"রমজান মুবারাক" আমাদের সকলের জন্য মুবারাক হোক ।

লিখেছেন লিখেছেন শেখ তাসনীম হাসান আমানী ২৪ জুন, ২০১৪, ০৩:৪০:২৫ দুপুর

রমজান শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি ।

রমজান মাসে আল্লাহর বান্দারা আল্লাহর নৈকট্য লাভের জন্য ,

সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন ,

মধ্যরাত পর্যন্ত সালাতুত তারাবীহ পড়েন ।

সাধারণ মুসুল্লিগনের আনা-গোনায় কানায় -কানায়

পরিপূর্ণ থাকে সাড়া দেশের সব মসজিদ ।

******************************************************

গত কাল আওয়ামীলীগের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ।

এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার সব রোড-ঘাঠে,

পোস্টার-ফেস্টুন,বিলবোর্ডে ঢেকে গিয়েছিল ।

আর এই বাক্যটি সব জাগায় দেখা গিয়েছে ।

"শেখ হাসিনাই পারে , শেখ হাসিনাই পারবে"



******************************************************

আমারও এ আবদার, তাদের এ কথাটি যেন বাস্তবে পরিণত করতে পারেন ।

পবিত্র রমজান মাসে যে সব হোটেল , রেস্টুরেন্টে

ইসলাম বিরধী কাজ-কর্ম হয় ও খাওয়া- দাওয়া হয় ,

এমন সকল প্রতিষ্ঠানকে এবং যারা ইসলাম বিরধী কাজ-কর্ম করে তাদেরকে ,

যেন তিনি কঠোর হাতে দমন করেন । এই কামনা।

******************************************************

হে আল্লাহ ! আমাদের সকল কে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার ও সাহাবীদের মতন আমল করার তাওফীক দান কর ।

বিষয়: বিবিধ

১৪৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238359
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৫
238376
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৪১
আফরা লিখেছেন : হে আল্লাহ ! আমাদের সকল কে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার ও সাহাবীদের মতন আমল করার তাওফীক দান কর ।
238400
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৯
নীল জোছনা লিখেছেন : Rose Rose Rose সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৪ রাত ১০:৫৭
200094
শেখ তাসনীম হাসান আমানী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ।
238401
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৯
ছিঁচকে চোর লিখেছেন : আফরা লিখেছেন : হে আল্লাহ ! আমাদের সকল কে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার ও সাহাবীদের মতন আমল করার তাওফীক দান কর ।

Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File