আমি একা!
লিখেছেন লিখেছেন শেখ তাসনীম হাসান আমানী ০৯ আগস্ট, ২০১৪, ১১:০৫:৫৪ সকাল
কওমী মাদরাসার পড়ালেখার সমাপ্তি হলো আমার ৷
সাবাহী মক্তব বিভাগ ,
আতফাল বিভাগ,
নুরানী বিভাগ,
হিফজ বিভাগ,
কিতাব বিভাগে
মাদানী নিসাব,
দরসে নিযামি নিসাব সহ
ইফতা বিভাগ সব শেষ করেছি ৷
শোকর আলহামদুলিল্লাহ ৷
আর কোন দিন কওমী মাদরাসায়
ভর্তি হওয়ার সুযোগ মনে হয় আর হবে না ৷
এখন তাই মনে খুব-ই কষ্ট হচ্ছে ,,,,,,,,,
কতো সাথী ভাই, কতো বন্ধু ছিলো!!!
সবাইকে ছেড়ে আমি এখন একা ৷
আমি একা! আমি একা! আমি একা!
তাসনীম হাসান আমানী
আমানতগঞ্জ, বরিশাল ৷
09/08/2014
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা আসলেই পড়ার দরকার ছিল ভাই কাহাফ ৷
কিন্তু মনে হয় আমার পড়া হবে না ৷
মানব সেবা এটাই ইসলামের মুল মিশন,
অনেকে ভাবে দীনের খেদমত করব..... এটা ভূল। দীন আপনার খেদমতের মুখাপেক্ষি নয়। দীনের উপকার না, দীনই আপনার উপকার করবে।
রাসূল (সা) মানুষের সেবার মাধ্যমেই ইসলামের প্রচার করেছেন।
এসব আপনাকে বলছি কারণ আমিও কওমী থেকে ফারেগ।
মন্তব্য করতে লগইন করুন