গুলোতেই অংশ গ্রহন করালেন। দুইটা বিয়ে ইসলামিক পরিবেশে পর্দানশীল মেয়েদের জন্য পর্দার ভিতরে আলাদা ব্যবস্থ্যা করা হয়েছে। রাতেরটা আমার বাবার বংশের আমার অতিপ্রিয় ও অতিআপন ভাইদের ছেলেদের মধ্যে প্রথম আমার প্রিয় আব্বু মুফতি নাঈমের বিয়ে। সে নিজে,তার স্ত্রী ও সন্মানিত বাবা মা , শ্বশু্র শ্বাশুড়ি সহ এক ডজনের বেশি কোরআনের হাফেজ় ও মুফতি।আমার রক্তের সবাইকে ও মেহমানদের কে ইসলামীক পরিবেশে পেয়ে আনন্দে মনে মনে বার বার বলেছি সুবহানয়াল্লাহ আলহামদুলিল্লাহ।কারন সত্যি ইসলাম ধর্ম শান্তির ধর্ম।সেই পরিবেশ যদি থাকে।
বর্তমানে বিয়ে শব্দটা শুনলে মনটা আতকে উঠে।আল্লাহ তারা মাবার কষ্টে গড়া এই সুন্দর পবিবারকে কি আরো সুখি করে জান্নাতী সুখের বন্যায় পারিবারিক জীবনকে উর্বর নতুন পলিমাটি দিয়ে নানান জাতের ফুলফলে আর পাখপাখালির নাচানাচি করা সবুজ উদ্যান সাজাবে। নাকি জাহান্নামী আগ্নেগিরির অগ্নুপাতের মত সাজানো সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে জাহান্নামী দুঃখের যন্ত্রনার ধ্বংসস্তুপের পিরামিড হয়ে দাঁড়ায়।
বিয়ে মানে এই যে, বাংলা ২ টি ব্যঞ্জনবর্নকে ২টি স্বরবর্ন সাথে সংযুক্ত করে দেওয়া হলেই বিয়ে হয়ে যায় । আমার মনে হয় রেললাইনের দুইটি সমান ও সমান্তরাল লৌহপাতের সংযোগস্থল যা জীবন নামের রেলগাড়িটাকে লক্ষস্থলে নিয়ে যাবে।আবার মনে হয় বিয়ে হল সেতুবন্ধন।সেই সেতুর এক প্রান্তে দুনিয়া আর অপর প্রান্তে আখিরাতের জান্নাতী সুখ।দুনিয়া থেকে পাথেয় কুড়ায়ে দুইজনে বহন করে একটি মজবুত শক্তহাত আর একটি কোমল বিনয়ী নরম হাতকে ভালবাসার বাহুবন্ধনে আবদ্ধ করে সমান তালে ভারসাম্য রক্ষা করে জীবনের আয়ুকালের সময় টুকু সেতুর উপর দিয়ে পার হয়ে অপরপাড়ের জান্নাতে চলে যাওয়া।
স্বামীর চেয়ে বেশি একজন ভাল বন্ধু আর কেউই হতে পারে না।যার কাছে জীবনটা চোখ বন্ধ করে সমার্পন করা যায় । যে একটা মেয়ের অনুর্ভর মাটির মত হৃদয়ে দক্ষকৃষকের মত ভালবাসার উর্বর সার দিয়ে ফলান নানান জাতের সোনালী ফসল । যিনি একজন স্ত্রী কে দেখাতে পারেন সিরাজুম মুনিরা । যার প্রেম প্রীতি ভালবাসা পেয়ে একটা মেয়ের স্বেত পাথরের হৃদয়ে সোনার হরফে লিখে দিতে পারেন আদর্শ স্ত্রীর /আদর্শ মায়ের জান্নাতী সার্টিফিকেট । আর সেই ভালবাসার স্বেত পাথরের তৈরি সিড়ি বেয়ে দুই দুই জনার হাত ধরে চলে যাবেন জান্নাতুল ফেরদাউসে । আর দুনিয়াতে রেখে যাবেন সদগায়ে জারিয়া নামের সোনালী ফসলের বীজ ।
