" আমি যেন কোন কবরের অনাবাসিক বাসিন্দা " !!!!
লিখেছেন লিখেছেন শেখ তাসনীম হাসান আমানী ২০ আগস্ট, ২০১৪, ১০:৪১:১৮ রাত
আজ সকাল 8:30 এর দিকে...
আমি আর আমার ছোট ভাই তাকরীম হাসান কে
নিয়ে পিজি হাসপাতালে গেলাম ৷
ব্লক "সি " এর দশম তলায় আমার অপরেশন হবে ৷
সেখানে গিয়ে ফোন করলাম ডাক্তার সাহেবকে ৷
তিনি বললেন , আমি এখন অপরেশন করছি, এর পরেই আপনাকে ৷
মনের ভিতরে কিঞ্চিৎ ভয়ে পশমগুলি দুলিয়ে উঠল !!! আল্লাহ ভরসা ৷
**********★*********★**********★**********
কিছুক্ষণ পর ...
আমাকে OT এর পোষাক পড়ানো হলো ৷
নিয়ে যাওয়া আমাকে চার নম্বর রুমে ৷
সি ব্লকের দশম ফ্লোরটি পুরাই "অপরেশন খানা "
বিশাল এরিয়া!! অনেক মেশিন!!! অনেক মানুষ!!!!
হাল্কা-হাল্কা ভয় এসে আমার মনের আশে - পাশে জড়ো হল !!!
**************************************************************
আমাকে শোয়ানো হলো ৷ সমস্ত শরির ডেকে দেওয়া হলো মোটা কাপড় দিয়ে ৷
মনে হচ্ছে আমি যেন কোন কবরের অনাবাসিক বাসিন্দা !!!!
এখন আমার "গালে সার্জারি অপরেশন " করা হবে ৷
চামড়া কেটে ফেলা হবে ৷ কেটে ফেলা হবে সেই অংশটি!!
যেটি আমাকে বিরক্ত করে , তবে কোন ব্যাথা দেয়নি ।
আমার বাম চোখ কস্টেপ দিয়ে বন্ধ করা হল ৷
অতপর মেডিসিন দিয়ে প্রলেপ দিল তাঁরা ৷
শুরু করল অবাস করার অভিযান!!
একের পর এক করে দশবার ইঞ্জেকশন করল আমার নরম গালে!!
এখন সেই অংশটি বেহুশ! তাকে তাঁরা এখন কেটে ফেলার অভিযান শুরু করল ৷
আমার চামড়া কাটছে আর আমাকে জিজ্ঞাসা করছে ,
আমার মনোযোগ অন্য দিকে সঞ্চালন করার জন্য ।
কিন্তু !! আমার মনোযোগ আমার আপন ফিলিস্তিনি ভাই - বোনদের দিকে ।
তাদের অবস্থার দিক দিয়ে এগুলি কিছুই নয় ।
( হে আল্লাহ ! আমাদের ফিলিস্তিনী ভাই - বোনদের কে সর্বাত্মক হেফাজত করুন )
কেটে বের করল সেই নিরব অংশটিকে ৷
এবার চামড়া সেলাই করার পালা ৷
গালের স্কিন খুব-ই পাতলা হয় ৷ তাই সেলাই করতেও প্রথমে মিসটেক হয় ৷
অবশেষে চামড়া সেলাই কমপ্লিট হল ৷
আমার আম্মু - আব্বু ও আত্মীয় স্বজন ,
আমার ফেসবুকে আমার বন্ধুদের খাছ দোআয়
আল্লাহর অশেষ মেহেরবানিতে অপেরেশন সফলভাবে সম্পন্ন হয়েছে ।
তাই আপনাদের সবাইকে আন্তরিক মোবারাকবাদ ।
**********************************************************************************
অনেকে কিছু ডাক্তারদের আচরণের কারনে ,
ডাক্তারদেরকে "ডাকাইত" বলেন , এটা আসলে ঠিক না ।
আজকে যেই ডাক্তার আমাকে অপরেশন করেছেন ,
তাঁর কাছে আমি ঋণী , তিনি একজন উত্তম মানুষ ।
আজকের তোলা পিজি হাস্পাতেলের সি ব্লক ।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন