বিবেকের পরিক্ষায় নেমেছি আজ। দেখা যাক কার বিবেক কি রকম...
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ১০ এপ্রিল, ২০১৪, ১২:৫৬:০৬ দুপুর
সাতক্ষীরায় এক এইচএসসি পরীক্ষার্থীকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করেছে পুলিশ। গুলিবিদ্ধ তরুণের নাম মিলন রহমান ওরফে সোহাগ (১৯)। পুুলিশ বলেছে সে শিবির করে। ২০১৩ সালের মার্চে সড়ক অবরোধের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।
মন্তব্যঃ আমি একজন আইনের ছাত্র। আমি পৃথিবীর কোন আইনে পাইনি যে রাজনৈতিক ভাবে ভিন্ন মতাদর্শী হওয়ার কারণে বাড়ী থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করতে পারবে।
এখানে তো সব রাজনৈতিক মতাদর্শের সমর্থক আছো। তোমাদের কাছে আমার প্রশ্ন... তোমরা এইরকম ঘটনা গুলো কিভাবে দেখ?
দেখা যাক কার বিবেক কি রকম...
লিংক http://mzamin.com/details.php?mzamin=MTg2MDI=&s=MQ==
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কানা মিজানের নাতি
মিজানের মতই কানা আমরা
পুর বাঙ্গালী জাতি।
এটাই ইসলাম পন্থিদের বড় ভুল.
.
ও আল্লাহ, আমরা অক্ষম, অপরাধী, তুমি আমাদের নিরাপত্তাদাতা, সহায় ও আমাদের উপর কৃত জুলুমের প্রতিবিধান কারী.
মন্তব্য করতে লগইন করুন