আল্লাহ আমার আব্বু নাঈম কে সহ আমাদের সবাইকে নয়ন জুড়ানো আর চক্ষু শীতল কারী এমন স্বামী/স্ত্রী ও সন্তান দান করুন।যারা হবেন মুমিন মুত্তাকিনদের ঈমাম ।যারা ইসলামের দুর্গম বন্ধুর গিরিপথ ও তীক্ষন কাটাভরা বনবাধার মাড়িয়ে একে অন্যের হাত ধরে চলে যাবে জান্নাতে।যারা দৃঢ়চিত্ত, ধৈর্য্যশীল,অকুতভয় মদ্দে মুজাহিদ এবং যারা জান-মালের সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করে শাহাদাতের অমৃত শুরার পেয়ালা প্রানের জন্য মনপ্রান হয়ে থাকবে অধীর। আল্লাহ এই শান্তির অমিয় ধারা লাভের জন্য আমাদের সবাইকে হেদায়াত দান করুন।আমিন।
বিষয়: বিবিধ
৩৭০২ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অতিরিক্ত ক্যারিয়ার নিয়ে চিন্তা আর ব্যাক্তিস্বাধিনতার লাগামহিনতা আমাদোর পরিবার ব্যবস্থাকে ধ্বংস করছে।
সব কিছু তো ছেলে / পুরুষ / স্বামীর একার দায়িত্ব না । শরিয়ত মতে স্ত্রীর যেমন পাবার অধিকার আছে তেমনি আছে দেবার দায়িত্ব ।
একজন আরেকজনের লিবাস । এখানে শুধু একজনই নিজেকে দিয়ে অন্যের লিবাস হল আরেকজন শুধু পেয়েই গেল তা ঠিক নয় ।
শুধু এক তরফা ভালবাসা স্বামী - স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনও ভাল ফল বয়ে আনে না ।
যেই সব হতভাগারা বউ চালাতে জানে না তারাই আর বউ কে চাকর চাকরানীর মত মনে করে তারা নিজেরাও সুখি হতে পারে না অন্যকেও সুখ দিতে জানে না ।
এরাই অন্যের সুখি পরিবারকেও বিশ্বাস করে না ।
সহমত পোষণ করছি
আমিতো বহু চেষ্টা কইরাও বউ পাগলা না হইতে পাইরা এখন বিরহে আছি এবং দ্বিতীয়র পথে মনে হয় যেতে হবে, তাই চাইছিলাম আপনার কাছে জামাইপাগলা মেয়ে – যাতে কইরা আমি বউ-পাগলা না হইলেও কোন সমস্যা না হয়!
আর চিন্তা কইরেন না বয়স ৪০ হইতে এখনও অর্ধযুগ বাকী আছে! জামাই-পাগলা-ধরণের মেয়ে থাকলে নিশ্চিন্তে দিতে পারেন।
একজন আদর্শ স্বামীর গল্প
Click this link
আমি যদি জামাই-পাগলা বউ না পাই, আমি দাসী কিনা চলুম নিশ্চিত, তাও ঐ ধরনের বউ-পাগলা-আকাঙ্খী মেয়েদের বউ হিসেবে পাইয়া বউ-পাগলা হওয়ার আমার আর ইচ্ছা-ই নাই!
তবে আপনাদের দাম্পত্য জীবন আরও সুখময় হোক এ দোয়া আমি করি।
জামাই এর খোরাকী ৪ টা বউ হইলেও, জামাই সম-অধিকার ৪ টারে দিতে চাইলেও, ওইখানে আবার আপনারা বাধ সাধেন, গৃহযুদ্ধ লাগাইয়া দেন! ইসলাম এর ৪ বিয়ার আর অনুমতি ছাড়া বিয়ার সূত্র তখন আপনারা বেমালুম ভুলে যান – এইটাই সত্য। বর্তমান বউ-এর অনুমতি ছাড়া বিয়ে করা ইসলামের সূত্র হইলেও, অনুমতি ছাড়া জামাই বিয়ে করতে গেলে – আপনারা এই সূত্র ব্যবহার করে তখন বলেন – জামাই মু’মিন না, আর মামলা তো করেন-ই!
আল্লাহ-ই ভালো জানেন, আপনাদের সম্বন্ধে। আশা করছিলাম এ বার হুজুর বিয়া করুম, মনে হইতাছে ঐ আশা মাঠে মারা পড়লো!
আপনি মুত্তাকীনদের কাতারা শামীল হোন – এ দোয়া আমিও করি।
মন্তব্য করতে লগইন করুন